কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে সেনাবাহিনী নিয়োজিত, কুইন্সল্যান্ডে লকডাউন বর্ধিত

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Australian Defence Force personnel and NSW police are seen being deployed from Fairfield Police Station in Sydney, Monday, August 2, 2021.

Australian Defence Force personnel and NSW police are seen being deployed from Fairfield Police Station in Sydney, Monday, August 2, 2021. Source: AAP Image/Mick Tsikas

  • নিউ সাউথ ওয়েলসে এখনও কমিউনিটিতে বড় সংখ্যায় সংক্রমিত লোকজন রয়েছে।
  • কুইন্সল্যান্ডে নতুন কেসগুলোর বেশির ভাগই শিশু।
  • ভিক্টোরিয়ায় দুটি নতুন কেস সনাক্ত।
  • সাউথ অস্ট্রেলিয়ায় কিছু কিছু কোভিড-১৯ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ২০৭টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৫০ জন সংক্রমিত থাকা অবস্থায় কমিউনিটিতে ছিলেন। লিভারপুল হাসপাতালে ৯০ এর কোঠার একজন পুরুষ মারা গেছেন। তিনি অ্যাস্ট্রা জেনিকার একটি ডোজ গ্রহণ করেছিলেন।

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের প্রায় ৩০০ জন সৈনিক কাজ করছেন নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে।   খাবারের পার্সেল সরবরাহ, ওয়েলফেয়ার ডোর-নক এবং কমপ্লায়েন্স চেকের ক্ষেত্রে তারা পুলিশকে সহায়তা করছেন। এসব সৈনিকেরা অস্ত্র বহন করছেন না।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান ভ্যাকসিন গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভ্যাকসিনেশন ক্লিনিকগুলোর তালিকা দেখুন

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত ১৩টি নতুন কেস সনাক্ত করা হয়েছে। এদের বেশিরভাগই শিশু, যাদের বয়স ১০ বছরের কম। বিদ্যমান ক্লাস্টারের সঙ্গে এ কেসগুলোর সম্পর্ক রয়েছে। রাজ্যটিতে মোট সক্রিয় কেস সংখ্যা এখন ৩১।

কুইন্সল্যান্ডের ব্যবসাগুলোকে সহায়তা প্রদানের জন্য ঘোষণা করেন ট্রেজারার ক্যামেরুন ডিক।

ব্রিসবেন, গোল্ড কোস্ট, ইপসউইচ, লকিয়ার ভ্যালি, লোগান, মোরেটন বে, নুসা, রেডল্যান্ড, সিনিক রিম, সমারসেট এবং সানশাইন কোস্টে ৮ আগস্ট, রবিবার পর্যন্ত লকডাউন বর্ধিত করা হয়েছে।

এক্সপোজার সাইটগুলোর তালিকা দেখুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

  • ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন দুটি কেস সনাক্ত করা হয়েছে। এগুলো বিদ্যমান প্রাদূর্ভাবের সঙ্গে সম্পর্কিত। আর, সংক্রমিত অবস্থায় এরা কোয়ারেন্টিনে আছেন।
সাউথ অস্ট্রেলিয়ায় বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। আর, সীমিত সংখ্যক দর্শক নিয়ে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা যাবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

Share
Published 2 August 2021 2:13pm
Updated 2 August 2021 5:37pm
Presented by SBS/ALC Content, Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand