আইইবি অস্ট্রেলিয়া চাপ্টারের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

সিডনির গ্লেনফিল্ডে গত ১৬ সেপ্টেম্বর ২০১৮ অনুষ্ঠিত হয়ে গেল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) অস্ট্রেলিয়া চাপ্টারের প্রথম সাধারণ সভা। অস্ট্রেলিয়ায় বসবাসকারী বহু বাংলাদেশী ইঞ্জিনিয়ার এতে যোগ দেন। এই সভায় তারা এই সংগঠনের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং ২০১৮-১৯ সালের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করেন।

IEB Bangladesh Chapter

Source: Supplied

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) অস্ট্রেলিয়া চাপ্টারের প্রথম সাধারণ সভার শুরুতে বিদায়ী আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আইইবি অস্ট্রেলিয়া চাপ্টার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এরপর ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

আইইবি অস্ট্রেলিয়া চাপ্টারের ২০১৮-১৯ সালের জন্য নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ:

১. প্রেসিডেন্ট: ইঞ্জিনিয়ার আব্দুল মতিন (বুয়েট)

২. ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল): ইঞ্জিনিয়ার ড. জাহিদ হক (কুয়েট)

৩. ভাইস প্রেসিডেন্ট (মেম্বার সার্ভিসেস): ইঞ্জিনিয়ার সোহেল করিম (রুয়েট)

৪. ভাইস প্রেসিডেন্ট (ইঞ্জিনিয়ার্স প্রফেশনাল সার্ভিসেস অ্যান্ড সোশাল ওয়েলফেয়ার): ইঞ্জিনিয়ার ড. নিয়াজ শেখ (চুয়েট)

৫. ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স): ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (বুয়েট)

৬. দি অনারারি জেনারেল সেক্রেটারি: ইঞ্জিনিয়ার ড. এএইচএম কামরুজ্জামান (কুয়েট)

৭. দি অনারারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (অ্যাকাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল): ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চপল (কুয়েট)

৮. দি অনারারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (মেম্বার সার্ভিসেস): ইঞ্জিনিয়ার শফিক শুভ (রুয়েট)

৯. দি অনারারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (ইঞ্জিনিয়ার্স প্রফেশনাল সার্ভিসেস অ্যান্ড সোশাল ওয়েলফেয়ার): ইঞ্জিনিয়ার হাসান জিয়াদ (চুয়েট)

১০. দি অনারারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স): ইঞ্জিনিয়ার সেলিম আহমেদ (বুয়েট)

১১. সেক্রেটারি ফর কালচারাল অ্যাফেয়ার্স: ইঞ্জিনিয়ার জেসমিন কেয়া (চুয়েট)

১২. সেক্রেটারি ফর কালচারাল অ্যাফেয়ার্স: ইঞ্জিনিয়ার সাদিয়া আফরিন (রুয়েট)

১৩. সেক্রেটারি ফর কালচারাল অ্যাফেয়ার্স: ইঞ্জিনিয়ার আবু সাইয়িদ মোহাম্মদ আসাদুল্লাহ (কুয়েট)

১৪. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান (রুয়েট)

১৫. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু রায়হান (রুয়েট)

১৬. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার ড. আতাউর রহমান (কুয়েট)

১৭. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার ড. রফিকুল ইসলাম (কুয়েট)

১৮. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার রফিক আহমেদ পাটওয়ারী (বুয়েট)

১৯. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার তানভীর মজুমদার (বুয়েট)

২০. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার অসীম চৌধুরী (বুয়েট)

২১. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার এএনএম ফয়সাল শিশির (চুয়েট)

২২. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার মোহাম্মদ চৌধুরী (জিতু) (চুয়েট)

২৩. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাহারুল ইসলাম (পিনু) (কুয়েট)

২৪. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার আরমান হোসেইন (আইইউটি)

২৫. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার মুসসারাত হোসেইন (বুয়েট)

২৬. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার ড. জাহাঙ্গির হোসেইন (রুয়েট)

২৭. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার ড. সানিয়া শারমিন (বুয়েট)

২৮. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস (বুয়েট)

২৯. একজিকিউটিভ মেম্বার/অ্যাডভাইজার: ইঞ্জিনিয়ার এজেডএম মহিউদ্দিন (রুয়েট)

 

Follow SBS Bangla on .

Share
Published 26 September 2018 11:04am
By Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand