āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āφāĻĒāĻĄā§‡āϟ: āύāĻŋāώ⧇āϧāĻžāĻœā§āĻžāĻžāϗ⧁āϞ⧋ āĻļāĻŋāĻĨāĻŋāϞ āĻ•āϰāĻž āĻšāϞ⧇āĻ“ āĻŦāĻžāϏāĻŋāĻ¨ā§āĻĻāĻžāĻĻ⧇āϰāϕ⧇ āφāĻ¤ā§āĻŽāϤ⧁āĻˇā§āϟ āĻšāϤ⧇ āύāĻŋāώ⧇āϧ āĻ•āϰāϞ⧋ āĻāύāĻāϏāĻĄāĻŦā§āϞāĻŋāω āĻ•āĻ°ā§āϤ⧃āĻĒāĻ•ā§āώ

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻžā§Ÿ āĻ•āϰ⧋āύāĻžāĻ­āĻžāχāϰāĻžāϏ āĻĒāϰāĻŋāĻ¸ā§āĻĨāĻŋāϤāĻŋāϰ ā§§ā§Š āϏ⧇āĻĒā§āĻŸā§‡āĻŽā§āĻŦāϰ, ⧍ā§Ļ⧍⧧ āĻāϰ āφāĻĒāĻĄā§‡āϟ āĻāϟāĻŋāĨ¤

Police patrol Bondi beach, in Sydney, Saturday, September 11, 2021.

Police patrol Bondi beach, in Sydney, Saturday, September 11, 2021. Source: AAP Image/Dan Himbrechts

  • নিউ সাউথ ওয়েলসে ১২ বছরের বেশি বয়সী শিশুরা জিপির কাছে টিকা নিতে পারবে
  • কোভিড-১৯ এর কারণে ভিক্টোরিয়ায় ট্রেন সার্ভিসে বড় ধরনের প্রতিবন্ধকতা
  • এসিটি-তে ১২ বছরের বেশি বয়সী শিশুদের ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা
  • কুইন্সল্যান্ডে কমিউনিটিতে দু’টি নতুন কেস সনাক্ত

āύāĻŋāω āϏāĻžāωāĻĨ āĻ“ā§Ÿā§‡āϞāϏ

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ১,২৫৭ টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। সাত জন মারা গেছেন।

বেশিরভাগ কেস সনাক্ত করা হয়েছে গ্রিনএকর, অবার্ন, ইয়াগুনা, লিভারপুল, পাঞ্চবৌল, গিল্ডফোর্ড, রেডফার্ন, ব্যাংকসটাউন, কন্ডেল পার্ক এবং বাসবি সাবার্বে। ইনার সিটির গ্লেব এবং রেডফার্নে দৈনিক সর্বোচ্চ সংখ্যক কেস সনাক্ত করা হয়েছে।

আজ থেকে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরেরা জিপিদের কাছে গিয়ে ফাইজার ভ্যাকসিন নিতে পারবে। আর, ফার্মাসিস্টদের কাছে আগামী সপ্তাহ থেকে মডার্না ভ্যাকসিন পাওয়া যাবে।

পুরোপুরিভাবে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা এখন একসঙ্গে পাঁচ জন করে ঘরের বাইরে একত্রিত হতে পারবেন।

আজই।

āĻ­āĻŋāĻ•ā§āĻŸā§‹āϰāĻŋ⧟āĻž

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৪৭৩ টি কেস সনাক্ত করা হয়েছে। সাম্প্রতিক প্রাদূর্ভাবে রাজ্যটিতে এটাই দৈনিক সর্বোচ্চ সংখ্যা।

রাতারাতি, মেলবোর্নের চারটি চাইল্ডকেয়ার সেন্টার টায়ার-১ এক্সপোজার সাইট হিসেবে তালিকাভুক্ত হয়েছে। আর, পাঁচ জন ভি/লাইন ড্রাইভার ও কর্মীর কোভিড ধরা পড়ায় শত শত কর্মী আইসোলেশন বা নির্জনবাসে যেতে বাধ্য হয়েছেন। এর ফলে ট্রেন সার্ভিস ব্যাহত হচ্ছে।

ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻžāύ āĻ•ā§āϝāĻžāĻĒāĻŋāϟāĻžāϞ āĻŸā§‡āϰāĻŋāĻŸā§‹āϰāĻŋ

এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ১৩ টি কেস সনাক্ত করা হয়েছে।

২০ সেপ্টেম্বর থেকে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরেরা এসিটি-র সরকারি ক্লিনিকগুলোতে ফাইজার ভ্যাকসিনের জন্য বুক করতে পারবে।

ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য দেখুন

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻž āĻœā§ā§œā§‡ āĻŦāĻŋāĻ—āϤ ⧍ā§Ē āϘāĻŖā§āϟāĻžā§Ÿ

  • কুইন্সল্যান্ডের নতুন দুটি কেসের যোগসূত্র রয়েছে ব্রিসবেনের একটি স্কুলের সঙ্গে। সেখানে গত সপ্তাহে একটি মেয়ের করোনা সনাক্ত করা হয়েছিল।
  • ১২ বছর ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য মডার্না ভ্যাকসিনের সুপারিশ করেছে অস্ট্রেলিয়ান টেকনিকাল অ্যাডভাইজোরি গ্রুপ অন ইমিউনাইজেশন।

āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻŽāĻŋāĻĨ (āĻ…āϤāĻŋāĻ•āĻĨāĻž)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻĢā§āϝāĻžāĻ•ā§āϟ (āĻŦāĻžāĻ¸ā§āϤāĻŦāϤāĻž)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

āĻ•ā§‹ā§ŸāĻžāϰ⧇āĻ¨ā§āϟāĻŋāύ, āĻ­ā§āϰāĻŽāĻŖ, āĻŸā§‡āĻ¸ā§āϟāĻŋāĻ‚ āĻ•ā§āϞāĻŋāύāĻŋāĻ• āĻāĻŦāĻ‚ āĻĒā§āϝāĻžāύāĻĄā§‡āĻŽāĻŋāĻ• āĻĄāĻŋāϜāĻžāĻ¸ā§āϟāĻžāϰ āĻĒ⧇āĻŽā§‡āĻ¨ā§āϟ

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

Share
Published 13 September 2021 1:14pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand