কোভিড -১৯ আপডেট: মেলবোর্নে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১১ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Health staff monitor people after receiving a COVID-19 vaccination at the Royal Exhibition Building in Melbourne,

Health staff monitor people after receiving a COVID-19 vaccination at the Royal Exhibition Building in Melbourne, Tuesday, August 10, 2021. Source: AAP Image/Daniel Pockett

  • রিজিওনাল নিউ সাউথ ওয়েলসের ডাব্বো এলাকায় লকডাউন দেয়া হয়েছে 
  • ভিক্টোরিয়ায় পাঁচটি ভাইরাস কেইস তদন্তাধীন 
  • পরিকল্পনা অনুযায়ী আজ বিকেল চারটায় লকডাউন শেষ হচ্ছে কেয়ার্নসে 


ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ২০ জন নতুন রোগী রেকর্ড করেছে, যার মধ্যে পাঁচজন চলতি প্রাদুর্ভাব থেকে সংক্রমিত নয়। সংক্রামক অবস্থায় ছয়জন কমিউনিটিতে ছিল।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন যে মেলবোর্নের লকডাউন অন্তত বৃহস্পতিবার ১৯ আগস্ট পর্যন্ত বাড়ানো হবে।

এখানে খুঁজুন।

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে স্থানীয়ভাবে ৩৪৪ জন নতুন রোগী সনাক্ত হয়েছে, যার মধ্যে কমপক্ষে ৬৫ জন সংক্রামক অবস্থায় কমিউনিটিতে ছিলেন। কোভিড -১৯ এ আক্রান্ত দুজন মানুষ মারা গেছে, তারা টিকা দেয়া ছিলেন না। একজন ৮০-উর্দ্ধ এবং অপরজন ৩০-উর্দ্ধ, যার স্বাস্থ্যগত সমস্যা ছিল।

রিজিওনাল নিউ সাউথ ওয়েলসের ডাব্বো স্থানীয় সরকার এলাকাটিতে আজ দুপুর ১টা থেকে এক সপ্তাহের লকডাউন দেয়া হয়েছে, এই অঞ্চলে দুটি পজেটিভ কেইস রেকর্ড হয়েছে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেরি চ্যান্ট বলেন, আইসিইউতে থাকা ৬২ জনের মধ্যে ৫৭ জনকে টিকা দেওয়া হয়নি, আর বাকী পাঁচজন ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন।

এখানে  দেখুন।

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ডে চারটি স্থানীয় উৎস থেকে চারজন রোগী সনাক্ত হয়েছে, তারা চলতি প্রাদুর্ভাবের সাথে যুক্ত এবং সংক্রামক অবস্থায় কোয়ারেন্টিনে ছিলেন।

কেয়ার্নস এবং ইয়ারাবাহে তিন দিনের লকডাউন আজ বিকাল ৪টায় শেষ হবে কিন্তু কিছু বিধিনিষেধ বহাল রয়েছে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জ্যানেট ইয়ং গুরুতর স্বাস্থ্য সমস্যায় থাকা ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার আহ্বান জানান।

আপনার খুঁজুন।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।



আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 11 August 2021 1:43pm
Updated 11 August 2021 2:01pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand