Latest

মেলবোর্নে বাংলাদেশি অস্ট্রেলিয়ান সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ‘নির্যাতনের’ বিচারের দাবিতে মেলবোর্নে বিক্ষোভ সমাবেশ করলো অস্ট্রেলিয়ান সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

hindu protest melbourne 2024.jpg

Bangladeshi Australians from the Hindu community hold a protest rally in Melbourne, demanding justice against the 'persecution of Hindus' in Bangladesh. Credit: Prodip Roy

আট দফা দাবিতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্যের রাজধানী শহর মেলবোর্ন ফেডারেশন স্কয়ারে সমাবেশ করেছে অস্ট্রেলিয়ান সম্মিলিত সনাতনী জাগরণ জোট। গত ২৪ নভেম্বর, ২০২৪ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চলা এই সমাবেশ শুরু হয় বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” গান গেয়ে।

এরপর সমাবেশ থেকে ভিক্টোরিয়ার রাজ্যের বিভিন্ন হিন্দু পূজা কমিউনিটির নেতৃবৃন্দ একে একে বক্তব্য প্রদান করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের প্রতিটি জেলায় হিন্দুদের বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগ করা হয়েছে বলে তারা দাবি করেন।

হিন্দুদের উপর চাঁদাবাজি এবং অনেক হিন্দু কর্মকর্তা এবং কর্মচারীকে তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে বলেও বক্তারা দাবি করেন।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাথে একাত্মতা ঘোষণা করে অস্ট্রেলিয়ান সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষে আট দফা উপস্থাপন করেন প্রদীপ রায়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংখ্যালঘুদের ত্যাগ স্বীকারের বিষয়টির উল্লেখ করে সমাবেশে প্রতিবাদকারীরা বলেন, সেই ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত রাষ্ট্র কাঠামো গড়তে দেশের হিন্দু সম্প্রদায় প্রতিশ্রুতিবদ্ধ। তারই পরিপ্রেক্ষিতে একটি ধর্মনিরপেক্ষ সংবিধান, যা মুক্তিযুদ্ধের পর প্রণয়ন করা হয়েছিল, তা পুনরায় বলবৎ করতে হবে।

তারা অভিযোগ করেন, হিন্দুদের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

সমাবেশ শেষে, এসব দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য প্রদান করে বাংলাদেশ পূজা ও কালচারাল সোসাইটি অফ ভিক্টোরিয়ার সভাপতি এবং অস্ট্রেলিয়ান বসবাসরত বাংলাদেশি এথনিক ও ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠনগুলোর ফেডারেশন (এএফইআরএমবি) এর প্রতিনিধি ড. জহর ভৌমিক।
তিনি এই সময়ে সংখ্যালঘুদের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পূর্ব-ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়। সনাতনী সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য তিনি অস্ট্রেলিয়া-সহ সকল প্রবাসী সনাতনী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

এই সমাবেশে আরো বক্তব্য প্রদান করেন সৎসঙ্গ ওশেনিয়ার প্রতিনিধি জনাব সৌভিক গুহ, বেঙ্গলি সোসাইটি অফ মেলবোর্ন (বিএসএম) এর প্রতিনিধি জনাব অনুপ সিংহ, সার্বজনীন পূজা উৎসব অফ ভিক্টোরিয়া (SPUVIC) পক্ষে শম্পা দত্ত, এবং অস্ট্রেলিয়ান হিন্দু এর পক্ষে অদিতি কীর্তন। এতে সঞ্চালকের ভূমিকা পালন করেন ডাক্তার শুভজিৎ রায়।

সমাবেশের শেষ পর্যায়ে অস্ট্রেলিয়ান সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে উপস্থিত সকল আন্দোলনকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদ্যুৎ দে তুহিন।

প্রেস বিজ্ঞপ্তি

হিন্দু সম্প্রদায়ের আট দফা দাবি পূরণের বিষয়ে বাংলাদেশ সরকার কী ভাবছে?

এ সম্পর্কে বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনকে উদ্ধৃত করে বলা হয়, “এগুলো করতে গেলে নির্বাচিত সরকার লাগে সময় লাগে। আমরা তো ইন্টেরিম গভর্নমেন্ট। বিতর্ক তৈরি হয় এ রকম কোনো কাজে সরকার এখন হাত দিচ্ছে না।”

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “দৈনন্দিন কাজ করতে আমরা হিমশিম খাচ্ছি। উনারা দাবি জানিয়েছেন। এগুলো সরকারের বিবেচনায় আছে।”
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে।ভিজিট করুন  

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share
Published 26 November 2024 3:34pm
Updated 26 November 2024 5:11pm
By SBS Bangla
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand