āϕ⧋āĻ­āĻŋāĻĄ -⧧⧝ āφāĻĒāĻĄā§‡āϟ: āĻ­āĻŋāĻ•ā§āĻŸā§‹āϰāĻŋāϝāĻŧāĻžāϰ āĻ¸ā§āĻŦāĻžāĻ¸ā§āĻĨā§āϝāϏ⧇āĻŦāĻž āĻŦā§āϝāĻŦāĻ¸ā§āĻĨāĻžāϰ āĻ“āĻĒāϰ āϚāĻžāĻĒ āĻŦāĻžāĻĄāĻŧāϛ⧇, āϟāĻžāϏāĻŽā§āϝāĻžāύāĻŋāϝāĻŧāĻžāϰ āĻ•āĻŋāϛ⧁ āĻ…āĻ‚āĻļ⧇ āĻŦāĻŋāϧāĻŋāύāĻŋāώ⧇āϧ āφāϰ⧋āĻĒ āĻ•āϰāϛ⧇ āϕ⧁āχāĻ¨ā§āϏāĻ˛ā§āϝāĻžāĻ¨ā§āĻĄ

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻžā§Ÿ āĻ•āϰ⧋āύāĻžāĻ­āĻžāχāϰāĻžāϏ āĻĒāϰāĻŋāĻ¸ā§āĻĨāĻŋāϤāĻŋāϰ ā§§ā§Ŧ āĻ…āĻ•ā§āĻŸā§‹āĻŦāϰ, ⧍ā§Ļ⧍⧧ āĻāϰ āφāĻĒāĻĄā§‡āϟ āĻāϟāĻŋāĨ¤

Rapid Antigen test administer by a TLC Healthcare in Brighton, Melb

Ø¯Ø§Ų†Ø´â€ŒØĸŲ…ŲˆØ˛Ø§Ų† یڊ Ų…ÚŠØĒب Ø¯Øą Ø­Ø§Ų„ Ø¯ØąÛŒØ§ŲØĒ ØĸØ˛Ų…Ø§ÛŒØ´ ØĸŲ†ØĒÛŒâ€ŒÚ˜Ų† Ø¯Øą Ų…Ų„Ø¨ŲˆØąŲ† Source: AAP/James Ross

  • ভিক্টোরিয়া ১,৯৯৩টি স্থানীয় কেস রিপোর্ট করেছে
  • নিউ সাউথ ওয়েলস দুই মাসের মধ্যে দৈনিক সনাক্তের সর্বনিম্ন রেকর্ড
  • এসিটি নিউ সাউথ ওয়েলসের কয়েকটি পোস্টকোড এলাকার তালিকা দিয়েছে যেখানে ভ্রমণ সীমাবদ্ধতা নেই
  • দক্ষিণ টাসম্যানিয়ায় লকডাউন শুরু

āĻ­āĻŋāĻ•ā§āĻŸā§‹āϰāĻŋāϝāĻŧāĻž

ভিক্টোরিয়া ১,৯৯৩টি স্থানীয় কেস এবং সাতজনের মৃত্যুর রেকর্ড করেছে।
ভিক্টোরিয়ার কোভিড -১৯ কমান্ডার জেরোইন ওয়েমার বলেছেন, যারা মারা গেছেন তাদের মধ্যে ১৫ বছর বয়সী একজন ছিলেন এবং তার কোভিড -১৯ এর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য ইস্যু ছিল।

টেস্টে এখন ২১,৬০০টিরও বেশি সক্রিয় কেস আছে। চলতি প্রাদুর্ভাবে ভিক্টোরিয়ার মৃত্যু সংখ্যা এখন ১৩৮।

আইসিইউতে ১৬৩ জন আছেন যাদের মধ্যে ১৬০ জনই ভেন্টিলেটরে।

১৬ বছরের বেশি বয়সীদের মধ্যে ৮৮.৫ শতাংশেরও বেশি ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ৬৪.৩ শতাংশ দ্বিতীয় ডোজ নিয়েছে।
আপনার কোভিড -১৯ ভ্যাকসিনেশন বুক করতে ক্লিক করুন 

āύāĻŋāω āϏāĻžāωāĻĨ āĻ“āϝāĻŧ⧇āϞāϏ

এনএসডব্লিউ স্থানীয়ভাবে অর্জিত ৩১৯টি কেস এবং দুটি মৃত্যুর রেকর্ড করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩, ৩১১টি টেস্ট করা হয়েছিল।
রাজ্য এখন দ্রুত ৮০ শতাংশ দুই ডোজ টিকাদানের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, যা নিষেধাজ্ঞা আরও শিথিল করবে। এনএসডব্লিউ হেলথ প্রকাশ করেছে যে, ১৬ বছর বা তার বেশি বয়সের ৭৮.৮ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছে।

আপনার ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন 

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋāϝāĻŧāĻž āϜ⧁āĻĄāĻŧ⧇ āĻ—āϤ ⧍ā§Ē āϘāĻŖā§āϟāĻž

এসিটি ২০ টি স্থানীয়ভাবে অর্জিত কেস রিপোর্ট করেছে, যা গত ১৮ দিনের মধ্যে সর্বনিম্ন সংখ্যা।
টাসম্যানিয়া কোন নতুন COVID-19 কেস রেকর্ড করেনি। প্রিমিয়ার পিটার গুটওয়েন লকডাউনে থাকা ব্যক্তিদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন।
কুইন্সল্যান্ড ১৭ ই অক্টোবর রবিবার মধ্যরাত ১টা থেকে টাসম্যানিয়ার কিছু অংশ থেকে ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ আরোপ করেছে।

āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻŽāĻŋāĻĨ (āĻ…āϤāĻŋāĻ•āĻĨāĻž)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻĢā§āϝāĻžāĻ•ā§āϟ (āĻŦāĻžāĻ¸ā§āϤāĻŦāϤāĻž)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

āĻ•ā§‹ā§ŸāĻžāϰ⧇āĻ¨ā§āϟāĻŋāύ, āĻ­ā§āϰāĻŽāĻŖ, āĻŸā§‡āĻ¸ā§āϟāĻŋāĻ‚ āĻ•ā§āϞāĻŋāύāĻŋāĻ• āĻāĻŦāĻ‚ āĻĒā§āϝāĻžāύāĻĄā§‡āĻŽāĻŋāĻ• āĻĄāĻŋāϜāĻžāĻ¸ā§āϟāĻžāϰ āĻĒ⧇āĻŽā§‡āĻ¨ā§āϟ

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

Share
Published 16 October 2021 3:39pm
Updated 16 October 2021 5:35pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand