করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২, মারা গেলেন বৃদ্ধাশ্রমে থাকা একজন প্রবীণ নারী

উত্তর সিডনির একটি নার্সিং হোম একজন ৯৫ বছর বয়স্ক বৃদ্ধা COVID-19 ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। ধারণা করা হচ্ছে সেখানে এই ভাইরাসে আক্রান্ত পঞ্চাশোর্দ্ধ একজন নার্সের কাছ থেকে তিনি সংক্রমিত হয়েছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় মৃতের সংখ্যা এখন দুই।

An 86-year old man has died of coronavirus in Sydney

An 86-year old man has died of coronavirus in Sydney, becoming the sixth fatality in Australia. Source: AAP

উত্তর সিডনির ব্যাপটিস্ট কেয়ারের ডরোথি হেন্ডারসন লজে র রেসিডেন্ট ছিলেন ওই বৃদ্ধা, যেখানে গত কাল বুধবার 'সকলের প্রিয়' একজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত করা হয়। 

এদিকে নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ জানায়, ম্যাক্যুয়ারি পার্ক নার্সিং হোমে আরো একজন ৭০ বছর বয়স্ক নারী রেসিডেন্ট COVID-19 -এ আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে।  গতকাল বুধবার রাত পর্যন্ত তাকে নিয়ে এই রাজ্যের আক্রান্তের সংখ্যা এখন ২২। 

লক্ষণীয় যে নার্সিং হোমের যে নারী চিকিৎসককে  COVID-19 ভাইরাসে আক্রান্ত বলে গতকাল ৪ মার্চে সনাক্ত করা হয়েছে তিনি সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার বাইরে ভ্রমণে যাননি। এটা এখনো অজ্ঞাত তিনি কিভাবে এই ভাইরাসে আক্রান্ত হলেন। 

নিউ সাউথ ওয়েলসের চিফ মেডিকেল অফিসার কেরি চ্যান্ট এ প্রসঙ্গে  বলেন, "আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি কোন কোন স্টাফদের এবং রোগীদের আলাদা থাকতে হবে এবং যদি তারা অসুস্থবোধ করে তবে তাদের COVID-19 পরীক্ষা করাতে হবে।"

এদিকে ফেডারেল চিফ মেডিকেল অফিসার ব্রেন্ডন মারফি গতকাল বুধবার বলেছেন যে, এটা সত্যিই 'দুৰ্ভাগ্যজনক' ওই নার্সিং হোমের কর্মী অসুস্থ হওয়া সত্ত্বেও কাজ করে গেছেন এবং রেসিডেন্টদের ঝুঁকিতে ফেলেছেন।  

এর আগে ডায়মন্ড প্রিন্সেস যাত্রীবাহী জাহাজে এই ভাইরাসে আক্রান্ত হওয়া ৭৮ বছর বয়স্ক  এক ব্যক্তি পার্থের হসপিটালে মারা যান। 

অস্ট্রেলিয়া সরকারের হেলথ ডিপার্টমেন্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ  ৫ মার্চ, ২০২০ সকাল ৯ টা পুরো অস্ট্রেলিয়াতে COVID-19-এ আক্রান্তের সংখ্যা ৫২ জনে এসে দাঁড়িয়েছে, যার মধ্যে শুধু নিউ সাউথ ওয়েলসেই ২২ জন।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সূত্র থেকে জানা যায় সারা বিশ্বে গতকাল ৪ মার্চ, ২০২০ পর্যন্ত COVID-19-এ আক্রান্ত ৯৩,০৯০ জন এবং মৃত ৩২০০ এবং এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৫৩,৬০০ জন।   

আরো পড়ুন: 



Share
Published 5 March 2020 2:05pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand