সাউথ অস্ট্রেলিয়ায় স্কিলড অকুপেশন লিস্টে আবারও কুক ও অন্যান্য পেশা

সাউথ অস্ট্রেলিয়ায় অভিবাসনের পেশা-তালিকা থেকে বাদ দেওয়া পেশাগুলোকে আবারও ফিরিয়ে আনা হয়েছে।

Australia Skilled Independent visa Invitations December round

Source: SBS

সাউথ অস্ট্রেলিয়ার স্কিলড অকুপেশন লিস্ট (এস-ও-এল)-এ এর আগে বাদ দেওয়া চারটি পেশা সম্প্রতি আবারও যুক্ত করা হয়েছে।

এস-ও-এল থেকে কুক ও মোটর মেকানিক-এর মতো পেশাগুলো ইতোপূর্বে বাদ দেওয়া হয়েছিল।

এই তালিকায় ফিরিয়ে আনা বাকি দুটি পেশা হলো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ও এক্সটারনাল অডিটর।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • সাউথ অস্ট্রেলিয়া স্কিলড অকুপেশন লিস্টে ইতোপূর্বে বাদ দেওয়া পেশাগুলো পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • রাজ্যটি এস-ও-এল থেকে এর আগে কুক, মোটর মেকানিক, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং এক্সটারনাল অডিটর পেশা বাদ দিয়েছিল।
  • সাবক্লাস ১৯০ এবং সাবক্লাস ৪৯১ এর জন্য সাউথ অস্ট্রেলিয়ার স্কিলড ইনডিপেন্ডেন্ট ভিসা প্রোগ্রাম ৮ ফেব্রুয়ারি ২০২১ থেকে পুনরায় চালু করা হয়েছে।

তাদের স্কিলড ইনডিপেন্ডেন্ট ভিসা প্রোগ্রাম পুনরায় চালু করার আগে, গত মাসের শুরুর দিকে রাজ্যটি তাদের আপডেট বা হাল নাগাদ করা স্কিল লিস্ট প্রকাশিত করেছে।

তবে, উপরোল্লিখিত পেশাগুলো তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ফলে বহু আবেদনকারী হতাশ হয়ে পড়েন।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ মাইগ্রেশন এজেন্টদেরকে বলেছেন, ট্যালেন্ট এবং ইনোভেশন প্রবাহের মাধ্যমে সকলে পেশা অব্যাহত রাখা হবে। মাইগ্রেশন অ্যান্ড এডুকেশন কনসালট্যান্টস-এর মেলবোর্ন-ভিত্তিক মাইগ্রেশন এজেন্ট চমন প্রীত সাউথ অস্ট্রেলিয়া মাইগ্রেশন কর্তৃপক্ষের একটি কর্মশালায় যোগদান করেন। তিনি বলেন, তারা বলেছে যে, কোনো পেশার কোটা পূর্ণ হয়ে গেলে সেই পেশায় আবেদন গ্রহণ করা বন্ধ করা হবে।
এটা দেখা কিছুটা স্বস্তিকর যে, জনপ্রিয় পেশাগুলো তালিকায় ফিরে এসেছে। সাউথ অস্ট্রেলিয়া মাইগ্রেশন টিমের প্রদত্ত তথ্যের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ।
মিজ চমন প্রীত এসবিএস হিন্দিকে বলেন,

“তারা নিশ্চিত করেছে যে, কোনো পেশায় যখন কোটা পূর্ণ হয়ে যাবে, তখন সেগুলো হয়তো অন্যান্য প্রবাহে পাওয়া যাবে। তবে, সেগুলো তখনও ট্যালেন্ট এবং ইনোভেশন প্রবাহের মাধ্যমে পাওয়া যাবে।”
Adelaide city CBD at sunrise reflecting in still waters of torrens river
Capital of South Australia - Adelaide city CBD at sunrise reflecting in still waters of Torrens River. Source: Getty Images
সাবক্লাস ১৯০ এবং সাবক্লাস ৪৯১ এর জন্য সাউথ অস্ট্রেলিয়ার স্কিলড ইনডিপেন্ডেন্ট ভিসা প্রোগ্রাম ৮ ফেব্রুয়ারি ২০২১ থেকে পুনরায় চালু করা হয়েছে।

আপডেটেড তালিকায় অ্যাকাউন্টেন্ট পেশা অন্তর্ভুক্ত করায় অনেকেই ‘স্বস্তি’ বোধ করেছেন।

মাইগ্রেশন এজেন্ট চমন প্রীত এসবিএস হিন্দিকে বলেন,

“এসব পেশায় ভিসা পেতে আশাবাদীগণ গত এক বছরে প্রায় নিরাশ হয়ে পড়েছিলেন।”



সাউথ অস্ট্রেলিয়া স্কিলড ভিসা প্রোগ্রামে বর্তমানে অফশোর বা অস্ট্রেলিয়ার বাইরে থেকে এবং অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেট ও টেরিটোরি থেকে আবেদনের সুযোগ নেই। তবে, মাইগ্রেশন সাউথ অস্ট্রেলিয়া ওয়েবসাইটে বলা হয়েছে, “ব্যতিক্রমী পরিস্থিতিতে কেসগুলো বিবেচনা করা হবে।”

বিশেষ দ্রষ্টব্য: এখানে যে তথ্য দেওয়া হয়েছে তা সাধারণ তথ্য এবং কোনো সুনির্দিষ্ট পরামর্শ নয়। কেউ যদি আরও প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান, তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আরো তথ্যের জন্য ভিজিট করুন: 

Follow SBS Bangla on .

Share
Published 9 March 2021 1:23pm
Updated 9 March 2021 1:25pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand