বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মইনউদ্দিন মারা গেছেন। বুধবার ভোরে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Coronavirus (COVID19)

Coronavirus (COVID-19) pandemic - Geralt Source: Pixabay

সিলেট জেলার সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল মইনউদ্দিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। বাংলাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে বেশ কয়েকজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, তবে এই প্রথম কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলো।

প্রেমানন্দ মন্ডল জানান, "তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেউ ফোন ধরছেন না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে তিনি আজ সকালে মারা গেছেন।"

৬ই এপ্রিল ডাক্তার মইনউদ্দিনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করার কথা জানানো হয়। এর পরদিন সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে তার পরদিনই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানোর সুপারিশ করা হয়।

৯ই এপ্রিল তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রায় ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ (১৫ই এপ্রিল) সকালে মারা যান তিনি।

গত সপ্তাহে সিলেট থেকে ঐ চিকিৎসককে ঢাকায় নিয়ে আসার খবরে ব্যাপক আলোচনা তৈরি হয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বাংলাদেশের বলেন, করোনাভাইরাসে আক্রান্ত মইনউদ্দিনের রোববার পর্যন্ত শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু হঠাৎই তাঁর অবস্থার অবনতি হয়, শ্বাসকষ্ট বাড়তে থাকে। সংক্রমণ হার্টে ছড়িয়ে পড়েছিল।

প্রথম আলোকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. ময়নুল হক বলেন, সংক্রামক বিধি অনুসরণ করে তাঁকে ঢাকাতেই দাফন করার কথা রয়েছে।

আরো পড়ুন: 

Share
Published 15 April 2020 6:07pm
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand