ভারতজুড়ে আতঙ্ক : দিল্লিতে অংশ নেওয়া তাবলীগ জামাতের ৬৪৭ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ

ভারতে গত দু'দিনে দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদে আয়োজিত ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের মধ্যে ৬৫০ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ।শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।জানা গেছে,গত দু'দিনে তাবলিগি জামাতের সমাবেশের সঙ্গে সম্পর্কযুক্তদের মধ্যে ৬৪৭টি করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে।ভারতের ১৪টি রাজ্যে এর থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে আশংকা করা হচ্ছে।মার্চে মার্কাজ নিজামুদ্দিনের ওই সমাবেশে ভারত ছাড়াও অন্য দেশ থেকেও বহু অভ্যাগতরা যোগ দিয়েছিলেন‌।

A civil defense volunteer keeps a vigil outside Jama Mosque to control coronavirus spread in New Delhi, India, Wednesday, March 25, 2020.

A civil defense volunteer keeps a vigil outside Jama Mosque to control coronavirus spread in New Delhi, India Source: AAP

ভারতে করোনা সতর্কতার মধ্যেই আয়োজিত হয়েছিল ওই সমাবেশ।সমাবেশের পরে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ সত্ত্বেও।১৫ মার্চ অনুষ্ঠান শেষের পরেও নিজামউদ্দিন এলাকাতেই থেকে যান অনেকে।জনতা কার্ফুর আগের দিন অর্থাৎ ২১ মার্চ ওই মসজিদে ছিলেন ১৭৪৬ জন।যাঁদের মধ্যে ২১৬ জন বিদেশি ছিলেন।আর গোটা দেশে সেই সময়ে বিদেশ থেকে আসা মুসলিম ধর্মপ্রচারক ছিলেন ৮২৪ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওই সমাবেশে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী এসেছিলেন তামিলনাড়ু থেকে। ওই রাজ্য থেকে এসেছিলেন প্রায় ৫০০ জন। উত্তরপ্রদেশ ইতিমধ্যেই ১৬০ জনকে চিহ্নিত করেছে, যাঁরা ওই ধর্মসভায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্র থেকে ১০৯, মধ্যপ্রদেশ থেকে ১০৭, বিহার থেকে ৮৬ জন, পশ্চিমবঙ্গ থেকে ৭৩ জন, তেলঙ্গানা থেকে ৫৫ জন, ঝাড়খণ্ড থেকে ৪৬ জন ওই ধর্মসভায় যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও, মেঘালয়, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, আন্দামান, হিমাচল প্রদেশ থেকেও মানুষ গিয়েছিলেন ওই ধর্মসভায়। আন্দামানে ৯ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে যাঁরা ওই তবলিগে অংশ গ্রহণ করেছিলেন। যাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যে ফিরে গিয়েছেন। ফলে সংক্রমণের আশঙ্কাটা বেড়ে গিয়েছে।

এদিকে প্রথমে খুঁজে বার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অশ্লীল ব্যবহারের অভিযোগ উঠেছে জামাতের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। গাজিয়াবাদের হাসপাতালে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন তবলিগি জামাতের সদস্যরা এবং নার্সদের সঙ্গে অশালীন আচরণ করছেন।পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।তবলিগ-ফেরত লোকজনকে যে সব জায়গায় কোয়রান্টিন (নিভৃতবাস)-এ রাখা হয়েছে,সেখানে পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এমএমজি হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্র সিংহ পুলিশকে লিখিত অভিযোগে জানিয়েছেন যে, ওই তবলিগিরা জামাকাপড় পরছেন না, নগ্ন অবস্থায় আইসোলেশন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন। নার্সদের দেখলে অশালীন মন্তব্য করছেন। সাস্থ্যকর্মীদের কাছ থেকে বিড়ি বা সিগারেট চাইছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৩১ মার্চ ওই তবলিগিদের ভর্তি করা হয়েছিল। শুরু থেকেই নার্স এবং অন্য কর্মীরা অসহযোগিতার অভিযোগ করছিলেন। পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্র সিংহ নিজেও ওই রোগীদের সঙ্গে কথা বলেন বলে খবর। কিন্তু তাতেও কাজ হয়নি। নার্সদের সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে, তাঁদের উপরে ‘অপরাধমূলক বলপ্রয়োগ’ হয়েছে এবং এমন আচরণ করা হয়েছে যাতে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে,পুলিশকে এমনই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।


Share
Published 4 April 2020 12:22am
By Partha Mukhapadhdhaya
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand