সিডনিতে পেন্সিল অস্ট্রেলিয়ার বাংলা বর্ষবরণ উদযাপিত

গত ১০ এপ্রিল ২০২১, শনিবার সিডনির রকডেলের একটি স্থানীয় ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয় পেন্সিল অস্ট্রেলিয়ার ‘১৪২৮ বঙ্গাব্দ’ বরণের আয়োজন ‘নব আনন্দে জাগো’।

১০ এপ্রিল ২০২১ শনিবার রাতে বাংলা সাহিত্যের ফেসবুক গ্রুপ ‘পেন্সিল অস্ট্রেলিয়া’র উদ্যোগে পেন্সিলররা নেচে-গেয়ে-কবিতা পাঠ করে বরণ করে নিলো নতুন বাংলা বর্ষকে।

১০ এপ্রিল ২০২১ শনিবার রাতে বাংলা সাহিত্যের ফেসবুক গ্রুপ ‘পেন্সিল অস্ট্রেলিয়া’র উদ্যোগে পেন্সিলররা নেচে-গেয়ে-কবিতা পাঠ করে বরণ করে নিলো নতুন বাংলা বর্ষকে। Source: Pencil Australia/Saleh A Zamee

রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে ১০ এপ্রিল ২০২১ শনিবার রাতে বাংলা সাহিত্যের ফেসবুক গ্রুপ ‘পেন্সিল অস্ট্রেলিয়া’র উদ্যোগে পেন্সিলররা নেচে-গেয়ে-কবিতা পাঠ করে বরণ করে নিলো নতুন বাংলা বর্ষকে।

নানা রকম বিধিনিষেধ, স্বাস্থ্য ঝুঁকি, নিয়মতান্ত্রিকতা মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীমিত সংখ্যক লোক এতে সরাসরি অংশ নিলেও ফেসবুক লাইভের মাধ্যমে পেন্সিলরদের নাচ-গান ও কবিতা আবৃত্তি উপভোগ করেন অসংখ্য মানুষ।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর, পেন্সিলররা কেক কেটে ১৪২৮ বঙ্গাব্দকে বরণ করে নেয়।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর, পেন্সিলররা কেক কেটে ১৪২৮ বঙ্গাব্দকে বরণ করে নেয়। Source: Pencil Australia/Sakina Akter
আয়োজক জয় কবীর ও সাকিনা আকতারের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুরু হয়। উপস্থাপনায় ছিলেন অনামিকা ধর ও জেরীন আফরীন।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর, পেন্সিলররা কেক কেটে ১৪২৮ বঙ্গাব্দকে বরণ করে নেয়।

পরের পর্বে পেন্সিলের আবৃত্তিকারেরা শোনান স্বরচিত ও নির্বাচিত কবিতাসমূহ। স্বরচিত কবিতা পাঠ করেন মুনির বিশ্বাস, মালা ঘটক চক্রবর্তী এবং নির্মল চক্রবর্তী। আরিফুর রহমান, রিফাত মুর্শেদ, রুমানা চৌধুরী, শহিদুল আলম বাদল, মাসুদ পারভেজ, তাম্মী পারভেজ ও ফয়জুন নাহার পলি।

কবিতা আবৃত্তির পর তামিমা শাহরীন ও নিশাত সিদ্দিক নজরুল সংগীত পরিবেশন করেন। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন রথীন্দ্রনাথ ঢালী, এনজেলিনা ঢালী ও মৌমিতা চৌধুরী। আধুনিক বাংলা গান করেন ডা নাজিয়া হক নিলুফার ইয়াসমিন ও শুভ্রা মুস্তারীন।

এরপর সিডনির একটি ব্যান্ডদল 'লাল-সবুজ' পরিবেশন করে 'সাগরের সৈকতে মিষ্টি কিছু হাওয়া এনে', 'তোর প্রেমেতে অন্ধ হলাম', 'এই মুখরিত জীবনে চলার পথে', 'আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে', 'শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে' গানগুলি। তবলায় ছিলেন 'বিজয় সাহা' ইলেকট্রিক ড্রামে 'নাহিদ আওলাদ হোসেন', গিটারে 'আত্তাবুর রহমান', কিবোর্ডে 'লুৎফা খালেদ'। গানগুলিতে কণ্ঠ দেন সাব্বির বিন শহীদ, লুৎফা খালেদ, সৈয়দ হাসান উদ্দীন মাহদী, আত্তাবুর রহমান, সাব্বির বিন শহীদ।
সীমিত সংখ্যক লোক এতে সরাসরি অংশ নিলেও ফেসবুক লাইভের মাধ্যমে পেন্সিলরদের নাচ-গান ও কবিতা আবৃত্তি উপভোগ করেন অসংখ্য মানুষ।
সীমিত সংখ্যক লোক এতে সরাসরি অংশ নিলেও ফেসবুক লাইভের মাধ্যমে পেন্সিলরদের নাচ-গান ও কবিতা আবৃত্তি উপভোগ করেন অসংখ্য মানুষ। Source: Pencil Australia/Sakina Akter
নৃত্যের তালে তালে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতিকে পেন্সিলের মঞ্চ তুলে ধরেন অর্পিতা সোম চৌধুরীর দল। তাঁর পরিচালনায় ও নির্দেশনায় অর্পিতার সাথে নৃত্য পরিবেশন করবেন পড়শী, নীড়, সাফিনা, নীল, মেঘা, সারিকা, তিশা জেবিন, দেলোয়ারা খাতুন হেনা।

একেবারে শেষ পর্বে আধুনিক বাংলা গান গেয়ে শোনান তমালিকা তামান্না জয়া, পলাশ বসাক, নাহিদ কামাল রূপসা, জিয়াউল ইসলাম তমাল ও নিজামউদ্দিন উজ্জ্বল। যন্ত্রশিল্পীদের তবলায় সুবীর গুহ, অক্টোপ্যাডে তমাল, ঢোল বাজিয়েছেন বিজয়, লিড গিটারে প্রাঞ্জল, বেস গিটারে মাহাদী, হারমোনিয়ামে উজ্জ্বল  এবং কি-বোর্ড তথা সংগীত আয়োজনের নেতৃত্বে ছিলেন পলাশ বসাক। শচীন দেব বর্মণের জনপ্রিয় গান নিয়ে এই চৌকস দলটি একটি মেডলি পরিবেশন করেন এবং সবশেষে বর্ষবরণের গান "এসো হে বৈশাখ এসো এসো পরিবেশন করা হয় সম্মিলিত পেন্সিলরদের সাথে নিয়ে।

অনুষ্ঠানটির অন্যতম আয়োজক সাকিনা আক্তার বলেন,

“আনন্দপূর্ণ সফল অনুষ্ঠান ছিল আমাদের এই আয়োজনটি।”

তিনি আরও বলেন,

“পেন্সিল অস্ট্রেলিয়া পরিবার সবসময়ই চেষ্টা করবে প্রকৃত সাহিত্য এবং শিল্পচর্চার; পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সহমর্মিতার প্রত্যয়ে।”

প্রেস বিজ্ঞপ্তি

Follow SBS Bangla on .

Share
Published 13 April 2021 4:21pm
Updated 13 April 2021 4:39pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand