অস্ট্রেলিয়া জুড়ে বুশফায়ারের এক ঝলক

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে প্রায় ২০০টি বুশফায়ারের আগুন জ্বলছে। এ পর্যন্ত সাত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

NSW Rural Fire Service crews fight the Gospers Mountain Fire as it impacts a property at Bilpin.

Un vigile del fuoco del NSW Rural Fire Service cerca di combattere le fiamme a Bilpin, dove l'incendio di Gospers Mountainha ha distrutto diverse case. Source: AAP

অস্ট্রেলিয়া জুড়ে বুশফায়ার ইমার্জেন্সির এক ঝলক:

* দেশ জুড়ে প্রায় ২০০টি স্থানে আগুন জ্বলছে।

* এ পর্যন্ত সাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

* এ বছর বুশফায়ারে নয় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে; নিউ সাউথ ওয়েলসে ৭৮৯, কুইন্সল্যান্ডে ৪০, সাউথ অস্ট্রেলিয়ায় ৭২ এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় একটি।

* বসত-বাড়ি ছাড়াও হাজার হাজার চালাঘর, আস্তাবল ইত্যাদি বিনষ্ট ও ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল নষ্ট হয়েছে।

* ২,০০০ কোয়ালার মৃত্যু ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউ সাউথ ওয়েলস

* ১১০টি আগুন। এগুলোর মধ্যে ৬০টি নিয়ন্ত্রণের বাইরে।

*  মিড-নর্থ-কোস্টে ২ জন স্বেচ্ছাসেবী অগ্নি-নির্বাপকসহ আরও চার জনের মৃত্যু ঘটেছে। অগ্নি-নির্বাপকদের নাম Geoff Keaton ও Andrew O'Dwyer। আর বাকি ব্যক্তিদের নাম: Vivian Chaplain, ৬৯, George Nole, Julie Fletcher, ৬৩, ও ৫৮ বছর বয়সী একজন অজ্ঞাতনামা ব্যক্তি।
NSW Police watch as the Green Wattle Creek Fire threatens homes in Yandeera in the south west of Sydney.
NSW Police watch as the Green Wattle Creek Fire threatens homes in Yandeera in the south west of Sydney. Source: AAP
* গত উইকএন্ডেই ১০০টি স্থাপনা বিনষ্ট হয়েছে।

* সিডনির আকাশ জুড়ে এখনও ধোঁয়া রয়েছে।

* আগুন:

- সিডনির উত্তর-পশ্চিমে Gospers Mountain এ ভয়াবহ আগুন লেগেছে। এর ফলে Lithgow এবং Blue Mountains এর উপরে Bells Line of Road ক্ষতিগ্রস্ত হয়েছে।

- Green Wattle Creek ফায়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে Wollondilly Shire villages of Buxton এবং Bargo। এছাড়া, ছোট শহর Balmoral ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

-  Batemans Bay এর উত্তরে South Coast এর Currowan এ বুশফায়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে Nerriga এর নিকটস্থ কমিউনিটিগুলো।

ভিক্টোরিয়া

* Western District এর East Gippsland এর Tambo Crossing এবং Hotspur, Digby তে দুটি আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায় নি।

* East Gippsland এর বুশফায়ার গত বৃহস্পতিবার থেকে জ্বলছে।
Fire crews attack flames from a fire burning at Mount Mercer.
Fire crews attack flames from a fire burning at Mount Mercer. Source: Twitter/@CFA_Updates/Wayne Rigg
* অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার ফলে সাময়িক স্বস্তি পেয়েছেন অগ্নি-নির্বাপকরা।

* আগুনের ফলে সৃষ্ট ধোঁয়া এবং নিউ সাউথ ওয়েলসের ধোঁয়ার ফলে বায়ু-দূষণ ঘটছে।

সাউথ অস্ট্রেলিয়া

* Adelaide Hills এ বড় এলাকা জুড়ে আগুন লেগেছে।

* এক ব্যক্তির মৃত্যু (Ron Selth, 69), আরও তিন জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে।

* ১২৭ কিলোমিটার এলাকার মধ্যে ২৫,০০০ হেক্টর ভূমি পুড়ে গেছে।
* ৭২ টি ঘর-বাড়ি সুনিশ্চিতভাবে বিধ্বস্ত হয়েছে। এছাড়া, আরও ৪০৪টি স্থাপনা এবং ২২৭টি যান-বাহন গত উইকএন্ডে বিনষ্ট হয়েছে।

* আঙ্গর-বাগানসহ ফসলাদির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। শত শত ভেড়া মারা গেছে।

* Castambul এ Kangaroo Creek Reservoir এর পার্শ্ববর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুইন্সল্যান্ড

* রাজ্যের বিভিন্ন অঞ্চলে ৬০টি আগুন লেগেছে।

* সেন্ট্রাল কুইন্সল্যান্ডের Central Highlands এবং Coalfields ও Upper Flinders এলাকায় ভয়াবহ আগুন লেগেছে।
* ক্রিসমাসের সময়ে বৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

* নিউ সাউথ ওয়েলসের আগুন থেকে বায়ু-দূষণ ঘটছে।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া

* পার্থের Roleystone এর আশেপাশের পাহাড়ী এলাকা এবং Yanchep এ বুশফায়ারের ঝুঁকি রয়েছে, ফলে জন-জীবন ও ঘর-বাড়ি হুমকির মুখে পড়েছে।

* ছয় দিন ব্যাপী অগ্নিকাণ্ডে কাজ করেছেন অগ্নি-নির্বাপকরা। তারা হাজার হাজার ঘর-বাড়ি রক্ষা করেছেন। 

* একটি বাড়ি এবং Yanchep এ একটি পেট্রোল স্টেশন বিনষ্ট হয়েছে। এছাড়া, ১৩,০০০ হেক্টর ভূমি পুড়ে গেছে।

তাসমানিয়া

* নভেম্বরের শেষ নাগাদ Launceston এর উত্তরে দুটি বুশফায়ার নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নর্দার্ন টেরিটোরি

* নর্দার্ন টেরিটোরিতে সর্বশেষ বড় অগ্নিকাণ্ড দেখা গেছে সেপ্টেম্বরে। তখন সেখানে নয়টি স্থানে আগুন জ্বলছিল।


Share
Published 23 December 2019 1:52pm
Updated 24 December 2019 9:19am
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand