সফররত অ্যান্থোনি অ্যালবানিজির কাছে মন্দিরে হামলা নিয়ে উদ্বেগ জানালেন নরেন্দ্র মোদী

অস্ট্রেলিয়ায় মন্দিরে ক্রমাগত হামলায় উদ্বিগ্ন ভারত, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি।

India: Australian PM Anthony Albanese Meets PM Narendra Modi At Hyderabad House In Delhi

NEW DELHI, INDIA - MARCH 10: Prime Minister Narendra Modi and his Australian counterpart Anthony Albanese during their joint press statement after a meeting, at the Hyderabad House on March 10, 2023 in New Delhi, India. (Photo by Ajay Aggarwal/Hindustan Times/Sipa USA) Source: AAP / Hindustan Times/Sipa USA

একটি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলার খবর ক্রমাগত আসছে। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি তাঁকে আশ্বস্ত করেছেন যে, ভারতীয়দের নিরাপত্তা তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। 
ভারত সফরে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। তাঁর সামনেই এই বিষয়টি উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মিস্টার অ্যালবানিজি।

সেদিন যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অত্যন্ত অনুতাপের বিষয় যে, গত কয়েক সপ্তাহে একাধিকবার অস্ট্রেলিয়ায় মন্দির ভাঙচুরের খবর এসেছে। বিষয়টি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ায় যাতে ভারতীয়দের কোনও সমস্যা না হয়, তা গুরুত্ব সহকারে দেখা হবে। 
উল্লেখ্য, জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে একাধিকবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভিক্টোরিয়া রাজ্যের শিব বিষ্ণু মন্দিরে হামলা চালানো হয়েছে। এছাড়াও মেলবোর্নের মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, নিরাপত্তা সহযোগিতা ভারত-অস্ট্রেলিয়া কৌশলের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে নিরাপত্তার সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী সরবরাহের শৃঙ্খলও শক্তিশালী করা নিয়ে কথা হয়েছে।

জানা গেছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় ঠিক হয়েছে, ভারত–অস্ট্রেলিয়া দু’দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বাড়াবে। তাঁরা নির্ভরযোগ্য এবং শক্তিশালী বৈশ্বিক সরবরাহ চেইন বিকাশের জন্য পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য-সহ অনেক বিষয়ে দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন, দু’দেশের মধ্যে সই হওয়া অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতামূলক চুক্তি, একটি বদল নিয়ে আসা চুক্তি। বিনিয়োগ এবং বাণিজ্যের ক্ষেত্রে যা পরবর্তী ধাপ খুলে দেবে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 11 March 2023 5:25pm
Updated 11 March 2023 5:30pm
By Partha Mukhopadhyay
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand