Feature

সিডনিতে মুসলিমদের পাঁচ হাজার কবরের জায়গা দিয়েছে ক্যাথলিকেরা

মুসলিমদের দাফন করার জন্য ৫০০০ কবরের জায়গা দিচ্ছে সিডনির ক্যাথলিক ধর্মাবলম্বীরা। পশ্চিম সিডনির কেম্পস ক্রিক ক্যাথলিক কবরস্থান থেকে জরুরি ভিত্তিতে দাফনের এ জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন, ক্যাথলিক কবরস্থান বোর্ডের প্রধান নির্বাহী পিটার ও’মিয়ারা।

মুসলিমদের দাফন করার জন্য ৫টি কবরস্থান আছে সিডনিতে। তার মধ্যে সবচেয়ে বড় কবরস্থান রুকউড। প্রায় সাড়ে নয় একর জায়গায় এখন পর্যন্ত ৬ হাজার মুসলিমকে দাফন করা হয়েছে এ কবরস্থানে।

শিগগিরি শেষ হয়ে যাবে রুকউড কবরস্থানে মুসলিমদের জন্য নির্দিষ্ট জায়গা। রিভারস্টোন কবরস্থানেও বাকি আছে মাত্র ৫০টি কবরের জায়গা, যেখানে এরিমধ্যে দাফন করা হয়েছে ১২৫০ জন মুসলিমকে।
Catholics offer burial spaces to Muslims
Kazi Khalequzzaman Ali at Rookwood Cemetery. Source: SBS Bangla
এসবিএস বাংলা  পেইজ। 

এমন অবস্থায় গভীর দুশ্চিন্তায় পড়েছিলেন রিভারস্টোন মুসলিম কবরস্থান বোর্ডের চেয়ারম্যান কাজী খালেকুজ্জামান আলী। অস্ট্রেলিয়া প্রবাসী এই বাংলাদেশি ১৯৮০ সালে আরও কয়েকজন মুসলমানের সহায়তায় রুকউড কবরস্থানে মুসলিমদের জন্য জায়গা করে নিয়েছিলেন। 

"ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল যে, আমরা কোথায় যাব? কাউন্সিল জমি দিচ্ছে না! সরকার জায়গা বরাদ্ধ করছে না," বলেছেন কাজী আলী।
Catholics offer burial spaces to Muslims
Kazi Ali and Peter O'Meara sign an agreement that will give Muslims more burial space at Kemps Creek Cemetery. Source: Supplied by them
মুসলিমদের এমন সংকট মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সিডনির ক্যাথলিক ধর্মাবলম্বীরা। কেম্পস ক্রিক ক্যাথলিক কবরস্থান থেকে দেয়া হচ্ছে ৫ একর জায়গা। ৩০ মে অর্থাৎ রমজান মাসেই এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, পিটার ও’মিয়ারা এবং কাজী খালেকুজ্জামান আলী।

"মুসলিম সম্প্রদায়ের সাথে জড়িত হতে পেরে আমরা গর্বিত। আন্তধর্মীয় সহযোগিতার এ সম্পর্ক দীর্ঘ করতে আমরা উম্মুখ," বলেছেন পিটার ও’মিয়ারা। 

"আমরা ঈশ্বরে বিশ্বাস করি। মুসলিম, ইহুদি, খ্রিষ্টান যারা কবর দেওয়ায় বিশ্বাসী, তাদের কবরের জায়গার জন্য আমাদের আছে যথেষ্ট জমি।"
Catholics offer burial spaces to Muslims
Kazi Ali and Peter O'Meara in the Muslim section of Rookwood Cemetery. Source: SBS Bangla
ক্যাথলিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাজী আলী বলেন, "এর ফলে আগামী কয়েক প্রজন্মকে আর এই নিয়ে চিন্তা করতে হবে না।"

এখানে মুসলিমদেরকে ইসলামি শরিয়াহ মোতাবেক দাফন করা হবে। ক্রিসমাস এবং ঈদের দিনসহ বছরের কোন সময়ই দাফন বন্ধ থাকবে না বলেও জানান তিনি।

"অন্য কবরস্থানগুলোর তুলনায় কেম্পস ক্রিকে দাফন খরচ কম পরবে। শিশু এবং সর্বহারাদের বিনা পয়সায় দাফন করা হবে।"
Catholics offer burial spaces to Muslims
Muslim section of Rookwood Cemetery. Source: SBS Bangla
কেম্পস ক্রিকে মুসলিমদের কবরস্থান তৈরিতে খরচ পরবে প্রায় ৪ মিলিয়ন ডলার। প্রতি কবরের জন্য ৬ হাজার ৭০০ ডলার ও দ্বৈত কবরের জন্য ৭ হাজার ৪৪১ ডলার দিতে হবে। তিন বছর মেয়াদী কিস্তিতেও কবরের জায়গা কেনার সুযোগ আছে কেম্পস ক্রিক কবরস্থানে।

আর কিছুদিন পর থেকেই কেম্পস ক্রিক কবরস্থানে মুসলিমদের দাফন করা যাবে বলে জানিয়েছেন কাজী খালেকুজ্জামান আলী।



Share
Published 21 June 2018 9:19pm
Updated 28 June 2018 10:01am
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand