বছরের প্রথম ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল

২০২০ সালের শুরুতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। জানুয়ারি মাসে ভারত সফরকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপের ৭ ক্রিকেটারের যায়গা হয়নি এই স্কোয়াডে ।

Aaron Finch

Aaron Finch Australia Captain Source: AAP

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া দলে এটাই সবচেয়ে বড় পরিবর্তন। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তার ফর্ম নিয়ে ঠিক নিশ্চিত নন নির্বাচকেরা।ওয়ানডে সিরিজের তাই দলে জায়গা পাননি ম্যাক্সওয়েল। এছাড়াও বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টইনিস, ব্যাটসম্যান উসমান খাজা ও শন মার্শ, বোলার নাথান লিওন ও নাথান কাল্টার নাইল।

ইনজুরির কারণে বাদ পড়েছেন জেসন বেহেরেনফোর্ড। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন কাল্টার-নাইল। কিন্তু তিনি জায়গা ছেড়ে দিয়েছেন জশ হ্যাজেলউডকে। চোটের কারণে বিশ্বকাপে ছিলেন না হ্যাজেলউড। স্পিন আক্রমণে অ্যাডাম জ্যাম্পার সঙ্গে থাকছেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।

প্রথমবারের মতো ওয়ানডে তে মাঠে নামার অপেক্ষায় আছেন টেস্ট ক্রিকেটে ২৫ বছর বয়সী মার্নাস লাবুসচাগনে। ভারত সফরের অস্ট্রেলিয়া দলে তার জায়গা নিশ্চিত । ওয়ানডে প্রতিযোগিতায় লাবুশেনের ডাক পাওয়ায় বড় ভূমিকা রেখেছে তার সাম্প্রতিক পারফরম্যান্স। ৬ ম্যাচে ৬০.৬৬ গড় ও ১০০.৫৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৬৪ রান।

১৪ জানুয়ারি মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরু হবে । ১৭ জানুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচটি। আর ১৯ জানুয়ারি বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে টিম: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জ্যাম্পা।


Share
Published 18 December 2019 3:56pm
Updated 18 December 2019 4:03pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand