কোভিড -১৯ আপডেট: টিকা কার্যক্রম জোরালো করতে ভিক্টোরিয়া ২১ মিলিয়ন ডলারের বরাদ্দ ঘোষণা করেছে, এনএসডব্লিউ ৮০ শতাংশ টিকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৯ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

Picha za wafanyakazi wa mstari wa mbele zamulikwa kwenye paa za Sydney Opera House na umma wa NSW ulio chanjwa kuadhimisha kufikisha lengo la 80% ya chanjo.

Picha za wafanyakazi wa mstari wa mbele zamulikwa kwenye paa za Sydney Opera House na umma wa NSW ulio chanjwa kuadhimisha kufikisha lengo la 80% ya chanjo. Source: AAP/DEAN LEWINS

  • টিকা কার্যক্রম জোরালো করতে ভিক্টোরিয়ায় ২১ মিলিয়ন ডলারের বরাদ্দ
  • আঞ্চলিক এনএসডব্লিউতে সনাক্ত সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ
  • এসিটি বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে অর্জিত ১,৭৪৯টি নতুন কোভিড -১৯ সংক্রমণ এবং ১১ জনের মৃত্যুর রেকর্ড করেছে।

রাজ্যের ১৬-উর্দ্ধ জনসংখ্যার ৮৯.৪ শতাংশ তাদের অন্তত এক ডোজ টিকা গ্রহণ করেছে এবং ৬৭.২ শতাংশ নিয়েছে উভয় ডোজ।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ ভ্যাকসিনেশন বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন, যার মধ্যে আরও পপ -আপ (এপয়েন্টমেন্ট ছাড়া) ভ্যাকসিনেশন ক্লিনিক, অ্যাপয়েন্টমেন্ট বুকিং, পরিবহন এবং কমিউনিটির যেখানে বিকল্প ব্যবস্থার প্রয়োজন সেখানে।

ভিক্টোরিয়ান সরকার নিশ্চিত করেছে যে এটি বিধি সহজ করতে সাহায্য করবে, যখন রাজ্য ৭০ শতাংশ ডাবল-ডোজ টিকা লক্ষ্যমাত্রায় পৌঁছাবে।

আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন 

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে ২৭৩টি নতুন কেস এবং চারজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

১২ থেকে ১৫ বছর বয়সী প্রায় ৭৫ শতাংশ শিশু তাদের প্রথম কোভিড -১৯ টিকা গ্রহণ করেছে, এবং ৩৫.৫ শতাংশ শিশুর সম্পূর্ণভাবে টিকা দেওয়া হয়েছে।

রাজ্য ১৬-এর বেশি জনসংখ্যার ৮০ শতাংশ পূর্ণ টিকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

চিফ মেডিক্যাল অফিসার ড: কেরি চ্যান্ট বলেন, আঞ্চলিক এলাকায় ক্রমবর্ধমান সনাক্ত সংখ্যা উদ্বেগের বিষয় এবং তিনি জনগোষ্ঠীকে টিকা দেওয়ার আহ্বান জানান।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

এসিটি

এসিটি ২৪টি নতুন কেস রেকর্ড করেছে, যার মধ্যে ২১টি বর্তমান প্রাদুর্ভাবের সাথে যুক্ত।

১২ বছর বা তার বেশি বয়সের জনসংখ্যার ৮০ শতাংশ সম্পূর্ণ টিকা দেওয়ায় টেরিটোরি কোভিড -১৯ বিধিনিষেধের শিথিলতা ঘোষণা করেছে।

সমস্ত খুচরা, অপরিহার্য এবং সাধারণ সকল দোকান-পাট ২১ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে খোলার অনুমতি দেওয়া হবে।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে আজই করুন।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

কুইন্সল্যান্ড রাজ্য ধাপে ধাপে আভ্যন্তরীন এবং আন্তর্জাতিক ভ্রমণের করেছে, এটি চালু হবে যখন সেখানে ৭০%, ৮০% এবং তারপরে যোগ্য জনসংখ্যার ৯০% সম্পূর্ণরূপে টিকা দেওয়া হবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 




আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

আরও দেখুন:


Share
Published 19 October 2021 1:51pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand