অস্ট্রেলিয়ার কোভিড ১৯ সনাক্ত সংখ্যা এবং অন্যান্য আপডেট, ৪ ডিসেম্বর, ২০২১

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ পশ্চিম সিডনির একটি স্কুলে একটি সম্ভাব্য ওমিক্রন ভ্যারিয়েন্ট ক্লাস্টারের উৎস খুঁজে বের করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজ্যটি আজ মোট ৩২৫টি নতুন কোভিড ১৯ কেস এবং একজনের মৃত্যুর খবর দিয়েছে। এছাড়া ভিক্টোরিয়া ১৩৬৫ টি নতুন সংক্রমণ এবং নয়টি মৃত্যুর রেকর্ড করেছে।

People participate in the 'freedom rally' protest in Melbourne, Saturday, December 4, 2021.

Source: AAP

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইভেট ডি'আথ বলেছেন যে ডিসেম্বরের ১৭ তারিখে আনুষ্ঠানিক সীমান্ত খোলার আগে রাজ্যটিকে আরও কোভিড ১৯ কেস সনাক্ত হতে পারে এজন্য প্রস্তুত করতে হবে।

ইতিমধ্যে কুইন্সল্যান্ড সাতটি নতুন কোভিড ১৯ কেস রেকর্ড করেছে, যার মধ্যে একটি গোল্ড কোস্ট দম্পতি রয়েছেন যারা কমিউনিটিতে ১৩ দিন পর্যন্ত সংক্রামক অবস্থায় ছিলেন।

এদিকে, আফ্রিকার দক্ষিণ অঞ্চল থেকে ফিরে আসা একজন ভ্রমণকারী ওমিক্রন ভ্যারিয়েন্ট-এ সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে।

সাউথ অস্ট্রেলিয়া

ওমিক্রন ভেরিয়েন্টের ক্রমবর্ধমান হুমকির কারণে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং এসিটি থেকে সাউথ অস্ট্রেলিয়ায় আগত লোকদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে এবং বিচ্ছিন্ন থাকতে হবে, রাজ্যটি এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সাউথ অস্ট্রেলিয়ায় ওই রাজ্যগুলির লোকদের জন্য তার সীমানা আবার খুলে দেওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার কঠোর সীমান্ত বিধিনিষেধ চালু করা হচ্ছে।

সাউথ অস্ট্রেলিয়া সীমানা খোলার পর থেকে ৪০ টিরও বেশি পজেটিভ কোভিড ১৯ কেস সনাক্ত করা হয়েছে এবং রাজ্যটি অন্যান্য রাজ্য থেকে আসা অতিথিদের উপস্থিততে একটি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনের অনুষ্ঠানের সাথে যুক্ত একটি বড় ক্লাস্টার দেখভাল করছে।

প্রিমিয়ার স্টিভেন মার্শাল বলেছেন যে কর্তৃপক্ষ ওমিক্রন ভেরিয়েন্ট সম্পর্কে ভীষণ উদ্বিগ্ন তাই সতর্কতা প্রয়োজন।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ পশ্চিম সিডনির একটি স্কুলে একটি সম্ভাব্য ওমিক্রন ভ্যারিয়েন্ট ক্লাস্টারের উৎস খুঁজে বের করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেখানে কেস সংখ্যা ১৩-তে দাঁড়িয়েছে।

রাজ্যটি আজ মোট ৩২৫টি নতুন কোভিড ১৯ কেস এবং একজনের মৃত্যুর খবর দিয়েছে।

ভিক্টোরিয়া

ইতিমধ্যে ভিক্টোরিয়া ১৩৬৫ টি নতুন সংক্রমণ এবং নয়টি ভাইরাসজনিত মৃত্যুর রেকর্ড করেছে। রাজ্যের ১২ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর ৯১ শতাংশ ডবল ডোজ টিকা নিয়েছে।

ভ্যাকসিন ম্যান্ডেট এবং ভিক্টোরিয়ার প্যান্ডেমিক বিলের বিরোধিতায় বিক্ষোভ

ভ্যাকসিন ম্যান্ডেট এবং ভিক্টোরিয়ার প্যান্ডেমিক বিলের বিরোধিতায় বিক্ষোভকারীরা আবার সেন্ট্রাল মেলবোর্নের রাস্তায় নেমেছে।

পরপর বেশ কয়েকটি শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, তবে আজকের ইভেন্টটি রাজ্যের সংসদে নতুন প্যান্ডেমিক আইন পাস হওয়ার কয়েকদিন পরেই অনুষ্ঠিত হলো।

এদিকে স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নভেম্বরে আগের বিক্ষোভে অংশ নেওয়া লোকদের থেকে কোভিড কেসের একটি ক্লাস্টার বেড়ে সংক্রমণ সংখ্যা ৩৯ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে কেসগুলির মধ্যে মাত্র একজন সম্পূর্ণরূপে টিকা দেওয়া ছিল, এছাড়া তিনজন একটি করে ডোজ নিয়েছে।

তিনজন হাসপাতালে এবং একজন নিবিড় পরিচর্যায় রয়েছেন।

এছাড়া অতিরিক্ত ৩২টি পরিচিত কেস প্রতিবাদে অংশগ্রহণকারীদের সাথে যুক্ত যারা পরিবারের সদস্য এবং সামাজিক সমাবেশের মাধ্যমে সংক্রমিত হয়েছে।

নর্দান টেরিটরি

নর্দান টেরিটরিতে কোভিড ১৯ কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তিকে পাঁচ ঘণ্টারও কম সময়ের মধ্যে খুঁজে পাওয়া গেছে এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে যে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে শুক্রবার রাত ১০টার দিকে হাওয়ার্ড স্প্রিংস সেন্টার ফর ন্যাশনাল রেজিলিয়েন্সে একটি দেয়াল অতিক্রম করতে দেখা গেছে।

অ্যালিস স্প্রিংস কোয়ারেন্টিন ফেসিলিটি থেকে পালিয়ে আসা অন্য আরেকজনকেও কর্তৃপক্ষ এখনও খুঁজছে। ২৬ নভেম্বর থেকে এনটি-তে কোয়ারেন্টিন ফেসিলিটি থেকে এ পর্যন্ত ছয়জন পালিয়েছে।

ওমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে করোনভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টটি এখন বিশ্বের ৩৮টি দেশে সনাক্ত করা হয়েছে।

সংস্থাটির কোভিড-১৯-এর টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ বলেছেন যে রোগের তীব্রতা হালকা থেকে গুরুতর, এবং এটি নিয়ে তদন্ত চলছে।

ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন ইতিমধ্যে বলেছেন যে ভ্যাকসিনগুলি নিয়ে পুনরায় কাজ করতে হবে কিনা তা জানতে আরো সময় লাগবে, এবং তিনি মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

Follow SBS Bangla on .

আরও দেখুন:



Share
Published 4 December 2021 8:33pm
Updated 4 December 2021 9:44pm
By Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand