অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী মেরিস পেইন ঢাকায়

তিন দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে গেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারীবিষয়ক মন্ত্রী মেরিস পেইন। ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, গত ২১ বছরে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

Australian FM Marise Payne

Australia FM Marise Payne, with Foreign Minister of Bangladesh Abdul Momen, at ASEAN, Aug 2, 2019. Source: AP

ভারত মহাসাগরীয় তীরবর্তী দেশগুলোর জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে পেইন এ সফর করবেন। তবে সফরে তিনি বাংলাদেশি প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় সহিংস উগ্রবাদ মোকাবেলা, রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ জোরদার এবং অস্ট্রেলিয়ায় শিক্ষার প্রচারের ওপর গুরুত্ব দেবেন।

জানা গেছে, সফরকালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা পরিস্থিতি দেখবেন। অস্ট্রেলিয়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিচ্ছে।

অন্যদিকে আইওআরএ সম্মেলনে তিনি পরিবেশগতভাবে টেকসই সমুদ্রভিত্তিক শিল্প যেমন—মৎস্যসম্পদ আহরণ, জলজ শিল্প, পর্যটন, জাহাজশিল্প, তেল ও গ্যাসভিত্তিক শিল্প সৃষ্টির ওপর গুরুত্ব দেবেন।

উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়া তার ক্রিকেট দলের সফর বাতিল করেছিল। একই কারণে সে বছর অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে তার স্বেচ্ছাসেবকদেরও প্রত্যাহার করে নেয়। এ বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় এক শ্বেতাঙ্গ উগ্রবাদীর হামলায় বাংলাদেশিসহ ৫১ জন নিহত হওয়ার পর অস্ট্রেলিয়ার এক সিনেটর মুসলমানদের দায়ী করে বিদ্বেষমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশও তার নাগরিকদের অস্ট্রেলিয়া সফরের ব্যাপারে সতর্ক করেছিল।


Share
Published 3 September 2019 3:05pm
By Ali Habib
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand