Feature

পাঁচ মিনিটে করুন দাবানল মোকাবেলার পরিকল্পনা

অস্ট্রেলিয়ার ভয়ানক এবং নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ বুশফায়ার অর্থাৎ দাবানল। আসছে গরমে দাবানল মোকাবেলায় কতটুকু প্রস্তুত আপনি?

Bush Fire

Fire crews back burn areas of bush land at Salt Ash, in the NSW Hunter region, on August 19, 2018. Source: AAP Image/Darren Pateman

ক্যালেন্ডারে গ্রীষ্মের এখনও একমাস বাকি। তাতে কি? এরমধ্যে গেল সপ্তাহে দাবানলে পুড়েছে ক্যানবেরা। প্রায় প্রতিবছরই হেক্টরকে হেক্টর বনভূমি, বসতবাড়ি পুড়ছে দাবানলে। রক্ষা পায়না মানুষ এবং পশু- পাখিও।

অস্ট্রেলিয় সরকার বলছে দাবানল মোকাবেলায় প্রয়োজন পারিবারিক বা ব্যক্তিগত 'বুশফায়ার পরিকল্পনা'। এ পরিকল্পনা তৈরিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে 'নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস'।

সম্প্রতি "" বিষয়ক অনলাইন টুল ছেড়েছে প্রতিষ্ঠানটি।     

এই অনলাইন টুলের মাধ্যমে চারটি ক্যাটাগরিতে আপনার পরিকল্পনা করতে পারবেন। যা কিনা বলে দিবে, আপনি কি দ্রুত এলাকা ছেড়ে যাবেন নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করবেন? আর এই পুরো পরিকল্পনা করতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট।
Bush Fire
Bush fire plan "How fireproof is your plan?" Source: Collected
আপনার দেয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে এই টুল। যেমন:

  • বাসায় শিশু, বয়স্ক অথবা কোন অসুস্থ ব্যক্তি আছি কিনা?
  • দাবানলের খবর পাওয়া মাত্র ঘন্টাখানেক বা ক'দিনের জন্য বসতবাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা আছে কিনা? 
  • কোথায় গিয়ে উঠবেন তা নির্ধারণ আছে কিনা?
  • দাবানল কতটুকু দূরত্বে থাকা অবস্থায় নিরাপদ জায়গায় চলে যাবেন?
  • বিকল্প রাস্তা জানা আছি কিনা?
  • অগ্নিরোধক প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা?
  • বাসার সবাই পরিকল্পনার বিষয়ে অবগত কিনা?
Firefighters
Firefighters fight flames close to homes in Corryton Court, Wattle Grove in Sydney, Saturday, April 14, 2018. Source: AAP Image/Brendan Esposito
এমন বেশ কিছু তথ্য নিয়ে বিস্তারিত কর্ম পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে এই টুল। ফলে, দাবানল শুরু হলে আপনার জানা থাকবে কি করতে হবে এবং কখন করতে হবে। 

রাজ্যের জরুরী সেবা মন্ত্রী ট্রয় গ্রান্ট বলেছেন যে, যদিও দাবানল প্রবণ এলাকার বেশীরভাগ মানুষ বলে তাদের পরিকল্পনা আছে, তবু সংশয় থেকে যায় যে দাবানল মোকাবেলায় তারা কতটুকু প্রস্তুত। 

"আমরা চাই সবাই এই ব্যাপারটাকে গুরুত্ব দিক এবং এখনই প্রস্তুত হউক, কি ঘটে তা দেখার অপেক্ষা না করে," বলেছেন মন্ত্রী ট্রয় গ্রান্ট।

Share
Published 5 November 2018 4:22pm
Updated 6 November 2018 1:19pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: NSW Government, NSW Rural Fire Service


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand