অস্ট্রেলিয়ার ৭টি অদ্ভুত নির্বাচনী পরিভাষা

‘ডগ-হুইসেল’ এর অর্থ কী? অস্ট্রেলিয়ার নির্বাচন নিয়ে সংবাদ পড়তে ও শুনতে গেলে এ রকম নানা ধরনের শব্দগুচ্ছের মুখোমুখি হতে হয়।

Australian General Election 2019

Source: AAP

১৮ মে অস্ট্রেলিয়ার ফেডারাল নির্বাচনকে ঘিরে গণমাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নির্বাচনী সংবাদ ও মতামত বিশ্লেষণ এবং টিভি-রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে বোদ্ধা ও বিশ্লেষকরা এ রকম অনেক শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করেন, যেগুলোর অর্থ উদ্ধারে অনেক সময় পাঠক-শ্রোতা ও দর্শকেরা হিমশিম খান।

এ রকম সাতটি শব্দের মানে এখানে তুলে ধরা হলো:

Bellwether seat

যে নির্বাচনী আসন বা এলাকার ভোটাররা ধারাবাহিকভাবে নির্বাচনে বিজয়ী দলের প্রার্থীকে ভোট দিয়ে থাকে। গবেষক ও বিশ্লেষকরা এ ধরনের আসনের গতি-প্রকৃতি দেখে নির্বাচন সম্পর্কে আগাম ধারণা লাভ করার চেষ্টা করে থাকেন। এ রকম আসন সম্পর্কে ভিন্নভাবেও বলা যায়, যেমন, ওমুক আসনে যারা জিতবে তারাই সরকার গঠন করবে।

Blue ribbon seat

কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের জন্য নিরাপদ আসন। এ আসনের ভোটাররা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কিংবা কোনো বিশেষ রাজনৈতিক দলকে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে থাকে।

Dog-whistle politics

যে রাজনৈতিক বার্তা সাধারণ জনগণের কাছে এক রকম অর্থ প্রকাশ করে কিন্তু উদ্দীষ্ট ছোট কোনো গোষ্ঠীর কাছে এর অতিরিক্ত ও ভিন্নরকম অর্থ প্রকাশ করে। এই শব্দগুচ্ছ দিয়ে সাধারণত কোনো নীতি বা নীতিমালার সমালোচনা করা হয়, বলা হয় বাহ্যত এই নীতিটি যৌক্তিক তবে আসলে এর দ্বারা রেডিক্যাল (প্রগতিবাদী, সমাজকাঠামোর আমূল পরিবর্তনে বিশ্বাসী) ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। অস্ট্রেলিয়ার রাজনীতিতে এই কথাটি দিয়ে সাধারণত ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম সিকার পলিসির (অভিবাসন ও আশ্রয়প্রার্থিতার নীতিমালা) পেছনের উদ্দেশ্য ও কথাবার্তার প্রতি ইঙ্গিত করা হয়।

Gerrymander

উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনী আসন এমনভাবে বিভক্ত করা যেন কোনো রাজনৈতিক দল বা সুনির্দিষ্ট ভোটাররা এর ফলে সুবিধা ভোগ করে।

Hustings

নির্বাচনী জনসভা যেখানে প্রার্থীরা নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তাদের নীতিমালা তুলে ধরেন।

Kingmaker

নির্বাচনে কোনো রাজনৈতিক দল যখন সরকার গঠন করার মতো অবস্থায় থাকে না তখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য ছোট রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র রাজনীতিবিদরা নিয়ামক ভূমিকা রাখেন। তারা সাধারণত অনেক বেশি গুরুত্ব ও ক্ষমতা ভোগ করে থাকেন।

Marginal seat

যে নির্বাচনী আসনে কোনো রাজনৈতিক দল সামান্য ব্যবধানে জয় লাভ করে আর আসনটি হারানোর ঝুঁকিতে থাকে।

.


Share
Published 25 April 2019 4:12pm
Updated 25 April 2019 4:19pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand