কোভিড-১৯ আপডেট: মেলবোর্নে একটি বয়স্ক সেবাকেন্দ্রের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ; আন্তর্জাতিক ভ্রমণের বিধিনিষেধ শিথিল করছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার কোভিড-১৯ আপডেট: ৪ জুলাই ২০২২।

A supplied image obtained on Sunday, February 13, 2022, of Australian Defence Force medical personnel at an aged-care facility in Victoria. Members of the ADF will be deployed to help assist aged care facilities as they deal with COVID-19 surges.

Australian Defence Force medical personnel were deployed at an aged-care facility in Victoria following a COVID-19 outbreak. (file) Source: AAP Image/Supplied by Australian Defence Force

সোমবারে অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর ফলে কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে ভিক্টোরিয়ায় ২৪ জন এবং নিউ সাউথ ওয়েলস ও সাউথ  অস্ট্রেলিয়ায় একজন করে মারা গেছেন।

অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট ও টেরিটরির হাসপাতালগুলোতে কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে।

নিউ সাউথ ওয়েলসে হাসপাতালে ভর্তি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭২৫ জন, এ বছর ২৮ এপ্রিলের পর থেকে এটিই সর্বোচ্চ।

টাসমানিয়ায় হাসপাতালে ভর্তির সংখ্যা ৭২ জন। গত চার মাসের মধ্যে এটি সর্বোচ্চ।

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর নতুন সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সর্বশেষ তথ্যের জন্যে   দেখুন।
আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে অস্ট্রেলিয়া বায়োসিকিউরিটি অ্যাক্ট বা জৈব নিরাপত্তা আইন সংশোধন করেছে।

৬ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ বা বের হওয়ার সময় ভ্রমণকারীদের কোভিড-১৯ টিকা দেয়া আছে কি নেই সে বিষয়ে আর কিছু জানাতে হবে না।

তবে অভ্যন্তরীণ ও অস্ট্রেলিয়ায় আসা আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের মুখে মাস্ক পরার নিয়ম এখনও বহাল রয়েছে।

সকল ভিসাধারী কোনো ভ্রমণ ছাড়ের প্রয়োজন ছাড়াই অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবেন।

সমুদ্রপথে আগত যাত্রীদের আর সামুদ্রিক ভ্রমণের ঘোষণাপত্র পূরণ করার দরকার হবে না।
২০২০ সালে ফকনারে একটি আবাসিক বয়স্ক সেবাকেন্দ্রে কোভিড-১৯ এর মারাত্মক প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ার্কসেফ ভিক্টোরিয়া সোমবার সেইন্ট বেজিল’স হোমসের বিরুদ্ধে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি অ্যাক্টের অধীনে নিয়ম লঙ্ঘনের নয়টি অভিযোগ এনেছে।

ওয়ার্কসেফ ভিক্টোরিয়া জানিয়েছে, যে ৯৪ জন বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল, তাদের মধ্যে ৪৫ জন কোভিড-১৯ সংক্রান্ত নানারকম জটিলতায় মৃত্যুবরণ করেছিলেন।

সেইন্ট বেজিলের বিবৃতি জানতে এসবিএস তাদের সঙ্গে যোগাযোগ করেছে।

কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইভেট ডি'আথ বলেছেন, কোভিড সংক্রমণ ও হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় ফেস মাস্ক আবার চালু করা হবে কিনা এ বিষয়ে স্টেটের চিফ হেলথ অফিসারের পরামর্শ অনুসরণ করা হবে।

তিনি বলেন যে স্টেট জুড়ে এবারের কোভিড সংক্রমণ আগের দুটি ওয়েভকে ছাড়িয়ে যেতে পারে।

পুরো অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এর ফলে মৃত্যুর সর্বমোট সংখ্যা ১০ হাজার পার হয়েছে, গত সপ্তাহের শেষ নাগাদ দেশটি এই ভয়াবহ মাইলফলক অতিক্রম করল। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বছরের শেষ নাগাদ মানুষের মৃত্যুর সংখ্যা ১৪ হাজার পর্যন্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ইউরোপীয় অঞ্চলে গত দুই সপ্তাহে মাঙ্কিপক্সের সংক্রমণ তিনগুণ বেড়েছে।

মে মাসের মাঝামাঝি থেকে বিশ্বব্যাপী রিপোর্ট করা মাঙ্কিপক্স সংক্রমণের প্রায় ৯০ শতাংশ কেসই পাওয়া গেছে এই অঞ্চলে।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধিনিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

            

           



আপনি যদি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‍্যাট) করে পজিটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 

            

        



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:



আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 4 July 2022 3:00pm
Presented by Tareq Nurul Hasan


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand