ইরান-ইরাক যুদ্ধ থামানো জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার একশত বছর বয়সে মারা গেছেন

আজ বৃহস্পতিবার জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার একশত বছর বয়সে পেরুতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর। তার পুত্র ফ্রান্সিসকো কুয়েইয়ার স্থানীয় আরপিপি রেডিওকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Javier Perez de Cuellar served as UN secretary general from 1981 to 1991.

Javier Perez de Cuellar served as UN secretary general from 1981 to 1991. Source: Sygma

হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার ১৯২০ সালের ১৯ জানুয়ারি পেরুর রাজধানি লিমাতে জন্মগ্রহণ করেন।

গত ১৯ জানুয়ারি তার শততম জন্মদিনে তাকে নিয়ে গর্ব ও আনন্দ প্রকাশ করেছিলেন জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেস। এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, এই তাৎপর্যপূর্ণ উপলক্ষ উদযাপনে জাতিসংঘের প্রধান হিসেবে তার বিভিন্ন অবদান ও সফলতার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।

হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘের  মহাসচিব ছিলেন।  তার কাজ এবং স্বভাবের জন্য তাকে 'শান্তিবাদী' বলে অভিহিত করা হতো।

শান্তির অন্বেষায় জাতিসংঘের মহাসচিব হিসেবে তিনি অনেক অবদান রেখেছেন, যার মধ্যে যেসব বিষয়ের জন্য তিনি ইতিহাসে স্থান পাবেন তার মধ্যে আছে ইরান-ইরাক যুদ্ধ বন্ধ করা এবং নামিবিয়ার স্বাধীনতা অর্জনে সহায়তা করা।

উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার তার বর্ণাঢ্য পেশাদার কূটনীতিক জীবনে পেরুর হয়ে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে কূটনৈতিক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি জাতিসংঘের মহাসচিব থাকা অবস্থায়  ইরান-ইরাক যুদ্ধ ছাড়াও এলসালভেদরের গৃহযুদ্ধ থামাতে বিশেষ ভূমিকা পালন করেন।

পেরুতে তিনি অনেক জনপ্রিয় হওয়া সত্ত্বেও ১৯৯৫ সালে পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির কাছে হেরে যান। তবে তিনি সবসময়েই ফুজিমোরি সরকারের নজরদারি এবং ফোন ট্যাপিংয়ের শিকার হয়েছিলেন। 

২০০০ সালের নভেম্বরে ফুজিমোরি সরকারের পতন হলে তিনি পেরুর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন। এরপর ২০০১ সালে তিনি ফ্রান্সের রাষ্ট্রদূত নিযুক্ত হন। 

আগামীকাল শুক্রবার সাবেক এই জাতিসংঘ মহাসচিবের শেষকৃত্যের আগে তার মরদেহ পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হবে বলে জানিয়েছেন তার ছেলে ফ্রান্সিসকো।

আরো পড়ুন:

Share
Published 5 March 2020 6:12pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand