কোভিড - ১৯ আপডেট: অস্ট্রেলিয়া জুড়ে সংক্রমণ ও হাসপাতালে ভর্তি সংখ্যা কমছে

কোভিড - ১৯ আপডেট: ১২ ফেব্রূয়ারি, ২০২২

Members of the Indigenous community are seen receiving a Covid-19 vaccine at a pop-up vaccination clinic at the National Centre of Indigenous Excellence in Redfern, Sydney, Saturday, September 4, 2021. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING

The Novavax COVID-19 vaccine will be available for those aged 18 and over from Monday. Source: AAP

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে গত ২৪ ঘণ্টায় ৮,১৮৩টি নতুন কোভিড-১৯ সংক্রমণ এবং ৩২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১,৬৫০ জন, যার মধ্যে ১০৪ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন।

স্টেটের ৪৭.৩ শতাংশ বাসিন্দা তিন ডোজ টিকা নিয়েছে।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় আরও ১৯ জন কোভিড - ১৯-এ মারা গেছে এবং সেই সাথে ৭২২৪টি সংক্রমণ সনাক্ত করা হয়েছে। হাসপাতালে ভর্তি কমে ৪৮৭ জনা নেমে এসেছে। প্রায় ৭৯ জন নিবিড় পরিচর্যায় এবং ভেন্টিলেটরে আছে ১৯ জন।

স্টেটের সরকারী হাসপাতালগুলি জরুরি নয় এমন স্বাস্থ্যসেবা পুনরায় শুরু করছে।

নর্দার্ন টেরিটরি

এদিকে নর্দার্ন টেরিটরিতে আজ ১,৪২৫টি নতুন কোভিড -১৯ কেস রিপোর্ট করা হয়েছে।

হাসপাতালে ১৭০ জন করোনাভাইরাসের জন্য চিকিত্সা নিচ্ছেন যাদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যায় রয়েছেন।

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ড ৩,৬৬০টি নতুন কোভিড -১৯ সংক্রমণ এবং ১৩ জনের মৃত্যু রেকর্ড করেছে।

স্টেটে ৫০৮ জন হাসপাতালে রয়েছে যার মধ্যে ৪৯ জন নিবিড় পরিচর্যায়।

চিফ হেলথ অফিসার ডাঃ জন জেরার্ড বলেছেন কুইন্সল্যান্ড প্রত্যাশার চেয়ে ভাল অবস্থায় আছে।
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় আত্মহত্যা প্রতিরোধ সংগঠন লাইফলাইন ক্যানবেরায় তাদের তহবিল সংগ্রহের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে৷

টিকা বিরোধী বিক্ষোভ

টিকা বিরোধী বিক্ষোভকারীদের আনুমানিক ১০ থেকে ১৫,০০০ লোকের একটি বড় দল EPIC শোগ্রাউন্ডে জড়ো হয়, যেখানে শনিবার লাইফলাইন বইমেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

লাইফলাইন এক বিবৃতিতে আজ তাদের মেলা বন্ধ করার সিদ্ধান্তের কথা জানায়।

পার্লামেন্ট হাউসে বিক্ষোভকারীরা বেষ্টনী ভেঙে ফেললে এসিটি পুলিশ তাদের শান্তিপূর্ণ থাকার এবং ব্যারিকেডের পিছনে থাকার জন্য সতর্ক করে।

সোমবার থেকে নোভাভ্যাক্স ভ্যাকসিন টিকা দেয়া শুরু

ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছে যে সোমবার থেকে নোভাভ্যাক্স কোভিড - ১৯ ভ্যাকসিন টিকা দেয়া শুরু হলে কর্মসূচিতে নতুন গতি আসবে।

কিছু মানুষ প্রোটিন-ভিত্তিক নোভাভ্যাক্স টিকার জন্য অপেক্ষা করছিল।

এদিকে অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ফেডারেল নির্বাচনের এজেন্ডায় পাবলিক হাসপাতালের তহবিল বাড়ানোর লক্ষ্যে একটি নতুন প্রচারাভিযান শুরু করেছে।

যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের কম বয়সীদের জন্য ফাইজার ভ্যাকসিন অনুমোদনের সিদ্ধান্ত বিলম্বিত

মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য কোভিড - ১৯ ফাইজার ভ্যাকসিন অনুমোদনের সিদ্ধান্ত বিলম্বিত করছে।

ফাইজারের প্রাথমিক তথ্য থেকে দেখা যায় যে দুটি এক্সট্রা-লো ডোজ ছয় মাস বয়সী শিশুদের জন্য নিরাপদ, কিন্তু দুই থেকে চার বছর বয়সী শিশুদের জন্য যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা দেয় না।

এছাড়া দেশটির ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তৃতীয় ডোজ নিয়ে পর্যালোচনা এখনও শেষ হয়নি।

সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান ডঃ পিটার মার্কস বলেছেন যে তাদের পর্যালোচনা প্রক্রিয়াটির মান বজায় রাখতে হবে।

আপনার ভাষায় কোভিড-১৯ সম্পর্কে তথ্যের জন্য দেখুন 

Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:



Share
Published 12 February 2022 5:11pm
Updated 12 February 2022 5:13pm
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand