বুস্টার ডোজ এবং অ্যান্টিভাইরাল পিলের জন্য আপনি যোগ্য কিনা জেনে নিন

অস্ট্রেলিয়ায় এই শীতে অমিক্রনের নতুন সাবভেরিয়েন্ট বিএ.৫ (BA.5) এবং বিএ.৪ (BA.4)-এর নতুন তরঙ্গ দেখা দিয়েছে৷

Leading epidemiologists and health experts say COVID-19 booster doses and antiviral pills significantly reduce the severity and hospitalisation risk.

Leading epidemiologists and health experts say COVID-19 booster doses and antiviral pills significantly reduce the severity and hospitalisation risk. Source: Getty/Marca Piner

স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে যে নতুন সাবভেরিয়েন্টগুলো আগের কোভিড - ১৯ সংক্রমণ এবং টিকা থেকে পাওয়া প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা এড়াতে পারে। প্রকৃতপক্ষে বিভিন্ন থেকে দেখা গেছে যে ইংল্যান্ডে রিপোর্ট করা মোট দৈনিক নতুন কেস সংখ্যার ২৫ শতাংশ এবং ১৮ শতাংশ পুনঃসংক্রমণ।

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট এবং টেরিটরিগুলো পুনরায় সংক্রমণের সম্ভাব্যতা ১২ সপ্তাহ থেকে কমিয়ে ২৮ দিন করেছে। এর মানে হল মানুষ তাদের আগের সংক্রমণের ২৮ দিনের মধ্যে পুনরায় সংক্রমিত হতে পারে।

নতুন ভ্যারিয়েন্ট থেকে প্রতিরোধ

স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে যে লোকজন যদি মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রাখে, নিয়মিত হাত ধোয় এবং কোভিড - ১৯ টিকা নিয়ে আপ টু ডেট থাকে তবে তারা সংক্রমণ এবং গুরুতর অসুস্থতা এড়াতে পারে।

শীর্ষস্থানীয় এপিডেমিওলজিস্ট প্রফেসর ক্যাথরিন বেনেট বলেছেন যে শীতকালীন বুস্টার ডোজ সর্বোচ্চ ঝুঁকিতে থাকা লোকদের মধ্যে গুরুতর সংক্রমণের ঝুঁকি আরও দুই-তৃতীয়াংশ কমিয়ে দেয়।

তেল আবিব ইউনিভার্সিটি এবং নেগেভের বেন-গুরিয়ন ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে চতুর্থ ভ্যাকসিন নেয়ার ফলে সংক্রমণের ঝুঁকি ৩৪ শতাংশ, হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৬৫ শতাংশ এবং বয়স্ক ইসরায়েলিদের মৃত্যুর ৭২ শতাংশ কমিয়েছে।

বয়স্ক ব্যক্তিদের জন্য বর্তমানে যে কয়টি ভ্যাকসিন নেয়ার যে সুপারিশ করা হয়েছে, তা হলো:

  • ৫০-ঊর্ধ ব্যক্তিদের জন্য চারটি ডোজ
  • ৩০-৪৯ বছর বয়সীদের তিনটি ডোজ, চতুর্থ ভ্যাকসিন ঐচ্ছিক
  • ১৬-২৯ বছর বয়সীদের তিনটি ডোজ
  • ৫-১৫ বছর বয়সীদের দুটি ডোজ
১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে তাদের জন্যই বুস্টার বা তৃতীয় ডোজ সুপারিশ করা হয় যদি তারা গুরুতরভাবে ইমিউনো-কমপ্রোমাইজড বা উল্লেখযোগ্য বা জটিল স্বাস্থ্যের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।

যারা তিন মাস আগে তৃতীয় বা প্রথম বুস্টার ডোজ পেয়েছেন তারাও চতুর্থ ডোজ পাবেন, যদি তারা:

  • ৩০ বছর বা তার বেশি বয়সী হয়ে থাকেন
  • এজড বা ডিস্যাবিলিটি কেয়ারের অক্ষমতা বাসিন্দা হয়ে থাকেন
  • মারাত্মকভাবে ইমিউনোকম্প্রোমাইজড বা জটিল স্বাস্থ্যের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে
  • ইন্ডিজিনাস বা টরেস স্ট্রেট আইল্যান্ডের বাসিন্দা, এবং বয়স ৫০ বছর বা তার বেশি বয়সী হয়ে থাকেন
  • ১৬ বছর বা তার বেশি বয়সের এমন কেউ যার গুরুতর কিংবা জটিল স্বাস্থ্যের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং কোভিড - ১৯ অসুস্থতার ঝুঁকি থাকতে পারে
  • ১৬ বছর বা তার বেশি বয়সী এম কেউ যার ডিস্যাবিলিটি আছে
কোভিড - ১৯ পজিটিভ রোগীর চিকিৎসা

অ্যান্টিভাইরাল ওষুধগুলো কোন ভাইরাসকে সুস্থ কোষগুলোকে সংক্রামিত করা বা শরীরে সংখ্যাবৃদ্ধি করা থেকে বিরত রাখে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ উপসর্গগুলি শুরু হওয়ার সাথে সাথে সাধারণত পাঁচ দিনের মধ্যে এই অ্যান্টিভাইরাল কোভিড - ১৯ ওষুধগুলি (লগেভ্রিও এবং প্যাক্সলোভিড) খাওয়ার পরামর্শ দেয়। এই পিলগুলো কোভিড - ১৯-এর তীব্রতা কমায় এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায়।

এই পিলগুলো বর্তমানে যারা কোভিড - ১৯ পরীক্ষায় পজেটিভ এমন রোগীদের জন্য বরাদ্দ এবং যাদের:

  • বয়স ৭০ এবং তার বেশি
  • গুরুতর রোগী যাদের দুই বা ততোধিক রোগের ঝুঁকি আছে এমন ৫০-উর্দ্ধ বয়সী ব্যক্তি
  • ৩০ বা তার বেশি বয়সী ইন্ডিজিনাস বা টরেস স্ট্রেট আইল্যান্ডের বাসিন্দা যাদের গুরুতর রোগের জন্য দুই বা ততোধিক ঝুঁকি রয়েছে
  • ১৮ বছরের বেশি ইমিউনোকম্প্রোমাইজড ব্যক্তিরাও যোগ্য হতে পারে।
যোগ্য বাসিন্দাদের টেলিহেলথের মাধ্যমে তাদের জিপিদের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয়েছে যদি তারা টেস্টে পজেটিভ হয়ে থাকেন। মুখে সেবন করার এই পিলের দাম কনসেশন কার্ডধারীদের জন্য ১০ ডলারের কম পড়বে এবং ফার্মাসিউটিক্যাল বেনিফিট স্কিমের আওতায় অন্যান্য যোগ্য ব্যক্তিদের জন্য পড়বে ৪৫ ডলারের মত।

এসবিএস অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক এবং বহুভাষিক সম্প্রদায়ের জন্য সকল কোভিড - ১৯ আপডেট প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ থাকুন এবং আপনার ভাষায় সাম্প্রতিকতম এসবিএস করোনাভাইরাস পোর্টাল নিয়মিত পরিদর্শন করে এই রোগ সম্পর্কে অবগত থাকুন।


Share
Published 27 July 2022 10:54am
Updated 27 July 2022 11:35am
By Sahil Makkar
Presented by Shahan Alam


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand