কোভিড-১৯ আপডেট: রাজ্যগুলো ভ্যাকসিনেশন লক্ষ্যমাত্রা পূরণে প্রচেষ্টা চালাচ্ছে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৩ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Victorian Premier Daniel Andrews addresses the media during a press conference in Melbourne, Friday, August 13, 2021

Victorian Premier Daniel Andrews addresses the media during a press conference in Melbourne, Friday, August 13, 2021. Source: AAP Image/James Ross

  • নিউ সাউথ ওয়েলসে সবচেয়ে বেশি দুর্ভোগে আছে অল্প বয়স্করা
  • ভিক্টোরিয়া পাঁচ সপ্তাহের মধ্যে এক মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে
  • ACT স্থানীয়ভাবে সনাক্ত দুটি কেস রেকর্ড করেছে
  • ACT থেকে কুইন্সল্যান্ডে কেউ আসলে অবশ্যই কোয়ারেন্টিন করতে হবে

নিউ সাউথ ওয়েলস

রাজ্যে স্থানীয়ভাবে সনাক্ত ৩৯০টি নতুন কেইস এবং দুজনের মৃত্যু রেকর্ড করেছে। সংক্রামক অবস্থায় কমপক্ষে ৬০জন কমিউনিটিতে ছিল।

ডাব্বো এবং ওয়ালগেটের ২৫টি নতুন কেইসের অনেকেই শিশুসহ আদিবাসীদের মধ্যে থেকে সনাক্ত হয়েছে।

নিউ সাউথ ওয়েলস হেলথের ডা: মেরিয়ান গেল বলেছেন যে গত দুই সপ্তাহে ২০ থেকে ২৯ বছর বয়সীরা কোভিড -১৯-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং তিনি সবাইকে টিকা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

এখানে  দেখুন।

ভিক্টোরিয়া

রাজ্যে স্থানীয়ভাবে সনাক্ত ১৫টি নতুন কেইস সনাক্ত হয়েছে, যার মধ্যে চারটির উৎস জানা যায় নি।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন যে অ্যাস্ট্রাজেনিকা কোভিড -১৯ ভ্যাকসিন ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেকের জন্য প্রতিটি রাজ্য পরিচালিত টিকা কেন্দ্রে পাওয়া যাবে এবং বলেছেন যে সরকার আগামী পাঁচ সপ্তাহের মধ্যে অন্তত এক মিলিয়ন মানুষকে একটি করে ভ্যাকসিন ডোজ নিতে চায়।

এখানে খুঁজুন।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টায়

কুইন্সল্যান্ড স্থানীয়ভাবে সাতটি নতুন রোগী রেকর্ড করেছে। শনিবার ১৪ আগস্ট থেকে, কেউ ACT থেকে কুইন্সল্যান্ডে আসলে তাকে অবশ্যই হোটেল কোয়ারেন্টিনে যেতে হবে।

ACT কর্তৃপক্ষ তিন হাজারেরও বেশি ভাইরাস রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করেছে এবং মোট ছয়জনের কেইস নিশ্চিত করেছে।

সীমান্ত বন্ধ হয়ে যাওয়া এবং অন্যান্য রাজ্যের লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত টাসম্যানিয়ান ব্যবসাগুলি ১৭ আগস্ট থেকে দুর্যোগজনিত অনুদানের বা হার্ডশীপ গ্র্যান্টের জন্য আবেদন করতে পারে।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।

৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:




প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:



 
 
 
 

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
 
 
 
 



Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 13 August 2021 3:40pm
Updated 13 August 2021 5:12pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand