সাউথ অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়তা দিচ্ছে রাজ্য সরকার

সাউথ অস্ট্রেলিয়ান স্টেট গভর্নমেন্ট আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১৩.৮ মিলিয়ন ডলারের সাপোর্ট প্যাকেজ ঘোষণা করেছে। এর ফলে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাউথ অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল এডুকেশন সেক্টরটি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

International students in Australia (Image representational only)

Source: Flickr

থেকে বলা হয় এই সাপোর্ট প্যাকেজটি সরকারের কমিউনিটি এন্ড জবস সাপোর্ট ফান্ডের অংশ।

অস্ট্রেলিয়ার অন্যান্য স্থানের মত সাউথ অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাতও করোনার কারণে ক্ষতিগ্রস্ত, এই সেক্টরটিকে আর্থিকভাবে সহায়তা করতেই এই তহবিল দেয়া হচ্ছে।

সাউথ অস্ট্রেলিয়ান সরকারের মিনিস্টার ফর ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ডেভিড রিজওয়ে বলেন, এই সেক্টরটি শক্তিশালী রাখতে হবে কারণ এখানে অনেকের কর্মসংস্থানের বিষয়টি জড়িত, তা না হলে এই মহামারীতে সেক্টরটি সংকটপূর্ণ অবস্থায় পড়বে।

"আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করে, এটি এই রাজ্যের সর্ববৃহৎ রপ্তানি আয়ের উৎস। শিক্ষার্থীরা এখন কঠিন সময়ের মধ্যে আছে, কারণ তারা কমন ওয়েলথ সরকার থেকে কোন ইনকাম সাপোর্ট পাচ্ছে না। "

"অথচ প্রতি চারজন আন্তর্জাতিক শিক্ষার্থী একটি করে নতুন চাকরি সৃষ্টি করছে, এবং ২০১৮-১৯ অর্থবছরে তারা সাউথ অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ১.৯২ বিলিয়ন ডলার যোগ করেছে, সেইসাথে পুরো কমুনিটির লিভিং এক্সপেন্সের অর্ধেক তাদেরই করা।"

তিনি বলেন, "আন্তর্জাতিক শিক্ষার্থীরা দক্ষ কর্মী সংকটেরও যোগান দিচ্ছে, তারা আমাদের কমুনিটির অংশ। তাই আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এই কঠিন এবং অনিশ্চিত সময়ে তারা যেন সাহায্য পায়।"

ইউনিভার্সিটি অফ এডিলেড, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার তহবিলের পাশাপাশি স্টেট গভর্নমেন্ট অতিরিক্ত তহবিল দেবে। ইউনিভার্সিটিগুলো বর্তমান ভর্তিরত কষ্টে থাকা শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ করবে।

ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্ট প্যাকেজে যা থাকছে তা হলো:

- COVID 19-এর প্রভাবে সংকটে থাকা ইউনিভার্সিটি অফ এডিলেড, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার বর্তমান শিক্ষার্থীদের জন্য ১০ মিলিয়ন ডলার তহবিল

- সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত যেসব বর্তমান শিক্ষার্থীরা COVID 19-এর প্রভাবে দুর্দশার মধ্যে আছে তাদের ৫০০ ডলার করে নগদ প্রদান

- এবং হোম স্টে ফ্যামিলিগুলোর সাথে থাকা শিক্ষার্থীদের ২০০ ডলার করে প্রতি শিক্ষার্থীকে এককালীন প্রদান

স্টাডি অস্ট্রেলিয়ার চিফ এক্সেকিউটিভ কারিন কেন্ট বলেন, COVID 19-এর প্রভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীরা দুরাবস্থায় আছে।

মিস কেন্ট বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে ভীষণ উদ্বিগ্ন, এই আর্থিক সাহায্য তাই শিক্ষার্থী এবং প্রতিষ্ঠাগুলোর জন্য যথেষ্ট স্বস্তির।"

অনুদান পাওয়ার যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা ডিপার্টমেন্ট অফ হিউমান সার্ভিসে আবেদনের মাধ্যমে এই সাহায্য পাবে। শিক্ষার্থীরা অনুদান নিয়মাবলী জানতে স্টাডি অস্ট্রেলিয়ার ওয়েবসাইট দেখতে পারেন।

আরো পড়ুন:

Share
Published 24 April 2020 4:21pm
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand