শুরু হয়েছে মেলবোর্নের বৃহত্তম কমিউনিটি ফেস্টিভ্যাল 'মুম্বা ২০২০'

আজ শুক্রবার ৬ই মার্চ থেকে শুরু হয়েছে সিটি অফ মেলবোর্নের আয়োজনে চারদিনব্যাপী মুম্বা ফেস্টিভ্যাল। ১৯৫৪ সাল থেকে মেলবোর্নের এই বৃহত্তম কমিউনিটি ফেস্টিভালটি আয়োজিত হচ্ছে মেলবোর্ন সিটির ইয়ারা নদীর দু'পাড়ে বিড়ারং মার এলাকায়।

蒙巴节游行 moomba

Source: AAP

'মুম্বা' বলতে মূলত বোঝায় 'এসো সকলে এক হই এবং আনন্দ করি', এটি একটি এবরোজিনাল শব্দ। ১৯৫১ সালে অস্ট্রেলিয়ান ফেডারেশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি প্যারেড অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে একটি নাটকের প্রদর্শনী হয়েছিল 'এন এবরোজিনাল মুম্বা: আউট অফ দা ডার্ক' নামে।  এরপর থেকে মুম্বা নামটি বেশ জনপ্রিয়তা পায় এবং লেবার ডে'কে কেন্দ্র করে মেলবোর্ন সিটি কাউন্সিল 'মুম্বা' নাম দিয়ে একটি উৎসবের প্রস্তাব করলে ১৯৫৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে মুম্বা ফেস্টিভ্যালের যাত্রা শুরু হয়।  (সূত্র: )

মুম্বা ফেস্টিভ্যাল লেবার ডে'র ছুটিতে সাধারণত হয়ে থাকে। এতে ফ্লোট প্যারেড, নানা রকমের ষ্টল, খাবারের ষ্টল, ফায়ার ওয়ার্কস, ওয়াটার স্পোর্টসসহ নানা আয়োজনে পূর্ণ থাকে এই উৎসব।
Birdman Rally in Moomba Festival (AAP)
Birdman Rally is a popular event in Moomba Festival (AAP) Source: AAP
ইয়ারা নদীর দু'পাড়ে, বিড়ারং মার এবং আলেক্সান্দ্রা গার্ডেনের একাংশ জুড়ে এই ফেস্টিভ্যালে সকল বয়সীরা যোগ দেয় এবং এজন্য কোন এন্ট্রি ফি নেই। 

ফেস্টিভ্যাল প্যারেড ছাড়াও ফেস্টিভ্যালের বিভিন্ন দিনে দর্শনার্থীরা দেখতে পারেন মুম্বা মোনার্কস, টিভি এবং কমেডি তারকা জুলিয়া মরিস এবং নাজিম হুসেইনের শো, থাকবে বার্ডম্যান ৱ্যালি, স্ক্যাটবোর্ডিং, এবং বাস্কেটবল প্রতিযোগিতা।
往年的蒙巴節盛況
A Representational picture of Moomba 2018 Source: Helen Chen
ফেস্টিভ্যাল উপলক্ষে সিটি অফ মেলবোর্নের লর্ড মেয়র স্যালি ক্যাপ এক বার্তায় বলেন, ৬৬ বছর ধরে চলা মেলবোর্নের এই অতি জনপ্রিয় ইভেন্টটি আমাদের শহরের বৈচিত্র পূর্ণ কমিউনিটি এবং মেধাবী লোকদের একত্রিত করেছে। এটি পরিবারের সবাইকে নিয়ে উদযাপন করার এমন একটি  অনুষ্ঠান যেখানে সবাই চার দিন ধরে নানা বিনোদন, ক্রীড়া, সংগীত, মজার মজার খাবার এবং আরো অনেক কিছু উপভোগ করতে পারবে। 

অস্ট্রেলিয়ার বৃহত্তম কমিউনিটি ফেস্টিভ্যাল 'মুম্বা ২০২০' ৬ই মার্চ শুক্রবার বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে ৯ই মার্চ সোমবার রাতে শেষ হবে।


Share
Published 6 March 2020 2:24pm

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand