সেনসাস ২০২১: অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠী কোন কোন সাবার্বে বহুল সংখ্যায় বাস করেন?

২০২১ সালের সেনসাস রিপোর্ট অনুসারে, অস্ট্রেলিয়ার কোন কোন স্থানে বাংলাভাষী জনগোষ্ঠী বহুল সংখ্যায় বসবাস করেন?

Australian Statistician Dr David Gruen addresses attendees during the ABS 2021 Census Data Release, Canberra, Tuesday, June 28, 2022. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING

Australian Statistician Dr David Gruen addresses attendees during the ABS 2021 Census Data Release, Canberra, Tuesday, June 28, 2022. Source: AAP Image/Bianca De Marchi

২০২১ সালের সেনসাস বা আদমশুমারি রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি। এটি অনুসারে, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা ২৫,৪২২,৭৮৮ জন, যা এর আগের ২০১৬ সালের সেনসাসের তুলনায় ৮.৬% বেশি। তখন মোট সংখ্যা ছিল ২৩,৪০১,৮৯১ জন।

অস্ট্রেলিয়ায় ৪২৯ টি ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে ১৮৩টিই এখানকার স্থানীয় আদিবাসীদের ভাষা। সংখ্যার বিচারে ইংরেজিভাষীরাই রয়েছে শীর্ষে। ৭২ শতাংশ লোক এই ভাষায় কথা বলেন। এরপরেই রয়েছে মান্ডারিন, আরবী, ভিয়েতনামী, ক্যান্টোনিজ, পাঞ্জাবি ও গ্রিক।

এক্ষেত্রে বাংলাভাষীদের অবস্থান ২৪ নম্বরে।
এই রিপোর্ট অনুসারে, অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠীর সংখ্যা ৭০,১১৬ জন। এর আগের ২০১৬ সালের সেনসাসে এই সংখ্যা ছিল ৫৪,৫৬৫ জন। অর্থাৎ, বাংলাভাষী বেড়েছে ২৮.৫ শতাংশ।

অস্ট্রেলিয়ায় বাংলাভাষীরা মূলত কোন কোন অঞ্চলে বসবাস করেন?

বাংলাভাষী অধ্যুষিত সাবার্বগুলোর মধ্যে এই জনগোষ্ঠীর সংখ্যার দিক দিয়ে শীর্ষস্থানীয় প্রথম পাঁচটি সাবার্বই নিউ সাউথ ওয়েলসের। এগুলো হলো লাকেম্বা, মিন্টো, ওয়ালি পার্ক, ম্যাকোয়েরি ফিল্ডস এবং ব্যাংকসটাউন। এরপরে ছয় নম্বরে রয়েছে ভিক্টোরিয়ার টারনিট।

লাকেম্বা, নিউ সাউথ ওয়েলস

বাংলাভাষী জনগোষ্ঠী অধ্যুষিত শীর্ষস্থানীয় সাবার্বগুলোর মধ্যে প্রথমেই রয়েছে সিডনির লাকেম্বা। রিপোর্ট অনুসারে এখানে বাস করেন ৩,১৬৫ জন বাংলাভাষী, যা মোট বাংলাভাষী জনগোষ্ঠীর ৪.৫ শতাংশ। ২০১৬ সালে এই হার ছিল ৫.৮ শতাংশ।

মিন্টো, নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসের মিন্টোতে বাংলাভাষী জনগোষ্ঠীর আকার বেড়েছে। বাংলাভাষী জনগোষ্ঠীর ২.৫ শতাংশের (১,৭৫৮ জন) এখানে বসবাস।

ওয়ালি পার্ক, নিউ সাউথ ওয়েলস

সিডনির ওয়ালি পার্ক রয়েছে এক্ষেত্রে তৃতীয় স্থানে। ১,৫৮৬ জন বাংলাভাষী বাস করেন এখানে।
বাংলাভাষী অধ্যুষিত এলাকা হিসেবে লাকেম্বা এখনও তার শীর্ষস্থান ধরে রাখলেও নিউ সাউথ ওয়েলসের ক্যাম্বেলটাউন ও মিন্টো এলাকায় বাংলাভাষীদের ঘনবসতি বৃদ্ধি পাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

How diverse is your community? Get shareable insights about what Australia looks like today with the interactive . Available in English, Arabic, Greek, Italian, Korean, Spanish, Simplified Chinese, Traditional Chinese, and Vietnamese.

Share
Published 7 July 2022 4:42pm
Updated 8 July 2022 6:39pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand