মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটি দ্বারা মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

গত শনিবার ৭ই ডিসেম্বর মেলবোর্ণে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৮তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশি কমিউনিটি। সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশিরা সম্মানিত করলেন মেলবোর্নে বসবাসরত কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে।

Bangladeshi Community, Bangladesh war of Independence, National flag of Bangladesh

মেলবোর্ণ প্রবাসী কয়েকজন মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয় Source: Supplied

বিপুল সংখ্যক মেলবোর্ণ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে চাণ্ডলার কমিউনিটি সেন্টারটি হয়ে উঠেছিল প্রবাসীদের মিলনমেলা। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলবোর্ণে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সম্মামনা প্রদান দিয়ে সাজানো হয় পুরো আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইরফাত বেগম, সেঁজুতি জামান এবং আফিয়া আনজুম মুমু।

স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন চঞ্চল মণ্ডল। মুক্তিযুদ্ধ নিয়ে রচিত দেশাত্ববোধক গান, লোকগীতি, নৃত্য, আবৃত্তি ও শিশুশিল্পীদের বিভিন্ন পরিবেশনা দর্শক শ্রোতাগণ প্রানভরে উপভোগ করেন। আহমেদ শরীফ শুভ’র পরিচালনায় মুক্তিযোদ্ধা সম্মাননা পর্বে মেলবোর্ণ প্রবাসী কয়েকজন মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয় এবং মুক্তিযুদ্ধে তাঁদের বিভিন্ন অবদান তুলে ধরা হয়।
Bangladeshi Community, Bangladesh war of Independence, National flag of Bangladesh
মেলবোর্ণে উত্তোলিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকাটির নির্মাতা মমতাজ লোহানী ও তাঁর স্বামী ডঃ শামসুজ্জামান লোহানী Source: Supplied
সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা  হলেন  সর্বজনাব এম শামসুল আলম (পিএইচডি) বীর প্রতিক, কাজী সেলিম, শামসুজ্জজামান (তৈমুর), লুৎফুর রাব্বি, আবু আফজাল চৌধুরী, খোন্দকার আবদুস সালেক (সুফি), মোঃ কামরুল জলিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মেলবোর্ণে উত্তোলিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকাটির নির্মাতা মমতাজ লোহানী ও তাঁর স্বামী ডঃ শামসুজ্জামান লোহানী। মমতাজ লোহানী নিজ হাতে সেলাই করে পতাকাটি নির্মান করেছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলার সময় মেলবোর্ণে প্রদর্শিত বাংলাদেশের প্রথম পতাকাটি দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।
Bangladeshi Community, Bangladesh war of Independence, National flag of Bangladesh
স্থানীয় শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান Source: Supplied
ডঃ শামসুজ্জামান লোহানীকে মুক্তিযুদ্ধের সময় প্রবাসে তাঁর অবদানের জন্য সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়।

সম্মাননা প্রদান পর্বে উপস্থিত দর্শকশ্রোতারা দাঁড়িয়ে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, মেলবোর্ণে এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রবাসী মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।
Bangladeshi Community, Bangladesh war of Independence, National flag of Bangladesh
মেলবোর্ণে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সম্মামনা প্রদান Source: Supplied
বিজয়ের ৪৮ বছর উদযাপন অনুষ্ঠানটির সামগ্রীক সমন্বয় করেন জায়েদি সজীব। সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্বপালন করেন ডঃ সজল পালিত, মাহবুব চৌধুরি, সাদিক জাহাঙ্গীর, খালেদ সাইফুল্লাহ, সুব্রত বিশ্বাস লিটন ও ডিনা চৌধুরি। মঞ্চ ও শব্দ নিয়ন্ত্রনের দায়িত্বে ছিলেন সুদীপ ভট্টাচার্য শুভ, সাগর এবং ব্রজেন হালদার।

Share
Published 10 December 2019 3:47pm
Updated 10 December 2019 3:56pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand