কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলস প্রথম ডোজ টিকার ৭০ শতাংশ লক্ষমাত্রায় পৌঁছেছে এবং বাইরে শরীর চর্চ্চার নিয়ম শিথিল করেছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ২ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট এটি।

The 12 local areas of concern in Sydney have been given back unlimited exercise.

The 12 local areas of concern in Sydney have been given back unlimited exercise. Source: AAP Image/Joel Carrett

  • নিউ সাউথ ওয়েলসের দক্ষিনে পয়ঃনিষ্কাশন লাইনে নতুন করে কোভিডের উপাদান সনাক্ত
  • ভিক্টোরিয়া বছরের দৈনিক রোগী সনাক্ত সংখ্যার সর্বোচ্চ রেকর্ড করেছে
  • ACT- তে, মোট জনসংখ্যার ৬৮ শতাংশ টিকা দেওয়া হয়েছে
  • কুইন্সল্যান্ডে আরেকজন ট্রাক চালক নতুন সনাক্ত


নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ)

এনএসডব্লিউ স্থানীয় ১২৮৮ জন নতুন রোগী এবং সাতজনের মৃত্যু রেকর্ড করেছে। রাজ্যে দিনের শেষে একটি ডোজের ৭০ শতাংশ টিকা দেওয়ার লক্ষ্য অর্জনের পথে রয়েছে।

শুক্রবার ৩ সেপ্টেম্বর থেকে, সনাক্ত সংখ্যা নিয়ে উদ্বেগে আছে এমন ১২টি স্থানীয় সরকারর এলাকার বাসিন্দাদের জন্য এক ঘন্টার ব্যায়ামের সীমা বাতিল করা হবে। অন্যান্য বিধিনিষেধ বহাল থাকবে।

কোভিড -১৯ এর উপাদান বেগা, কুমা এবং বোমাডেরির ইল্লাওয়ারা শোয়ালহ্যাভেনের বর্জ্য পানিতে সনাক্ত করা হয়েছে, যা উদ্বেগজনক কারণ এই অঞ্চলে কোনও সনাক্ত রোগী নেই।

 আজই এবং আপনার 

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয় ১৭৬ জন নতুন সনাক্ত রোগী রেকর্ড করেছে, যার মধ্যে ১২৮ জন উত্তর ও পশ্চিম মেলবোর্ন এলাকা থেকে।

রাত ১১.৫৯ থেকে খেলার মাঠ খোলা হবে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র একজন অভিভাবকসহ। খেলার মাঠে ঢুকতে গেলে কিউআর কোড থাকবে এবং প্রাপ্তবয়স্কদের খাওয়া বা পান করার জন্য তাদের মুখোশ সরানো উচিত হবে না।

ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি)

এসিটি স্থানীয় ১২ জন নতুন রোগী রেকর্ড করেছে, কমপক্ষে আটজন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিল।

শুক্রবার ৩ সেপ্টেম্বর থেকে ট্রান্সপোর্ট ক্যানবেরা যে কোন ACT সরকারি কোভিড -১৯ ভ্যাকসিনেশন ক্লিনিকে যেতে বাস এবং হালকা রেলপথে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।

আপনার ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

কুইন্সল্যান্ড দুই দিনে স্থানীয় একটি দ্বিতীয় কেস রেকর্ড করেছে, সনাক্তরা দুইজন ট্রাক চালক, তবে একে অপরের সাথে সংশ্লিষ্ট নয়।
alc covid mental health
Source: ALC

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

আরও দেখুন: 

Share
Published 2 September 2021 3:55pm
Updated 2 September 2021 4:03pm
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand