কোভিড-১৯ আপডেট: শিক্ষার্থীরা স্কুলে ফিরছে, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় স্টেটগুলো প্রস্তুত

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৩১ জানুয়ারি, ২০২২ এর আপডেট এটি।

Students are seen walking to class at Toorak College in Melbourne.

Students in Victoria return to school on Monday amid Omicron. Source: AAP

  • অস্ট্রেলিয়া জুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী স্কুলে ফিরছে। তাই আগামী কয়েক সপ্তাহে কোভিড-১৯ কেস সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
  • নিউ সাউথ ওয়েলসে শিক্ষার্থীরা এ সপ্তাহেই স্কুলে ফিরছে। এই অঙ্গ-রাজ্যে প্রত্যেক প্রাইমারী স্কুল-শিক্ষার্থীর বাবা-মায়েরা ৫০০ ডলারের ভাউচার পেতে যাচ্ছেন স্কুলের আগে ও পরে শিশুদের কেয়ারের খরচ হিসেবে।
  • ভিক্টোরিয়ার স্কুলগুলোতে ৫০,০০০ এরও বেশি বায়ু পরিশোধক (এয়ার পিউরিফায়ার) সরবরাহ করা হয়েছে। এছাড়া, শ্রেণিকক্ষের বাইরে ক্লাস নেওয়ার জন্য ৩০০টি শেড সেইলও সরবরাহ করা হয়েছে।
  • কুইন্সল্যান্ডে, শিক্ষার্থীরা যখন স্কুলে ফিরে যাবে, তখন হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য মাস্ক পরিধান করা বাধ্যতামূলক হবে এবং বড় আকারের জমায়েতগুলো বাতিল করা হবে। এছাড়া, অসুস্থ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা র‌্যাট টেস্টের ব্যবস্থাও করা হবে।
  • ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় যারা ভ্যাকসিন নেন নি সে রকম লোকদের একটি লক আউট শুরু হচ্ছে আজ। সেখানে হসপিটালিটি ভেন্যু, সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং বয়স্ক সেবাকেন্দ্র ও ইনডোর এন্টারটেইনমেন্ট ভেন্যুগুলোতে প্রবেশের ক্ষেত্রে ডাবল ডোজ ভ্যাকসিনেশনের প্রমাণ দেখাতে হবে।
  • নিউ সাউথ ওয়েলস সরকার ছোট ও মাঝারি আকারের ব্যবসাগুলোর জন্য এক বিলিয়ন ডলারের একটি অর্থনৈতিক সহায়তা-প্রকল্প শুরু করতে যাচ্ছে এই সপ্তাহান্তে। যোগ্য ও উপযুক্ত ব্যবসাগুলো তাদের সাপ্তাহিক পে-রোলের ২০ শতাংশ অর্থ এককালীন পাবে, যা সপ্তাহে ৫০০০ ডলার পর্যন্ত হতে পারে।
  • সাউথ আফ্রিকা থেকে গত মাসে অমিক্রন ভেরিয়েন্টের একটি নতুন ধরন এসেছে। স্বাস্থ্য কর্মকর্তাগণ সতর্ক করছেন যে, এটি অচিরেই ছড়িয়ে পড়তে পারে। তবে, এটি আরও বেশি সংক্রামক হবে কিনা সেটা ঠিক এ মুহূর্তে বলা যাচ্ছে না।

কোভিড-১৯ পরিসংখ্যান

  • নিউ সাউথ ওয়েলসে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২,৭৭৯ জন। ইনটেনসিভ কেয়ারে আছেন ১৮৫ জন। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৭ জন এবং নতুন সনাক্ত হয়েছে ১৩,০২৬ জন।
  • ভিক্টোরিয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮৭৩ জন। আই-সি-ইউ-তে আছেন ১০২ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন এবং নতুন কেস সনাক্ত হয়েছে ১০,০৫৩ টি।
  • টাসম্যানিয়ায় সনাক্ত করা হয়েছে ৫০৪টি নতুন কেস। সর্বশেষ রিপোর্ট অনুসারে, কোভিডে আক্রান্ত হয়ে বিগত একদিনে সেখানে কেউ মারা যায় নি।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং





 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 31 January 2022 3:05pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand