সেটেলমেন্ট গাইড: করোনা-সঙ্কটের সময়ে ছোট ব্যবসাগুলোর জন্য সুরক্ষা-ব্যবস্থা

করোনাভাইরাসের বিরূপ প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে। ছোট ব্যবসাগুলোকে রক্ষা করতে ব্যাংকিং খাত, ফেডারাল, স্টেট এবং টেরিটোরি সরকারগুলো বিভিন্ন জরুরি উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করছে।

Cafe owners letting staff go

Cafe owner letting staff go Source: Getty Images/fizkes

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করায় প্রতিরোধ ব্যবস্থা হিসেবে অস্ট্রেলিয়ায় সম্প্রতি অপরিহার্য নয় এ রকম পরিষেবাগুলো বন্ধ করা হয়েছে। এ রকম অবস্থায় স্মল বিজনেস অ্যাডভোকেসি পিক বডি COSBA আশঙ্কা প্রকাশ করেছে যে, বেকারত্ব ১০ শতাংশ বৃদ্ধি পাবে। ব্যবসা-মালিকদেরকে কমপক্ষে ছয় মাসের জন্য নিদারুণ কষ্টে পড়তে হবে।
Centrelink queue
Australians queue at Centrelink during covid-19 pandemic. Source: Florent Rols / SOPA Images/Sipa USA
ব্রিসবেনের Nundah সাবার্বের ব্যস্ত একটি আইস-ক্রিম ক্যাফে  এর মালিক ইনডিকা লিয়ানেজ বলেন, করোনাভাইরাসের প্রাদূর্ভাবের  আগেই তিনি তার ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছিলেন। কিন্তু, এই মহামারীর কারণে তার এই উদ্যোগ ভেস্তে যায়।

সম্ভাব্য ক্ষয়-ক্ষতি এড়াতে আগামী ছয় মাসের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছেন লিয়ানেজ। মাত্র তিন সপ্তাহে তার আইস-ক্রিম শপের উপার্জন অর্ধেক কমে গেছে। আর, সম্প্রতি কেনা একটি রেস্টুরেন্ট ব্রান্ডে তার আয় কমে গেছে তিন-ভাগের দু’ভাগ।

সম্প্রতি রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকে শুধুমাত্র টেকঅ্যাওয়ে এবং ডেলিভারি সার্ভিসের অনুমতি দেওয়া হয়েছে। এমতাবস্থায়, লিয়ানেজকে ক্রমাগত তার ব্যবসার মডেল পরিবর্তন করতে হচ্ছে।

COSBA এর পিটার স্ট্রং মনে করেন, ছোট ব্যবসাগুলোর মালিকদেরকে টিকে থাকার জন্য কঠোর ও জোরালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ট্রেজারার জশ ফ্রাইডেনবার্গ সতর্ক করে বলেন, এই “অর্থনৈতিক ধাক্কা”, যেমনটা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি “গভীর, ব্যাপক এবং দীর্ঘমেয়াদী” হতে যাচ্ছে। ব্যবসাগুলো ও সেগুলোর কর্মীদের জন্য ফেডারাল সরকার অর্থ-প্রবাহ বজায় রাখতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

প্রায় ৬৯০,০০০ ব্যবসার, যেগুলোর বার্ষিক লেনদেনের পরিমাণ (টার্নওভার) ৫০ মিলিয়ন ডলারের কম, কর্মীদেরকে ধরে রাখার জন্য তারা ২০,০০০ থেকে ১০০,০০০ ডলার পর্যন্ত করমুক্ত পেমেন্ট পেতে পারেন।

যে-সব ব্যবসার বার্ষিক টার্নওভার ৫০০ মিলিয়ন ডলারের কম, সেগুলোর জন্য জুনের শেষ পর্যন্ত Instant asset write-off threshold ৩০,০০০ থেকে ১৫০,০০০ ডলার পর্যন্ত বাড়ানো হয়েছে।

Chartered Accountants Australia and New Zealand এর ট্যাক্স লিডার মাইকেল ক্রোকার পরামর্শ দেন, ব্যবসা-মালিকদের উচিত এটা দেখা যে, তারা ফেডারাল এবং তাদের স্টেট বা টেরিটোরি সরকারের সাপোর্ট স্কিমগুলোর উপযুক্ত কিনা।

অস্ট্রেলিয়ার কোনো কোনো স্থানে পে-রোল ট্যাক্স কনসেশনের অধীনে অতিরিক্ত অর্থ-প্রবাহ পাওয়া যেতে পারে। এসব বিষয়ে জানার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন ক্রোকার।
Man fired from office
A lot of small business people do not like sacking their staff. Source: Getty Images
ব্রিসবেন এবং সিডনিতে myCube নামে ছোট ছোট দোকান পরিচালনা করেন স্ট্যানলি সু। কিন্তু, আগে থেকেই বিদ্যমান অর্থনৈতিক মন্দার কারণে গত বছর দোকান বন্ধ করে করে দিতে বাধ্য হন তিনি। তিনি বলেন, দোকান ভাড়া দেওয়ার মতো নির্দিষ্ট খরচগুলো বর্তমান পরিস্থিতিতে ব্যবসাগুলোর জন্য বড় হুমকি।

বর্তমান সঙ্কট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছিলেন, এ রকম সঙ্কট শত বছরে একবার দেখা দেয়। এ রকম পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক সুদের হার কমিয়ে ০.২৫ শতাংশ করেছে, যা ইতোপূর্বে কখনই করা হয় নি।

এ ছাড়া, স্মল বিজনেসগুলো যেন টিকে থাকে সে জন্য তাদের সমস্ত ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো ৬ মাসের জন্য ডিফেরাল বা স্থগিতাবস্থা ঘোষণা করেছে।

পিটার স্ট্রং পরামর্শ দেন যে, যে-সব ব্যবসা-মালিক ভাড়া পরিশোধ করতে কষ্ট করছেন, তাদের উচিত ল্যান্ডলর্ড বা মালিকের সঙ্গে আলোচনায় বসা এবং বিষয়টির সুরাহা করা।

তিনি বলেন, তারা যদি বড় কোনো ল্যান্ডলর্ডের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন এবং সমস্যার সম্মুখিন হন, সেক্ষেত্রে তারা , , কিংবা স্টেট স্মল বিজনেস কমিশনারের সঙ্গে কথা বলতে পারেন।

কুইন্সল্যান্ডে একটি স্মল বিজনেস চ্যাম্পিয়ন আছে এবং  এর অফিসও আছে।

মাইকেল ক্রোকার বলেন, ব্যবসা-মালিক এবং তাদের কর্মীদের জন্য যোগাযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ভবিষ্যতে তারা ভয়ানক অনিশ্চয়তার মুখোমুখি হতে যাচ্ছে।

আপনি যদি মানসিক চাপ অনুভব করেন এবং আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে কারও সঙ্গে কথা বলার প্রয়োজন অনুভব করেন, তাহলে ২৪ ঘণ্টা সহায়তা লাভের জন্য ফোন করুন লাইফলাইন-এ, 13 11 14 নম্বরে, কিংবা বিয়ন্ড ব্লু-তে, 1300 22 4646 নম্বরে।

অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসের  এ 1800 806 218 নম্বরেও আপনি ফোন করতে পারেন। এখানে সোম থেকে শুক্রবার ফোন করুন অস্ট্রেলিয়ান ইস্টার্ন ডেলাইট টাইম অনুসারে রাত ১০ টা পর্যন্ত। কিংবা উইকএন্ডে ফোন করুন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

The Australian Small Business and Family Enterprise Ombudsman এর ইনফরমেশন লাইন খোলা থাকে সোম থেকে শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। সেখানে কল করুন 1300 650 460 নম্বরে।

ভাষাগত সহায়তার জন্য ট্রানস্লেটিং অ্যান্ড ইন্টারপ্রিটিং সার্ভিসে ফোন করুন 13 14 50 নম্বরে।

বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:




Follow SBS Bangla on .









 


Share
Published 31 March 2020 4:22pm
Updated 6 April 2020 7:54am
By Amy Chien-Yu Wang
Presented by Sikder Taher Ahmad
Source: SBS Settlement guide


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand