Feature

অস্ট্রেলিয়ার স্টেট ও টেরিটোরিগুলোতে কোভিড-১৯ এর নিষেধাজ্ঞাসমূহ

আপনি কোথায় বসবাস করেন সেটার উপর ভিত্তি করে অস্ট্রেলিয়া জুড়ে করোনাভাইরাস নিষেধাজ্ঞাগুলোর মধ্যে পার্থক্য দেখা যায়। কারণ, স্টেট এবং টেরিটোরিগুলো তাদের প্রয়োজন এবং উদ্বেগ অনুসারে এসব ক্ষেত্রে পরিবর্তনগুলো করে থাকে।

Covid-19

Source: Getty Images/Cheryl Bronson

এসবিএস কোভিড-১৯ ন্যাশনাল ইনফরমেশন দেখুন।

এই ফ্যাক্টশিটটি সর্বশেষ ৭ ডিসেম্বর ২০২০ তারিখে আপডেট করা হয়েছে। বাংলায় সর্বশেষ কোভিড-১৯ আপডেটগুলো দেখার জন্য ভিজিট করুন: 


ভিক্টোরিয়া-নিষেধাজ্ঞা শিথিল

জন-সমাবেশ

  • ঘর ছেড়ে বাইরে যাওয়া: কোনো নিষেধাজ্ঞা নেই।
  • গণ-জমায়েত: বাইরে সর্বোচ্চ ১০০ জন পর্যন্ত।
  • ঘরে দর্শনার্থীর আগমন: দৈনিক সর্বোচ্চ ৩০ জন পর্যন্ত। ভিন্ন ভিন্ন পরিবার থেকে আসতে পারবেন (এক বছরের কম বয়সী শিশুরা গণ্য হবে না)।
  • ক্রিসমাস উদযাপন: পরিবারগুলো প্রতিদিন ৩০ জন পর্যন্ত দর্শনার্থী ঘরে আনতে পারবে (এক বছরের কম বয়সী শিশুরা গণ্য হবে না)।
  • হাসপাতাল এবং কেয়ার ফ্যাসিলিটিগুলো: দর্শনার্থীদের সংখ্যার ক্ষেত্রে কিংবা কতক্ষণ সেখানে অবস্থান করবেন সে বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। হাসপাতাল ও কেয়ার ফ্যাসিলিটিগুলো দর্শনার্থীদের জন্য নিয়ম-কানুন নির্ধারণ করবে।
  • বিয়েশাদী, অন্ত্যেষ্টিক্রিয়া, ধর্মীয় জমায়েত: উপস্থিতির সংখ্যার ক্যাপ বা সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হয়েছে। তবে, এর পরিবর্তে, প্রতি দুই বর্গমিটারে এক ব্যক্তি অবস্থান করার নিয়ম অনুসরণ করতে হবে।
কাজ

আপনি যদি ঘরে থেকে কাজ করতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই ঘরে থেকে কাজ করা চালিয়ে যেতে হবে। আশেপাশে চলাচলকারী মানুষের সংখ্যা সীমিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ, আর করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার হ্রাস করার জন্যও এটি গুরুত্বপূর্ণ।

২৫ শতাংশ কর্মী এবং প্রতি ৪ বর্গমিটারে এক জন অবস্থানের জন-ঘনত্বের নিয়ম মেনে ধীরে ধীরে কর্মক্ষেত্রে কর্মীদেরকে ফিরিয়ে নেওয়া শুরু করা হয়েছে।

ভিক্টোরিয়ায়, অফিসে কিংবা ক্যাফেগুলোতে মাস্ক পরিধান করাটা আর বাধ্যতামূলক নয়।

তবে এখনও অবশ্যই সর্বদা মাস্ক সঙ্গে রাখতে হবে এবং গণ-পরিবহনে, রাইড-শেয়ার যান-বাহনে, ইনডোর শপিং সেন্টারগুলোতে এবং ভীড়পূর্ণ স্থানগুলোতে পরিধান করতে হবে।

আপনি যদি ঘরে থেকে কাজ করতে না পারেন, তাহলে আপনি কাজে যেতে পারেন। কর্মস্থলে আপনি নিরাপদে থাকতে পারেন:

  • নিয়মিত হাত ধৌত করে।
  • হাঁচি-কাশি আসলে টিস্যু কিংবা কনুই ব্যবহার করে।
  • অন্যদের সঙ্গে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রেখে।
ঘর থেকে পরিচালিত ব্যবসা-সহ (যেমন, ঘরে থেকে হেয়ারড্রেসিং) সকল বিজনেসেরই একটি কোভিড-সেফ পরিকল্পনা অবশ্যই থাকতে হবে।

আরও তথ্যের জন্য দেখুন: 

স্কুল

  • ভিক্টোরিয়ার সকল স্কুল-শিক্ষার্থী অন-সাইট লার্নিংয়ে ফিরে গেছে।
  • বিশ্ববিদ্যালয়, টেফ এবং অ্যাডাল্ট এডুকেশন-এর শিক্ষার্থীরা জন্য অন-সাইট লার্নিংয়ে ফিরে যেতে পারবে।
আরও দেখুন: 

ভ্রমণ ও পরিবহন:

সবসময় সঙ্গে মাস্ক রাখতে হবে এবং গণ-পরিবহনে এবং রাইড-শেয়ার যান-বাহনে তা পরিধান করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং অসুস্থাবস্থায় ভ্রমণ করবেন না।

আরও তথ্যের জন্য দেখুন: 

  • ঘর ছেড়ে বাইরে যাওয়ার কারণ কিংবা কতো দূর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন- এসব বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
  • ভিক্টোরিয়ার যে-কোনো স্থানে আপনি অবকাশ যাপনের জন্য যেতে পারবেন।
  • আপনি যাদের সঙ্গে বাস করেন তাদের জন্য, আপনার ঘনিষ্ঠ সঙ্গী/সঙ্গিনীর জন্য এবং দু’জন পর্যন্ত বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সদস্যের জন্য (এবং তাদের প্রতি নির্ভরশীলদের জন্য), যারা আপনার সঙ্গে বাস করে না, আপনি আবাসন বুকিং করতে পারবেন।
  • মেট্রোপলিটান মেলবোর্ন এবং রিজিওনাল ভিক্টোরিয়ার মাঝে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণের কারণ নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।
  • বর্তমানে ভিক্টোরিয়া থেকে আন্তর্জাতিক প্যাসেঞ্জার ফ্লাইটগুলোর গতিপথ পাল্টে দেওয়া হচ্ছে।
বিজনেস ও বিনোদন

  • ক্যাফে, রেস্টুরেন্ট এবং বারসমূহ: পেট্রন-সংখ্যার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে, ভেন্যুগুলোতে অবশ্যই প্রতি দুই বর্গমিটারে এক ব্যক্তির নিয়ম অনুসরণ করতে হবে।
  • আউটডোর স্পোর্টস এবং পুল: ব্যবহারকারীদের সংখ্যার ক্ষেত্রে কোনো সীমা নেই। তবে, প্রতি দুই বর্গমিটারে এক ব্যক্তির নিয়ম প্রযোজ্য হবে।
  • জিম: ব্যবহারকারীদের সংখ্যা নির্ভর করবে স্থানটির আকারের উপর। কর্মীদের উপস্থিতিতে প্রতি ৪ বর্গমিটারে এক ব্যক্তির নিয়ম প্রযোজ্য হবে এবং কর্মীদের অনুপস্থিতিতে প্রতি ৮ বর্গমিটারে এক ব্যক্তির নিয়ম প্রযোজ্য হবে।
জরিমানা

যেসব স্থলে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেসব ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। যেমন, বেআইনী জন-সমাগমের জন্য জরিমানা করা হবে। করোনাভাইরাস টেস্টে পজিটিভ সনাক্ত হওয়ার পর কিংবা আক্রান্ত কারও ঘনিষ্ঠ কন্টাক্ট হিসেবে সনাক্ত হওয়ার পর কোনো ভিক্টোরিয়ান যদি আইসোলেশনে না যায় তাহলে তাকে জরিমানা করা হতে পারে।

আরও তথ্যের জন্য দেখুন: 

নিউ সাউথ ওয়েলস

  • কোনো বাড়ির বাইরের অংশ ব্যবহার করা হলে সেখানে ৫০ জন পর্যন্ত অতিথি যেতে পারবেন। তবে, বাড়ির আঙিনা বা বাইরের অংশ না থাকলে ৩০ জনের বেশি জন-সমাগম না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
  • ৭ ডিসেম্বর ২০২০ থেকে আউটডোরে ১০০ জন পর্যন্ত জন-সমাগম করতে পারবে।
  • বিয়েশাদী, অন্ত্যেষ্টিক্রিয়া এবং ধর্মীয় পরিষেবাসমূহ: (৭ ডিসেম্বর ২০২০ থেকে) প্রতি ২ বর্গমিটারে এক ব্যক্তির নিয়ম অনুসারে, জন-সমাগমের সর্বোচ্চ সীমা তুলে নেওয়া হয়েছে।
কাজ:

১৪ ডিসেম্বর, ২০২০, সোমবার থেকে, পাবলিক হেলথ অর্ডার অনুযায়ী, নিয়োগদাতাদের উপরে আর বাধ্যবাধকতা নেই যে, তাদের কর্মীদেরকে (যেখানে যেখানে যৌক্তিক ও বাস্তবিকভাবে করা সম্ভব) ঘরে থেকে কাজের অনুমতি দিবে।

কর্মীরা অফিসে ফেরত আসায়, কর্মক্ষেত্রগুলোতে কোভিড-১৯ সেফটি প্লান প্রস্তুত রাখতে উৎসাহিত করা হচ্ছে।

কর্মীদের কাজ শুরু ও শেষ করার সময়সূচির মাঝে ভিন্নতা আনার জন্য নিয়োগদাতাদেরকে উৎসাহিত করা হচ্ছে, যেন গণ-পরিবহনের উপরে কম অভিঘাত পড়ে। গণ-পরিবহন ব্যবহারকারীদেরকে মাস্ক পরিধানে জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে।

অসুস্থ বোধ করলে কর্মীরা অবশ্যই ঘরে অবস্থান করবে এবং কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দিলে কোভিড-১৯ পরীক্ষা করাবে।

স্কুল

  • কোভিড-১৯ এর লক্ষণধারী নিউ সাউথ ওয়েলসের কোনো শিক্ষার্থীর টেস্ট রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না নেগেটিভ আসছে, তারা স্কুলে ফিরতে পারছে না।
  • স্কুল ফরম্যাল, ড্যান্স, গ্রাজুয়েশন এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলোর অনুমতি নেই।
নিউ সাউথ ওয়েলস এডুকেশন বিষয়ক আরও তথ্যের জন্য দেখুন: 

ভ্রমণ এবং পরিবহন

  • আন্তঃরাজ্যের ভ্রমণকারীরা হলিডের জন্য নিউ সাউথ ওয়েলসে আসতে পারবেন। তবে তাদেরকে নিজ রাজ্যে ফেরত যাওয়ার সময়ে সে রাজ্যের নিয়ম-কানুন অনুসরণ করতে হবে।
  • ক্যারাভান পার্ক এবং ক্যাম্পিং গ্রাউন্ড খোলা রয়েছে। ন্যাশনাল পার্কগুলো ভ্রমণের যারা পরিকল্পনা করছেন তারা দেখুন: 
  • আবাসিক বয়স্ক-সেবা কেন্দ্রগুলোতে কিংবা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পরিদর্শন করা নিষিদ্ধ।
আরও দেখুন: 

পেশাগত ও বিনোদনমূলক কার্যক্রমসমূহ (৭ ডিসেম্বর ২০২০ থেকে এসব পরিবর্তন করা হয়েছে)

  • পাবলিক হেলথ অর্ডারের অধীনে, কিছু কিছু ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর জন্য কোভিড সেফ হিসেবে নিবন্ধন করাটা বাধ্যতামূলক। আরও তথ্য: 
  • জিম ও নাইটক্লাবসমূহ: প্রতি ৪ বর্গমিটারে এক ব্যক্তি নিয়ে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত জিম ক্লাসগুলোতে কিংবা নাইটক্লাবগুলোর ড্যান্স ফ্লোরে অংশ নিতে পারবে।
  • স্টেডিয়াম এবং থিয়েটারসমূহ: (আউটডোরে) বসার ধারণ-ক্ষমতার ১০০ শতাংশ, এবং কাঠামো-বিহীন বসার স্থানে প্রতি ২ বর্গমিটারে এক জন। ইনডোরে: বসার ধারণ-ক্ষমতার ৭৫%।
  • ছোট হসপিটালিটি ভেন্যুসমূহতে (২০০ বর্গমিটার পর্যন্ত আকারের) ইনডোরে প্রতি ২ বর্গমিটারে এক জন।
  • কমিউনিটি খেলাধুলা কার্যক্রমের অনুমতি রয়েছে, যার মধ্যে রয়েছে ট্রেনিং সেশন ও কন্টাক্ট কার্যক্রম।
বিজনেস ও ইভেন্ট অপারেটরদের কাছে অবশ্যই একটি কোভিড-১৯ সেফটি প্লান (কোভিড-১৯ সুরক্ষা পরিকল্পনা) থাকতে হবে এবং এই স্থানে আগত সকল ব্যক্তির রেকর্ড সংরক্ষণ করতে হবে: 

জরিমানা

  • যেসব স্থলে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেসব ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। যেমন, বেআইনী জন-সমাগমের জন্য জরিমানা করা হবে।
পাবলিক হেলথ অ্যাক্ট ২০১০ এর অধীনে এসব আদেশ লঙ্ঘন করা ফৌজদারি অপরাধ এবং এর জন্য বড় ধরনের জরিমানা করা হতে পারে।

আরও দেখুন: 

কুইন্সল্যান্ড

জন-সমাগম

  • কুইন্সল্যাণ্ড জুড়ে, ঘরে ৫০ জন এবং পাবলিক স্পেসে ১০০ জন পর্যন্ত জমায়েত অনুমোদিত।
  • বিয়েশাদী: ২০০ জন পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। সকল অতিথি নাচতে পারবেন (ইনডোর এবং আউটডোর উভয় ক্ষেত্রে)।
  • অন্ত্যেষ্টিক্রিয়া: অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০০ জন পর্যন্ত যোগদান করতে পারবেন।
  • আবাসিক সেবা: কোনো মেন্টাল হেলথ কিংবা ড্রাগ অ্যান্ড অ্যালকোহল সার্ভিসে রেসিডেন্সিয়াল কেয়ার বা আবাসিক সেবা গ্রহণকারী প্রিয়জনকে দেখতে যেতে পারবেন।
  • হাসপাতাল পরিদর্শন: প্রতিটি হাসপাতালের স্বাভাবিক দর্শনার্থীর নিয়ম অনুসারে দর্শনার্থীর সংখ্যা নির্ধারণ করা হয়।
আরও তথ্য: 

কাজ

ব্যবসাগুলো অবশ্যই:

  • ঘরে থেকে কাজ করার ক্ষেত্রে সহায়তা করবে।
  • কেউ অসুস্থ হলে ঘরে পাঠাবে।
  • প্রতি ২ বর্গমিটারে ১ জন অবস্থান করার ব্যবস্থা করবে।
  • দূরত্ব বজায় রাখার জন্য দৃশ্যমান চিহ্ন স্থাপন করবে।
  • কোভিড সেফ ফ্রেমওয়ার্ক এর মধ্যেই কাজ করবে।
  • প্রায়ই সমস্ত পৃষ্ঠতল ভালভাবে পরিষ্কার করবে।
  • হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করবে।
কর্মীরা অবশ্যই:

  • অসুস্থ হলে ঘরে অবস্থান করবে।
  • কোভিড-১৯ এর লক্ষণ ও উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাবে।
  • অপরের সঙ্গে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখবে।
  • প্রায়ই সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিবে।
  • হাঁচি-কাশি এলে তা ঢাকবে।
স্কুল

  • প্রিন্সিপাল, টিচার কিংবা কোনো স্ট্রাফ মেম্বার যদি কোনো শিশুকে অসুস্থ মনে করে, তাহলে তারা সেই শিশুর বাবা-মা কিংবা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবে এবং অনুরোধ করবে তারা এসে যেন সেই শিশুটিকে নিয়ে যান।
  • বাবা-মা কিংবা অভিভাবক তখন অবশ্যই তাদের শিশুকে যত দ্রুত সম্ভব নিয়ে যাবেন।
  • সংক্রমনের সময়কাল শেষ না হওয়া পর্যন্ত কিংবা তাদের মাঝে অসুস্থতার লক্ষণগুলো চলে না যাওয়া পর্যন্ত সেসব শিশু স্কুলে ফিরতে পারবে না।
আরও তথ্য: 

ভ্রমণ এবং পরিবহণ

  • ১ ডিসেম্বর ২০২০ থেকে আপনাকে শুধুমাত্র একটি পূরণ করতে হচ্ছে, যদি আপনি বিগত ১৪ দিনের মাঝে কোনো কিংবা বিদেশে গিয়ে থাকেন এবং অস্ট্রেলিয়ায় পৌঁছে কুইন্সল্যান্ডে ফ্লাই না করে থাকেন।

  • সরকারের ব্যবস্থাকৃত বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকা কোনো ব্যক্তি, নিউ সাউথ ওয়েলস কিংবা ভিক্টোরিয়া থেকে আসার কারণে যদি কোয়ারেন্টিনে থাকেন, তিনি কোয়ারেন্টিন থেকে বের হতে পারবেন যদি তার কোভিড-১৯ টেস্ট রেজাল্ট নেগেটিভ হয়। এ রকম ব্যক্তিদেরকে তাদের যোগাযোগের তথ্য এবং কুইন্সল্যান্ডের ঠিকানা প্রদান করতে হবে।
  • কোনো হটস্পট থেকে যদি আপনি কুইন্সল্যান্ডে আসার অনুমতি পান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিমানযোগে আসতে হবে। হটস্পট থেকে আসার ক্ষেত্রে সড়ক-পথে আসতে চাইলে আপনাকে একটি ছাড় পেতে হবে, যদি না আপনি একজন ট্রাক-চালক, মাল-পরিবহনকারী কর্মী বা এ সম্পর্কিত কর্মী কিংবা নির্বাচিত অত্যাবশ্যকীয় কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হন।
আরও তথ্য: 

কাজ-কর্ম ও বিনোদন

  • ভবনের অভ্যন্তরে: প্রতি ২ বর্গমিটারে এক ব্যক্তি (যেমন, রেস্টুরেন্ট, ক্যাফে, পাব, ক্লাব, মিউজিয়াম, আর্ট গ্যালারি, প্রার্থনার স্থান, কনভেনশন সেন্টার এবং সংসদ ভবন)। কোনো ভবনের মধ্যে অভ্যন্তরীণ খেলাধুলার স্থান খোলা যাবে।
  • ইনডোর ইভেন্ট: বসার ব্যবস্থাযুক্ত টিকিটকৃত পেট্রনওয়ালা ভেন্যুগুলোর ১০০% ধারণ-ক্ষমতা ব্যবহার করা যাবে। প্রবেশ ও নির্গমনের ক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে। (যেমন, থিয়েটার, লাইভ মিউজিক, সিনেমা এবং ইনডোর স্পোর্টস)। শিল্পীরা দর্শক-শ্রোতাদের কাছ থেকে ২ মিটার দূরত্ব বজায় রাখতে পারেন। তবে, কোয়াইয়ারদেরকে (সমবেত সঙ্গীত-শিল্পী) দর্শক-শ্রোতাদের কাছ থেকে ৪ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
  • আউটডোর ইভেন্টস: বসার ব্যবস্থাযুক্ত অনুষ্ঠানে ১০০ শতাংশ। (কোভিড সেফ প্লান-সহ)
  • ওপেন এয়ার স্টেডিয়াম: বসার সুবিধাযুক্ত ক্ষেত্রে ধারণ ক্ষমতার ১০০ শতাংশ।
  • আউটডোর ড্যান্সিং: আউটডোর ড্যান্সিংয়ের অনুমতি রয়েছে (যেমন, আউটডোর মিউজিক ফেস্টিভ্যাল, বিয়ার গার্ডেন্স)।
আরও তথ্য: 

জরিমানা

  • যেসব স্থলে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেসব ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। যেমন, বেআইনী জন-সমাগম, কিংবা বাধ্যতামূলক ক্ষেত্রে মাস্ক পরিধান না করা হলে জরিমানা করা হবে।
আরও তথ্য: 

সাউথ অস্ট্রেলিয়া

  • কোনো ইনডোর স্থানে প্রতি ৪ বর্গমিটারে এক ব্যক্তি।
  • আউটডোর স্থানে প্রতি ২ বর্গমিটারে এক ব্যক্তি।
  • ব্যক্তিগত অনুষ্ঠান (বিয়েশাদী এবং অন্ত্যেষ্টিক্রিয়া-সহ): প্রতি ২ বর্গমিটারে এক ব্যক্তির নিয়ম মেনে সর্বোচ্চ ১৫০ জন।
  • ঘর-বাড়িতে: বাড়ি প্রতি ১০ জন (যদি না ১০ জনের অধিক ব্যক্তি স্থায়ীভাবে সেই বাড়িতে বসবাস করেন)।
  • ব্যক্তি-মালিকানাধীন স্থান: সর্বোচ্চ ১৫০ জন।
  • হলিডে আবাসন: একটি স্থানে সর্বোচ্চ ১০ ব্যক্তির ঘুমানোর ব্যবস্থা করতে পারবে আবাসনের ব্যবস্থাকারীরা।
  • এজড কেয়ার ফ্যাসিলিটিগুলোতে পরিদর্শন করতে যাওয়া নিষিদ্ধ।
  • আরও দেখুন: 
  • আরও দেখুন: 
কাজ:

  • কোনো কোনো নিষেধাজ্ঞা শিথিল করা হলেও এখনও জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে, যেখানে যেখানে সম্ভবপর, মানুষ যেন ঘরে থেকেই কাজ করে।
  • সাউথ অস্ট্রেলিয়ায় বর্তমান কোভিড-১৯ এর বিরুদ্ধে এই সময়টিতে কর্মক্ষেত্রে চলমান নমনীয় কাজের সুযোগের বিষয়টি কাজে লাগবে। এই প্রাদূর্ভাবের সময়টিতে ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও সহায়তা হবে এর মাধ্যমে।
স্কুল

সাউথ অস্ট্রেলিয়ান স্কুলগুলো খোলা রয়েছে। কোনো স্কুলে প্রাদূর্ভাব দেখা দিলে ভিজিট করুন: 

ভ্রমণ ও পরিবহন

  • আপনার যদি ভ্রমণ করার কিংবা গণ-পরিবহন ব্যবহার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যতোটা সম্ভব সোজা-সাপ্টা এবং বাস্তবসম্মত যাত্রাপথ ব্যবহার করুন।
  • সাউথ অস্ট্রেলিয়ার বেশিরভাগ অঞ্চলের মাঝে ভ্রমণের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই।
  • সাউথ অস্ট্রেলিয়ায় আগত সকল আন্তর্জাতিক আগমনকারীকে সাউথ অস্ট্রেলিয়া হেলথ-এর অনুমোদিত একটি হোটেলে রাখা হবে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের জন্য।
আরও তথ্য: 

ব্যবসা ও বিনোদন

  • কোনো একটি স্থানে সর্বমোট সংখ্যা কখনই প্রতি ২ বর্গমিটারে এক ব্যক্তির সীমা অতিক্রম করবে না।
  • (পাব, ক্যাফে, ক্লাব, রেস্টুরেন্ট, ওয়াইনারি, ইত্যাদি) ভেন্যুগুলোতে খাওয়ার জন্য যেসব খাদ্য ও পানীয় পরিবেশন করা হয়, ইনডোরে সেগুলো অবশ্যই খেতে হবে বসা অবস্থায় আর আউটডোরে দাঁড়িয়ে খাওয়ার অনুমতি রয়েছে।
  • পার্সনাল কেয়ার সার্ভিসেস প্রদানকারী ব্যক্তিদেরকে পরিষেবা প্রদানের সময়ে অবশ্যই যথাযথ ব্যক্তিগত সুরক্ষা-সরঞ্জাম পরিধান করতে হবে।
  • কোনো ইনডোর সিনেমা, থিয়েটার কিংবা অন্য কোনো স্থানে যেখানে নির্ধারিত বসার ব্যবস্থা রয়েছে, পেট্রনদের উপস্থিতিতে সেখানে স্ট্যান্ডার্ড ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি অবশ্যই ব্যবহার করা যাবে না।
আরও তথ্য: 

জরিমানা

  • যেসব স্থলে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেসব ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। যেমন, বেআইনী জন-সমাগম, কিংবা বাধ্যতামূলক ক্ষেত্রে মাস্ক পরিধান না করা হলে জরিমানা করা হবে।
আরও তথ্য: 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া

জন-সমাগম

  • প্রতি ২ বর্গমিটারে এক ব্যক্তির নিয়ম মেনে ঘরে যতো জন খুশি অতিথি আনা যাবে।
  • জন-সমাগমের ক্ষেত্রে প্রতি ২ বর্গমিটারে এক ব্যক্তির নিয়ম মেনে জমায়েত করা যাবে। এক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই।
  • বাছাইকৃত ভেন্যুগুলোতে, বসার এবং টিকেটের ব্যবস্থাওয়ালা বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে ও প্রার্থনার স্থানগুলোতে ২ বর্গমিটারের নিয়ম প্রযোজ্য নয়।
  • প্রত্যন্ত এলাকার অ্যাবোরিজিনাল কমিউনিটিগুলোতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
  • আবাসিক বয়স্ক-সেবা কেন্দ্রগুলোতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।
আরও তথ্য: 

কাজ:

  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ানদেরকে কাজে ফিরতে উৎসাহিত করা হচ্ছে, যদি না তারা অসুস্থ কিংবা অসহায় হন। কাজে ফিরে আসা নিয়ে আপনি যদি উদ্বিগ্ন হন কিংবা নিশ্চিত না হন, তাহলে আপনার নিয়োগদাতার সঙ্গে যোগাযোগ করুন।
আরও তথ্য: 

কর্মক্ষেত্রে

  • পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জন-দূরত্ব বজায় রাখুন।
  • করমর্দন (হ্যান্ড শেক) করবেন না।
  • যে-সব পৃষ্ঠতলে অনেক বেশি স্পর্শ করা হয়, সেগুলো নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন।
  • লাঞ্চ-রুমের পরিবর্তে, আপনার ডেস্কে কিংবা বাইরে দুপুরের খাবার খান।
  • কর্মক্ষেত্রে খাবার হাত দিয়ে ধরা এবং খাবার ভাগাভাগি করে খাওয়া সীমিত করুন।
আরও তথ্য:

স্কুল

  • সকল শিক্ষার্থীর জন্য স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক। শুধুমাত্র যারা চিকিৎসার দিক দিয়ে অসহায় কিংবা যাদের চিকিৎসার দিক দিয়ে অসহায় পারিবারিক সদস্য আছেন তারা ব্যতীত।
  • সন্তানদেরকে ছেড়ে আসতে কিংবা নিয়ে আসার জন্য বাবা-মা/অভিভাবকরা স্কুল-প্রাঙ্গনে প্রবেশ করতে পারবেন।
আরও তথ্য: 

ভ্রমণ এবং পরিবহন

  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সাম্প্রতিক হেলথ অ্যাডভাইস অনুসারে একটি নিরাপদ ও যথোচিত সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে।
  • অস্ট্রেলিয়ার সকল স্টেট এবং টেরিটোরিতে বিগত ১৪ দিনে কমিউনিটি সংক্রমণের গড় যদি প্রতি দিন ৫ জনেরও কম কোভিড-১৯ কেস হয়, তাহলে সেটার উপরে ভিত্তি করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত আন্তঃরাজ্য সীমান্ত ব্যবস্থাপনা নির্ভর করছে।
  • কিম্বার্লি রিজিওন-সহ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া জুড়ে ভ্রমণ করার অনুমতি রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের আদিবাসী কমিউনিটিগুলোতে ভ্রমণ করা এখনও নিষিদ্ধ।
  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ভ্রমণকারীদের জন্য বিভিন্ন একজেম্পশন সম্পর্কে জানতে দেখুন:  
ব্যবসা ও বিনোদনমূলক কার্যক্রম

  • কোনো ভেন্যুতে পেট্রন সংখ্যার কোনো সীমা নেই। তবে, ২ বর্গমিটারে এক ব্যক্তির অবস্থানের নিয়ম এবং জন-দূরত্ব বজায় রাখতে হবে। এর মানে হলো, কোনো ভেন্যুর আয়তন অনুসারে তার সর্বোচ্চ পেট্রন সংখ্যা নির্ধারিত হবে।
  • বড় হসপিটালিটি ভেন্যুগুলোতে, যেগুলোতে ৫০০ জনেরও বেশি পেট্রন ধারণ করা যায়, সেগুলোতে পেট্রন-সংখ্যা নিরূপণের সময়ে কর্মীদেরকেও গণ্য করতে হবে।
  • রেস্টুরেন্ট, ক্যাফে এবং বারগুলোতে পেট্রন রেজিস্টার সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই।
  • ব্যাপক পরিসরে মাল্টি-স্টেজ মিউজিক ফেস্টিভাল ছাড়া বাকি সব ইভেন্টের অনুমোদন রয়েছে।
  • অপ্টাস স্টেডিয়াম, এইচবিএফ পার্ক এবং আরএসি অ্যারেনা ৫০% সাময়িক সামর্থ্য-সহ পরিচালনা করা যাবে।
  • বসার ব্যবস্থা-বিহীন ভেন্যুগুলোতে পারফরমেন্স-এর অনুমতি রয়েছে। যেমন, হল, লাইভ মিউজিক ভেন্যু, বার, পাব এবং নাইটক্লাবগুলোতে।
  • বসার ব্যবস্থাসহ এন্টারটেইনমেন্ট স্পেসে সর্বোচ্চ সীমা হলো ৬০%।
  • সাময়িক নিষেধাজ্ঞাগুলোর সঙ্গে সম্মত হওয়ার অধীনে ক্যাসিনো গেমিং ফ্লোরগুলো পুনরায় চালু করা যাবে।
আরও তথ্য:

জরিমানা

  • যেসব স্থলে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেসব ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। যেমন, বেআইনী জন-সমাগম, কিংবা বাধ্যতামূলক ক্ষেত্রে মাস্ক পরিধান না করা হলে জরিমানা করা হবে।
আরও তথ্য: 

ট্যাসমানিয়া

জন-সমাগম

  • বাড়িতে: বাড়ির সদস্যরা বাদে, যে-কোনো সময়ে ৪০ জন পর্যন্ত।
  • বিয়েশাদী, প্রার্থনার স্থান এবং বাণিজ্যিক প্রেমিসগুলোতে: এলাকার জন-ঘনত্ব অনুসারে লোক-সংখ্যা নির্ধারণ করা হবে: ইনডোরে সর্বোচ্চ ২৫০ জন এবং আউটডোরে সর্বোচ্চ ১০০০ জন।
  • হাসপাতাল পরিদর্শন: রোগী প্রতি একই সময়ে সর্বোচ্চ এক জন দর্শনার্থী।
কাজ

শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মানুষের সঙ্গে সংস্পর্শ এড়ানোর জন্য যেখানে যেখানে সম্ভব, লোকদেরকে ঘরে থেকে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করা হচ্ছে।

স্কুল

  • সকল শিক্ষার্থী, যারা সুস্থ, তারা স্কুলে শিক্ষাগ্রহণ করা চালিয়ে যাবে।
  • যেসব শিক্ষার্থীকে নিয়ে উদ্বেগ রয়েছে যে, কোভিড-১৯ এর মাধ্যমে তাদের অসুস্থতা বৃদ্ধি পেয়ে গুরুতর আকার ধারণ করবে, তাদেরকে যেখানে যেখানে সম্ভব ঘরে শিক্ষাগ্রহণের ক্ষেত্রে সহায়তা করা হবে। এ রকম ব্যবস্থা করার জন্য আপনার স্কুলের সঙ্গে কথা বলুন যে, তারা কী ধরনের সহায়তা করতে পারবে।
আরও তথ্য: 

ভ্রমণ এবং পরিবহন

  • ট্যাসমানিয়ার যে-কোনো স্থানে আপনি ভ্রমণ করতে এবং অবস্থান করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই জন-সমাগমের নিষেধাজ্ঞা এবং পারিবারিক দেখা-সাক্ষাতের ক্ষেত্রে প্রযোজ্য নিষেধাজ্ঞাগুলো মানতে হবে।
  • ট্যাসমানিয়ার সীমান্তে কোভিড-১৯ এর ঝুঁকি নিয়ন্ত্রণ করার জন্য এই রাজ্যে ভ্রমণকারীদেরকে প্রবেশ করার আগে তাদের সঙ্গে যোগাযোগ করার তথ্য এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
  • ট্যাসমানিয়ায় প্রবেশের আগে ভ্রমণকারীরা কোথায় সময় অতিবাহিত করেছেন সেটার উপর ভিত্তি করে এই রাজ্যে তাদের প্রবেশের শর্তাবলী নির্ধারণ করা হবে।
  • যেসব ব্যক্তিকে সরকার-নির্ধারিত স্থানে কোয়ারেন্টিনে যেতে হবে, সেজন্য তাদেরকে কোয়ারেন্টিন ফি প্রদান করতে হবে (ছাড় প্রযোজ্য হবে)।
আরও তথ্য: 

ব্যবসা ও বিনোদনমূলক কর্মকাণ্ড

  • সমস্ত বিজনেস ও কর্মক্ষেত্র এখন পরিচালনা করার অনুমতি রয়েছে। তবে, মিনিমাম কোভিড-১৯ সেফটি স্ট্যান্ডার্ড বাস্তবায়নের জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তা একটি কোভিড-১৯ সেফটি প্লানে সংরক্ষণ করতে হবে।
  • জন-ঘনত্বের সর্বোচ্চ সীমা হলো প্রতি ২ বর্গমিটার এলাকায় সর্বোচ্চ একজন
  • জিমগুলো এখন খোলা রয়েছে। এক্ষেত্রে নজর রাখা হয়েছে কোভিড-সেফ পরিকল্পনা, জন-ঘনত্ব, জন-দূরত্ব, কন্টাক্ট ট্রেসিং এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি।
আরও তথ্য: .

জরিমানা

  • যেসব স্থলে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেসব ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। যেমন, বেআইনী জন-সমাগম, কিংবা বাধ্যতামূলক ক্ষেত্রে মাস্ক পরিধান না করা হলে জরিমানা করা হবে।
আরও তথ্য: 

নর্দার্ন টেরিটোরি

জন-সমাগম

  • নর্দার্ন টেরিটোরিতে ইনডোর কিংবা আউটডোরে জনসমাগম বিষয়ক কোনো নিষেধাজ্ঞা নেই। তবে, জনগণকে ১.৫ মিটার জন-দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।
  • বিয়ে-শাদী এবং অন্ত্যেষ্টিক্রিয়ার অনুমতি রয়েছে।
  • ১০০ জনের বেশির লোকের জমায়েতের ক্ষেত্রে একটি কোভিড-১৯ চেকলিস্ট পূরণ করতে হবে।
আরও তথ্য: 

কাজ

সি-এইচ-ও ডাইরেকশন্স অনুসারে, একটি ব্যবসা, প্রতিষ্ঠান কিংবা কমিউনিটি গ্রুপ-এর অবশ্যই:

  • একটি কোভিড-১৯ সেফটি প্লান থাকতে হবে, যেটা তারা অবশ্যই মেনে চলবে এবং প্রতি ছয় মাসে তা পর্যালোচনা করবে।
  • হাত ধোওয়ার সুবিধা বিদ্যমান না থাকলে ভোক্তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।
  • জনগণের জন্য উন্মুক্ত এবং কর্মীদের জন্য প্রবেশযোগ্য এলাকাগুলোতে সাইনেজ (দিক-নির্দেশনা) প্রদর্শন করতে হবে। সেটাতে উল্লেখ করতে হবে যে, কোনো ব্যক্তিকে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে হবে:
    • ১.৫ মিটার জন-দূরত্ব বজায় রাখতে হবে।
    • মানুষের সঙ্গে ঘনিষ্ট-সংস্পর্শ ১৫ মিনিটের কম রাখতে হবে। এটা সম্ভব না হলে শারীরিক দূরত্ব ১.৫ মিটার বজায় রাখতে হবে।
    • হাত ধোওয়ার মাধ্যমে কিংবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে হাতের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
    • অসুস্থ বোধ করলে ঘরে থাকতে হবে টেস্ট করাতে হবে।
আরও তথ্য: 

স্কুল

  • নর্দার্ন টেরিটোরির শিক্ষার্থীরা সশরীরে স্কুলে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আরও তথ্য: 

ভ্রমণ এবং পরিবহন

  • বিদেশ থেকে কেউ যদি নর্দার্ন টেরিটোরিতে আগমন করেন, তাহলে তাদেরকে হাওয়ার্ড স্প্রিংস কোয়ারেন্টিন ফ্যাসিলিটিতে বাধ্যতামূলকভাবে সুপারভাইজড কোয়ারেন্টিনে যেতে হচ্ছে।
  • নর্দার্ন টেরিটোরিতে আগমনকারী আন্তঃরাজ্য ভ্রমণকারী:
    • যদি কোনো ঘোষিত হটস্পট থেকে না আসেন, তাহলে সেল্ফ-কোয়ারেন্টিন করার প্রয়োজন নেই। হটস্পটগুলোর তালিকা: 
    • আগমনের অন্তত ৭২ ঘণ্টা আগে আন্তঃরাজ্য থেকে আসা সকল ভ্রমণকারীকে বর্ডার এন্ট্রি ফর্ম পূরণ করতে হবে।
আরও তথ্য: 

ব্যবসা ও বিনোদনমূলক কর্মকাণ্ড

  • ব্যায়াম, বাইরে জন-সমাগম, সাঁতার, মাছ ধরা এবং নৌকা চালানোর অনুমতি আছে।
  • স্কেট পার্ক, পুল, খেলার মাঠ েএবং আউটডোর জিমগুলো খোলার অনুমতি আছে।
  • ক্যাফে, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস ট্রেনিং ইনডোর মার্কেট, জিম, লাইব্রেরি, গ্যালারি এবং মিউজিয়ামগুলো খোলা রয়েছে।
  • দর্শক-সমাগম-সহ সামাজিক ও খেলাধুলা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন শুধুমাত্র দর্শকদের অনুমোদিত বসার ব্যবস্থা-সহ করা যাবে। সে-সব অনুষ্ঠানে যদি ৫০০ এর অধিক লোক-সমাগম হয়, সেক্ষেত্রে পৃথকভাবে একটি কোভিড-১৯ সেফটি প্লানের অনুমোদন নিতে হবে।
আরও তথ্য: 

জরিমানা

  • যেসব স্থলে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেসব ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। যেমন, বেআইনী জন-সমাগম, কিংবা বাধ্যতামূলক ক্ষেত্রে মাস্ক পরিধান না করা হলে জরিমানা করা হবে।
আরও তথ্য: 

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি

জন-সমাগম

  • বাড়িতে: দর্শনার্থীর সংখ্যার কোনো সীমা নেই।
  • গণ-জমায়েত: অন্ত্যেষ্টিক্রিয়াসহ সকল গণ-জমায়েতে সর্বাধিক ১০০ জন পর্যন্ত যোগদান করতে পারছেন। (ইনডোরে প্রতি ৪ বর্গমিটারে ১ জন এবং আউটডোরে প্রতি ২ বর্গমিটারে ১ জন করে)।
  • বিয়েশাদী এবং অন্ত্যেষ্টিক্রিয়া: প্রতি ৪ বর্গমিটারে ১ জনের নিয়ম মেনে বিয়েশাদী এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় ৫০০ জন পর্যন্ত যোগদান করতে পারবেন।
  • উপাসনালয়: পুরো ভেন্যু জুড়ে সর্বোচ্চ ২৫ জন। কর্মী এবং যারা এসব সার্ভিস পরিচালনা করেন তারা এই সংখ্যার মধ্যে গণ্য হবেন না।
  • বয়স্ক সেবা: সেবা ও সহায়তা করার উদ্দেশ্যে পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ট বন্ধুকে দেখতে এজড কেয়ার ফ্যাসিলিটিতে যাওয়া যাবে। আত্মীয় কিংবা বন্ধুর সঙ্গে সেখানে কত ঘণ্টা সময় কাটানো যাবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই।
আরও তথ্য: 

কাজ

  • নিয়োগদাতা এবং কর্মীদের সুবিধা অনুযায়ী কর্মক্ষেত্রে ফিরে আসা যাবে। তবে, একটি কোভিড-১৯ সেফ প্লান থাকতে হবে।
  • অসুস্থ বোধ করলে ঘরে থাকুন এবং কোভিড-১৯ এর লক্ষণ ও উপসর্গ দেখা দিলে পরীক্ষা করান।
আরও তথ্য: 

স্কুল

  • এসিটি পাবলিক স্কুলগুলো খোলা রয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাগণ স্কুলে ফিরেছেন।
  • শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের কারও যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতা থাকে কিংবা যদি দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতা থাকে, তাহলে তারা ঘরে থেকে কাজ কিংবা পড়াশোনা করতে পারবেন।
  • আপনার শিশু অসুস্থ হলে দয়া করে তাকে স্কুলে পাঠাবেন না।
আরও তথ্য: 

ভ্রমণ ও পরিবহন

  • কোভিড-১৯ সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এ সম্পর্কে পূর্বানুমান করার কোনো সহজ উপায় নেই।
  • ভ্রমণ নিষিদ্ধ করা না হলে, এসিটি হেলথ ভ্রমণের জন্য এলাকাগুলোকে নিরাপদ কিংবা অনিরাপদ ঘোষণা করে না।
  • কোভিড-কবলিত এলাকাগুলোর লোকদের প্রতি অনুরোধ, তারা যেন এসিটি ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করেন।
  • আপনি যদি অসুস্থ হন কিংবা কোয়ারেন্টিনে থাকেন কিংবা আইসোলেশনে থাকেন, সেক্ষেত্রে গণ-পরিবহন ব্যবহার করবেন না।
  • কোয়ারেন্টিনের জন্য আপনাকে যদি ভ্রমণ করে ঘরে যেতে হয়, সেক্ষেত্রে সম্ভব হলে দয়া করে ব্যক্তিগত পরিবহনের ব্যবস্থা করুন।
কাজকর্ম ও বিনোদন

  • ক্যানবেরার রেস্টুরেন্ট, ক্যাফে এবং বারগুলোতে ২৫ জন ভোক্তা আসতে পারবে।
  • বিজনেস এবং ভেন্যুগুলো যদি ২৫ জনের বেশি লোক গ্রহণ করতে চায়, তাহলে তারা ইনডোরে ব্যবহারযোগ্য স্থানের প্রতি ২ বর্গমিটারে ১ ব্যক্তির নিয়ম অনুসরন করতে পারে। তবে, তাদেরকে চেক ইন সিবিআর অ্যাপ ব্যবহার করতে হবে।
  • যেসব বিজনেস ও ভেন্যু চেক ইন সিবিআর অ্যাপ ব্যবহার করে না, তারা ইনডোরে ব্যবহারযোগ্য স্থানের প্রতি ৪ বর্গমিটারে ১ ব্যক্তি এবং আউটডোরে প্রতি ২ বর্গমিটারে ১ ব্যক্তির নিয়ম মেনে ব্যবসা চালিয়ে যেতে পারে।
  • ইনডোর স্পেসে অ্যালকোহল পান করার সময়ে পেট্রনদেরকে বসে পান করতে হবে।
  • সিনেমা এবং মুভি থিয়েটার: প্রতিটি থিয়েটারের ৬৫% ধারণ-ক্ষমতা পর্যন্ত এবং চেক ইন সিবিআর অ্যাপ ব্যবহার করা হলে ৫০০ জন পর্যন্ত।

  • বড় ইনডোর ভেন্যু: টিকেটকৃত এবং বসার ব্যবস্থাওয়ালা অনুষ্ঠানগুলোতে ধারণ-ক্ষমতার ৬৫% পর্যন্ত এবং ১,৫০০ জন পর্যন্ত।
  • চতুর্দিকে বেড়া ইত্যাদি দিয়ে ঘেরা আউটডোর ভেন্যুগুলোর যেগুলোতে সারি করা স্থায়ী বসার ব্যবস্থা আছে সে রকম ক্ষেত্রে টিকেটকৃত ও বসার সুবিধাযুক্ত অনুষ্ঠানগুলোর জন্য ধারণ-ক্ষমতার ৬৫% এবং ১,৫০০ জন পর্যন্ত।
  • জিআইও স্টেডিয়াম এবং মানুকা ওভাল: বসার সুবিধাযুক্ত ধারণ-ক্ষমতার ৬৫% পর্যন্ত।
আরও তথ্য: 

জরিমানা

  • যেসব স্থলে বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে সেসব ক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে। যেমন, বেআইনী জন-সমাগম, কিংবা বাধ্যতামূলক ক্ষেত্রে মাস্ক পরিধান না করা হলে জরিমানা করা হবে।
আরও তথ্য: 


alc covid domestic violence bangla
Source: SBS
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

alc covid shopping bangla
Source: SBS


আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: .
alc covid mental health bangla
Source: SBS
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:





Please check the relevant guidelines for your state or territory:  
Follow SBS Bangla on .





Share
Published 13 May 2020 1:31pm
Updated 10 January 2021 2:01pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand