কোভিড - ১৯ আপডেট: ৬৫ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় কোভিড বুস্টার শট দেয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে

অস্ট্রেলিয়ার কোভিড - ১৯ আপডেট, ১১ মার্চ, ২০২২।

Health Minister Greg Hunt.

Health Minister Greg Hunt. Source: AAP

  • আসন্ন শীতের আগে কোভিড সংক্রমণের যে পূর্বাভাস দেয়া হয়েছে এতে আরেকটি দ্বিতীয় ভ্যাকসিন বুস্টার নেওয়া দরকার কিনা তা অস্ট্রেলিয়ানরা বিবেচনা করতে পারে।
  • স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন,এ মাসের শেষের দিকে ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য একটি চতুর্থ ডোজ সুপারিশ করা হবে।
  • মিঃ হান্ট আরও বলেন যে কনসেশন কার্ডধারীদের জন্য বিনামূল্যে রেপিড অ্যান্টিজেন টেস্টের স্কীম এই বছরের জুলাই পর্যন্ত বাড়ানো হবে।
  • প্রোগ্রামটি একই সাথে কমনওয়েলথ সিনিয়র হেলথ কার্ড, হেলথ কেয়ার কার্ড, লো ইনকাম হেলথ কেয়ার কার্ড, পেনশনার কনসেনশন কার্ড এবং ডিপার্টমেন্ট অফ ভেটেরান্স অ্যাফেয়ার্স গোল্ড, হোয়াইট বা অরেঞ্জ কার্ড হোল্ডাররা তিন মাসের জন্য দশটি ফ্রি রেপিড অ্যান্টিজেন টেস্টের (RAT) কিট দেবে।
  • নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড বলেছেন, নতুন ওমিক্রন সাব-ভেরিয়েন্ট বিএ.২ (BA.2)-এর কারণে ছয় সপ্তাহের মধ্যে কেস "দ্বিগুণেরও বেশি" হতে পারে, স্টেটে বৃহস্পতিবার ১৬,২৮৮ টি কেস রেকর্ড করা হয়েছে, যা জানুয়ারির পর থেকে সর্বোচ্চ সংখ্যা।
  • ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের একটি সমীক্ষা থেকে দেখা যায় যে বিএ.২ (BA.2), যা নেক্সটস্ট্রেন ক্লেড ২১ এল (21L) নামেও পরিচিত, সম্প্রতি নিউ সাউথ ওয়েলসে সবচেয়ে প্রভাবশালী স্ট্রেন হয়ে উঠেছে।
  • ভারপ্রাপ্ত চিফ হেলথ অফিসার মারিয়ান গেল বলেছেন ওমিক্রন বিএ.২ (BA.2) সাব-ভেরিয়েন্টের প্রযুক্তিগত শব্দটি হল "সাব-লাইনেজ" এবং "অভিজ্ঞতা আমাদের বিদেশে দেখিয়েছে যে বিএ.২ (BA.2) প্রভাবশালী সাব-লাইনেজ হয়ে উঠতে বিএ.১ (BA1) কে খুব দ্রুত ছাড়িয়ে যেতে পারে।"
  • ডেনমার্কের গবেষণা প্রতিষ্ঠান স্টেটন্স সিরাম ইনস্টিটিউট (এসএসআই) অনুসারে ডেনমার্ক, যুক্তরাজ্য, নরওয়ে এবং সুইডেনসহ বিশ্বজুড়ে বিভিন্ন দেশগুলিতে বিএ.২ (BA.2) কেস সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য এবং ডেনমার্কের সংক্রমণের তথ্য বলছে ওমিক্রনের বিএ.১ (BA1) এবং বিএ.২ (BA.2) এর মধ্যে তীব্রতার কোনো পার্থক্য নেই।

কোভিড - ১৯ অস্ট্রেলিয়ান পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে ৯৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছে এবং ৩৯ জন নিবিড় পরিচর্যায় আছেন। সেখানে ৭ জন মারা গেছে এবং ১৪,০৩৪ টি নতুন কোভিড - ১৯ কেস সনাক্ত হয়েছে।
  • ভিক্টোরিয়াতে, ১৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, ২৭ জন আইসিইউতে এবং ৩ জন ভেন্টিলেটরে রয়েছেন। সেখানে ১০ জন মারা গেছে এবং ৬,৮১১ জনের নতুন সংক্রমণ সনাক্ত হয়েছে।
  • টাসম্যানিয়ায় ১,১২৯টি নতুন কোভিড - ১৯ কেস রেকর্ড করা হয়েছে। হাসপাতালে ১৬ জন কোভিড - ১৯ আক্রান্ত রোগী ভর্তি, যাদের মধ্যে ৪ জন নিবিড় পরিচর্যায়।
  • এসিটিতে ৩১ জন লোক এখন কোভিড - ১৯ নিয়ে হাসপাতালে রয়েছে, তাদের মধ্যে একজনের নিবিড় পরিচর্যায়, ৭৯১টি নতুন সংক্রমণ এবং ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
  • কুইন্সল্যান্ডে ৪,৩২৭টি নতুন কোভিড - ১৯ কেস এবং ৮ জন মারা গেছে। ২৫০ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি, আইসিইউতে আছে ১৬ জন রোগী।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .



প্রতিটি স্টেট ও টেরিটোরিতে কোভিড-১৯ টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

            

           



আপনি যদি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) করে পজেটিভ হন, তাহলে এখানে নিবন্ধন করুন: 

            

        



অস্ট্রেলিয়ায় আপনি কী করতে পারবেন এবং কী করতে পারবেন না সেসব সম্পর্কে জানতে দেখুন:




আর্থিক সহায়তার প্রয়োজন হলে দেখুন: 

আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানতে দেখুন: 



কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:

Share
Published 11 March 2022 2:57pm
Presented by Shahan Alam


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand