সর্বশেষ পরিস্থিতি :আম্ফান এখন স্থল নিম্নচাপ ,বাংলাদেশের সাত জেলায় নিহত ১২

ঘূর্ণিঝড় আম্ফান বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সতর্ক সংকেত কমিয়ে এনেছে বাংলাদেশের আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে রংপুর অঞ্চলের দিকে অবস্থান করছিল। এটি আরো উত্তর-পূর্ব দিকে সরে যাবে। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা, পায়রা সমুদ্রবন্দরসহ যেসব এলাকায় ১০ নম্বর মহাবিপৎসংকেত ও ৯ নম্বর বিপৎসংকেত ছিল, সেটি তুলে ফেলা হয়েছে। পরিবর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ciclone Amphan em Bangladesh: milhões de pessoas atingidas no país e nos vizinhos Índia e Sri Lanka.

Source: Facebook

বৃহস্পতিবার সকালে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিফ্রিংয়ে বলা হয়, আম্ফানের প্রভাবে বৃহস্পতিবার সারা দিন বৃষ্টি ও বাতাস অব্যাহত থাকবে। আগামীকাল শুক্রবার থেকে দেশের অবস্থা স্বাভাবিক হবে। বর্তমানে নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, ঘূর্ণিঝড় আম্ফান প্রথমে সুপার সাইক্লোন ছিল, এরপর সাইক্লোন এবং সবশেষ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারত থেকে রাজশাহী ও পাবনা হয়ে বাংলাদেশ অতিক্রম করছে।

ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগে মধ্যে দেশের সাত জেলায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
ঝড়ের মধ্যে প্রবল বাতাসে বহু গাছপালা ভেঙে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়েন উপকূলের ১০ লাখ গ্রাহক।
এ পর্যন্ত যাদের মৃত্যুর খবর এসেছে তাদের বেশিরভাগই ঝড়ে গাছ বা ঘর চাপা পড়ে মারা গেছেন।
এর মধ্যে পিরোজপুর ও যাশোরে তিনজন করে, পটুয়াখালীতে দুজন এবং ঝিনাইদহে, সাতক্ষীরা, ভোলা ও বরগুনায় একজন।


Share
Published 21 May 2020 8:05pm
By Ali Habib
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand