গর্ভবতী এবং স্তন্যদানকারী নারীরা কোভিড পজিটিভ হলে কি অ্যান্টিভাইরাল ঔষধ নিতে পারবেন?

প্যাক্সলোভিড নামক অ্যান্টিভাইরাল পিলটিকে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে একটি গেম-চেঞ্জার হিসাবে অভিহিত করা হচ্ছে। খুব গুরুতর নয় এমন কোভিড-১৯ রোগীদের এটি হাসপাতালে ভর্তি ও মৃত্যু-ঝুঁকি কমিয়ে আনে বলে জানা গেছে।

Mother with protective mask breastfeeding her baby son at home

WHO recommends Paxlovid in pregnant and breastfeeding mothers, but Australians will have to wait. (Representative image.) Credit: South_agency/Getty Images

গুরুত্বপূর্ণ দিক:
  • গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো মায়েদের অ্যান্টিভাইরাল নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • অস্ট্রেলিয়ায় গর্ভবতী, বুকের দুধ খাওয়ানো এবং শীঘ্রই সন্তান ধারণে ইচ্ছুক নারীদের প্যাক্সলোভিড ব্যবহারের পরামর্শ দেয়া হয় না
  • জনস হপকিন্স মেডিসিনের গবেষণায় দেখা গেছে যে প্যাক্সলোভিড গর্ভাবস্থায় নিরাপদ
গত ১৩ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড পজিটিভ তবে গুরুতর নয়, এমন গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীদের প্যাক্সলোভিড গ্রহণের কথা বিবেচনা করতে পরামর্শ দিয়েছে।

তারা বলেছে, যেহেতু এর ক্ষতিকর প্রভাব নিয়ে তেমন অভিযোগ নেই, তাই গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীরা এই ড্রাগ গ্রহণের ফলে সুফল পেতে পারে কিনা, সে বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

যদিও অস্ট্রেলিয়ার নারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ এ দেশের শীর্ষ ঔষধ নিয়ন্ত্রক সংস্থা থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন গর্ভবতী, বুকের দুধ খাওয়ানো নারী এবং শীঘ্রই সন্তান ধারণে ইচ্ছুক নারীদের প্যাক্সলোভিড ব্যবহারের অনুমতি দেয় না।

টিজিএ কেবল অল্প কিছু রোগীকে এই ড্রাগ ব্যবহারের অনুমোদন দেয়, বিশেষ করে যারা স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ বদলে যাওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া এ বিষয়ে তার অবস্থান বজায় রেখেছে।

ডিপার্টমেন্ট অব হেলথ জানিয়েছে, ২০২২ সালের ১৮ জানুয়ারি টিজিএ যখন প্রাথমিকভাবে এই ড্রাগ প্রয়োগের অনুমোদন দেয় তখন গর্ভবতী মহিলাদের মধ্যে প্যাক্সলোভিড ব্যবহারের তথ্য ফাইজার সরবরাহ করেনি।
অতএব গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো নারীদের এই ঔষধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় না
অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অব হেলথ
“এটি ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) দ্বারা প্রদত্ত পরামর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ।“

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান সরকারের একটি স্বাস্থ্য নির্দেশিকা গর্ভবতী মহিলাদের বা সন্তান নেয়ার পরিকল্পনা করছেন এমন নারীদের প্যাক্সলোভিড গ্রহণ না করার পরামর্শ দিয়েছে।

"এই ঔষধ খাওয়ার সময় আপনি যদি গর্ভবতী হন তবে অবিলম্বে আপনার ডাক্তারকে কল করুন। প্যাক্সলোভিড জন্ম নিয়ন্ত্রণ বড়ি, প্যাচ এবং ভ্যাজাইনাল রিং-এর কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারে।“

এটিতে আরও বলা হয়েছে, "প্যাক্সলোভিড গ্রহণের সময় আপনার বিকল্প গর্ভনিরোধক পদ্ধতিও ব্যবহার করা উচিত, যেমন কনডম। জন্ম নিয়ন্ত্রণের কার্যকর পদ্ধতি সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন।“

মেলবোর্নের প্রসূতি বিশেষজ্ঞ ড. নিশা খোট অবশ্য মনে করেন যে অস্ট্রেলিয়া সরকার শীঘ্রই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ এবং সর্বশেষ গবেষণার সাথে সামঞ্জস্য রেখে তাদের গাইডলাইন আপডেট করবে।

তিনি বলেন, “অস্ট্রেলিয়ার চিকিৎসকরা ফেডারেল সরকারের অনুমোদন ছাড়া প্যাক্সলোভিড বা অন্য কোনো ঔষধ প্রেসক্রাইব করতে পারবে না।“
অনুমোদন পেয়ে গেলে প্যাক্সলোভিড গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানো নারীদের চিকিৎসায় সহায়তা করতে পারবে। এটি তাদের মানসিক চাপ এবং উদ্বেগও কমিয়ে আনবে
মেলবোর্ন ভিত্তিক প্রসূতি বিশেষজ্ঞ ড. নিশা খোট
ড. খোট বলেন, ভিক্টোরিয়ার গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদের ভেতর এখনও কোভিড-১৯ সংক্রমণের খবর পাওয়া গেলেও সেগুলোর বেশিরভাগই গুরুতর নয়।

“টীকা ও বুস্টার গ্রহণের উচ্চ হারের কারণেই এরকম হচ্ছে। আর এই কারণেই আমরা কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার গুরুত্বের উপর যথেষ্ট জোর দিচ্ছি,” ড. খোট বলেন।

-এ প্রকাশিত জনস হপকিন্স মেডিসিন রিসার্চের একটি সাম্প্রতিক গবেষণায় জানা গেছে যে, সার্স-কোভ-২-তে আক্রান্ত গর্ভবতী নারীরা গুরুতর রোগের সম্ভাবনা কমাতে নিরাপদে প্যাক্সলোভিড গ্রহণ করতে পারেন।
জন্মদানকারী পিতামাতা বা তাদের সন্তানদের কোনোরকম জটিলতা বাড়ানোর ঘটনা ছাড়াই এই ঔষধ ব্যবহার করা সম্ভব হয়েছে।
জনস হপকিন্স মেডিসিন রিসার্চ
গবেষণায় উল্লেখ করা হয়েছে, "নিরমাট্রেলভির এবং রিটোনাভির (প্যাক্সলোভিড) দিয়ে চিকিৎসা নেয়া নারীদের প্রায় অর্ধেকেরই সিজারিয়ান পদ্ধতিতে সন্তান প্রসব হয়েছে।“

অস্ট্রেলীয় সরকার বলেছে যে টিজিএ গর্ভবতী মহিলাদের মধ্যে প্যাক্সলোভিডের ব্যবহার সম্পর্কে ক্ষুদ্র কিছু গবেষণা সম্পর্কে সচেতন এবং ফাইজার যদি নতুন করে আবেদন করে তবে তারা সেটি বিবেচনা করে দেখতে পারে।

তবে তারা ফাইজারকে আবেদন পাঠাতে জোর করতে পারে না।
ফাইজার এসবিএসকে বলেছে যে গর্ভাবস্থায় এবং বুকের দুধ পান করা শিশুদের মধ্যে প্যাক্সলোভিডের নিরাপদ ব্যবহার সম্পর্কে তাদের কাছে তেমন কোনও তথ্য নেই।

তারা আরও বলেছে, “প্যাক্সলোভিড গ্রহণের সময় এবং চিকিৎসা বন্ধ করার পরে অন্তত সাতদিন পর্যন্ত গর্ভধারণ করা উচিৎ নয়।“

"প্যাক্সলোভিড দিয়ে চিকিৎসার সময়কালীন এবং প্যাক্সলোভিডের শেষ ডোজের পরে অন্তত সাত দিনের জন্য বুকের দুধ খাওয়ানো বন্ধ রাখা উচিত। মানুষের সন্তান-ধারণের উপর প্যাক্সলোভিডের প্রভাব সম্পর্কে তেমন কোনও তথ্য নেই।“
এসবিএস অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক এবং বহুভাষী সম্প্রদায়কে কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত আপডেট সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিরাপদে থাকুন এবং আপনার ভাষায় সর্বশেষ তথ্যসহ নিয়মিত দেখুন

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 31 January 2023 6:36pm
By Sahil Makkar
Presented by Tareq Nurul Hasan
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand