এবার ক্রিকেট বিশ্বকাপ শিরোপা পেতে যাচ্ছে নতুন কোন দল

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেলো অস্ট্রেলিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড। ফাইনালে যেই জিতুক এবার ক্রিকেট পাবে নতুন চ্যাম্পিয়ন। আর এর মাধ্যমে এক অনন্য বিশ্বকাপের অভিজ্ঞতা পেতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।

ICC Cricket World Cup 2019

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেলো অস্ট্রেলিয়া Source: Getty Images

গতকাল বৃহস্পতিবার এই জয়ের ফলে ফাইনালের ওঠার ২৭ বছরের  অপেক্ষার অবসান হলো ইংলিশদের। সর্বশেষ ১৯৯২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড।
ICC Cricket World Cup 2019
গত ছয় সেমিফাইনালে কেউই অজিদের হারাতে পারেনি Source: Getty Images
এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে এই প্রথম হারলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।  গত ছয় সেমিফাইনালে কেউই অজিদের হারাতে পারেনি। গত বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড কে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গত পাঁচ আসরের চারটি ফাইনালেই জয়লাভ করে। 

গতবারের রানার্স আপ নিউজিল্যান্ড এবার দ্বিতীয়বারের মত ফাইনালে উঠলো। প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কিউইরা।
Cricket - New Zealand see off India in low-scoring World Cup warm-up
প্রথম সেমি ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কিউইরা Source: Reuters
ক্রিকেট দর্শকরা গত ২৩ বছরে নতুন কোন চ্যাম্পিয়ন পায়নি। সর্বশেষ ১৯৯৬ সালে সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ জিতেছিল শ্রীলংকা। এরপর আর নতুন কোন চ্যাম্পিয়ন পায়নি ক্রিকেট বিশ্ব। এরপর প্রতিবারই যে দলগুলো ফাইনাল খেলেছিল তারা আগে অন্তত একবার হলেও বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এবার হতে যাচ্ছে এক ব্যতিক্রমী ক্রিকেট ফাইনাল ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতাকারী কোন দলই আগে চ্যাম্পিয়ন হতে পারেনি। এর ফলে নতুন চ্যাম্পিয়নশীপ কার ঘরে উঠবে এই কৌতূহলকে ঘিরে এখন দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাছাড়া শিরোপা লড়াইয়ের এই নতুন সমীকরণে বিশ্বকাপ ক্রিকেটের একঘেয়েমি  কিছুটা হলেও কেটেছে বলে ক্রিকেটপ্রেমীদের ধারণা।

 

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ই জুলাই ইংল্যান্ডের লর্ডসে। 


Share
Published 12 July 2019 5:02pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand