Feature

শহিদুল আলমকে নিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টে আলোচনা

প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির জন্য যুক্তরাজ্য সরকারের ভূমিকা জানতে চেয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন দেশটির এমপি রূপা হক। এসময় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনকে 'ড্রাকোনিয়ান ল' বলেও মন্তব্য করেন তিনি।

 Shahidul Alam

Rupa Huq (L) and Shahidul Alam (R) Source: Getty Images/SANKA VIDANAGAMA/AFP/Nicola Tree

গত মঙ্গলবার হাউস অব কমন্সের নিয়মিত অধিবেশনে তিনি এ প্রশ্ন করেন। 

পররাষ্ট্র ও কমনওয়েলথ-বিষয়ক নির্ধারিত বিতর্কে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী অ্যালান ডানকানের কাছে রূপা হক জানতে চান, "বাংলাদেশে কারাবন্দী এবং নির্যাতনের শিকার আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির জন্য যুক্তরাজ্য সরকার কী করছে?"
Shahidul Alam
Protest against the detention of renowned Bangladeshi photographer Shahidul Alam calling for his immediate and unconditional release in Dhaka, 11 August, 2018. Source: EPA
"যাঁর মামলা নিয়ে শ্যারন স্টোন ও ১০ জন নোবেল বিজয়ী কথা বলেছেন। তিনি ওই দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আটক ৭০০ মানুষের একজন, যে আইনকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে সরকারের সমালোচকদের কণ্ঠরোধের হাতিয়ার। এই আইনে অপরাধের ন্যূনতম সাজা সাত বছরের কারাদণ্ড এবং বিচার বিভাগ নিরপেক্ষ নয়। প্রতিমন্ত্রী কি বন্ধুরাষ্ট্রটিকে এই বার্তা পৌঁছে দেবেন যে, নির্মম এ আইন বাংলাদেশের একসময়কার সক্রিয় সুশীল সমাজকে শেষ করে দিচ্ছে?" বলেন রূপা হক।
প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বলেন, বাংলাদেশ সফরকালে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী অ্যালেস্টেয়া রবার্ট। পাশাপাশি ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারও সাধ্যমতো বিষয়টি নিয়ে জোরালো ভূমিকা রাখছেন।

রূপা হক ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত আরো দুই এমপি রুশনারা আলী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকও অবিলম্বে শহিদুল আলমের মুক্তি দাবি করেন। 

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলমের গ্রেফতারের খবরে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতিবাদ জানানো হয়।

গত ৫ অগাস্ট ধানমন্ডির বাসা থেকে আটক করা হয় শহিদুল আলমকে। তার বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে সড়ক নিরাপত্তার দাবিতে ছাত্র আন্দোলনে উসকানি দিয়েছেন তিনি।

Share
Published 6 September 2018 1:58pm
Updated 6 September 2018 4:21pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand