কোভিড - ১৯ আপডেট: ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য মডার্না ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে, অস্ট্রেলিয়া জুড়ে অন্তত ৬০ জন মৃত্যুর রিপোর্ট

অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ আপডেট: ২৩ ফেব্রুয়ারি, ২০২২

Gloved hands holding a Moderna COVID-19 vaccine vial

The Moderna COVID-19 vaccine will be available from tomorrow 24 February to children aged 6 to 11. Source: Aditya Sutanta/ABACA

  • মডার্না কোভিড - ১৯ ভ্যাকসিন ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য অনুমোদিত হয়েছে। শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের অর্ধেক ডোজ দেওয়া হবে, আগামীকাল বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী থেকে টিকা পাওয়া যাবে।
  • থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বের প্রথম সংস্থা যারা ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য মডার্না কোভিড - ১৯ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে, অ্যাডজাংক্ট প্রফেসর জন স্কেরিটের মতে, অন্যান্য আন্তর্জাতিক নিয়ন্ত্রকসংস্থাগুলিও শীঘ্রই অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে।
  • সোমবার ২৮ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলসের স্কুলগুলিতে বিধিনিষেধ শিথিল করা হবে। বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা মুক্তভাবে যোগাযোগ করতে পারবে এবং অভিভাবক এবং দর্শকদের স্কুলের সাইটে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
  • সোমবার ২৮ ফেব্রুয়ারি থেকে নিউ সাউথ ওয়েলসের হাই স্কুলে এবং সোমবার ৭ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে মাস্কের প্রয়োজন হবে না।
  • রবিবারের ঘোষণায় আরো বলা হয় যে আগামী সপ্তাহ থেকে নিউ সাউথ ওয়েলসের স্কুলে আরএটি পরীক্ষার প্রয়োজন হবে না। রেপিড এন্টিজেন পরীক্ষা ছাত্রছাত্রীদের পরিবারকে প্রয়োজন হলে দেয়া হবে।
  • বেশিরভাগ ইনডোর সেটিংসে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার থেকে এসিটিতে ফেস মাস্কের প্রয়োজন হবে না। বিমানবন্দরে, ফ্লাইটে এবং স্কুলে, পাবলিক ট্রান্সপোর্টসহ উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থান (হাসপাতাল, আবাসিক বয়স্ক সেবা প্রতিষ্ঠান, কারেকশন্স ফ্যাসিলিটিজ বা আবাসিক সুবিধা) কাজ করার সময় বা পরিদর্শন করার সময় স্টাফ এবং লোকজনকে মাস্ক পরতে হবে। ৭ থেকে ১২ বছরের ছাত্রছাত্রীদেরও স্কুলের ইনডোর স্পেসে মাস্ক পরতে হবে।
  • কুইন্সল্যান্ডে আজকে ৩৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। প্রিমিয়ার আনাস্তাসিয়া প্যালুসেই মৃত্যুর উচ্চ সংখ্যার কারণ ব্যাখ্যা করে বলেছেন এখানে বেশ কিছু সাপ্তাহিক মৃত্যুর সংখ্যাও আছে।

কোভিড - ১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান

নিউ সাউথ ওয়েলসে এখন ১,২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছে যার মধ্যে ৬৯ জন নিবিড় পরিচর্যায় রয়েছেন। সেখানে ৬ জন মারা গেছে এবং ৮,৯৩১ টি নতুন কোভিড কেস সনাক্ত হয়েছে।

ভিক্টোরিয়ায় ৩১৯ জন হাসপাতালে রয়েছে, ২২ জন আইসিইউতে এবং ৮ জন ভেন্টিলেটরে রয়েছে। সেখানে ১৭ জন মারা গেছে এবং ৬,৯২৬ জন নতুন সংক্রমণ হয়েছে।

কুইন্সল্যান্ডে ৬,৩০১ টি নতুন কোভিড - ১৯ কেস এবং ৩৭ জনেই মৃত্যু রেকর্ড করা হয়েছে। ৩৭৯ জন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে ভর্তি, ৩৫ জন রোগী নিবিড় পরিচর্যায় রয়েছে।

টাসম্যানিয়ায় ৮৪২ টি নতুন কোভিড - ১৯ কেস রেকর্ড করা হলেও কেউ মারা যায়নি। ১০ জন কোভিড রোগী হাসপাতালে আছে, তাদের মধ্যে দুজন আইসিইউতে।

এসিটিতে ৪০ জন এখন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে, ২ রোগী নিবিড় পরিচর্যায় রয়েছে। ৯৪৬ টি নতুন কেস সনাক্ত হলেও নতুন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ৬৪৫ টি নতুন কেস রিপোর্ট করেছে, যেখানে ৫ জন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বেশ কয়েকটি স্টেট রেপিড এন্টিজেন টেস্ট (RAT) রেজিস্ট্রেশন ফর্ম সেট আপ করেছে, পূরণ করার প্রয়োজন হলে ক্লিক করুন:

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং





 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Published 23 February 2022 5:20pm
Presented by Shahan Alam


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand