নিউ সাউথ ওয়েলসে সরকারি খাতের কর্মীদের বেতন বৃদ্ধি ১২ মাসের জন্য স্থগিত করেছেন প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান

সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা থেকে ১২ মাসের জন্য বিরতি নিচ্ছে নিউ সাউথ ওয়েলস সরকার। কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর জন্য এ সিদ্ধান্ত। আর, কাউকে রিডানড্যান্ট বা অনাবশ্যক বলে গণ্য করবে না বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে।

NSW Premier Gladys Berejiklian speaks to the media during a press conference in Sydney, Wednesday, May 27, 2020. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING

NSW Premier Gladys Berejiklian is urging people not to attend the protests. Source: AAP

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর মাঝে নিউ সাউথ ওয়েলস সরকার পাবলিক সেক্টরের পে বৃদ্ধির ক্ষেত্রে ১২ মাসের জন্য বিরতি নিয়েছে। তারা বলছে, এই সময়কালে তারা তাদের কোনো কর্মীকে রিডানড্যান্ট বা অনাবশ্যক বলে গণ্য করবে না।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান গত সপ্তাহে বলেন, তার সরকার এমপিদের বেতন-ভাতা বৃদ্ধি বন্ধ করতে করতে চাচ্ছিল।

বুধবার তিনি এই বেতন-ভাতা বৃদ্ধি বন্ধ করার বিষয়টিতে নিউ সাউথ ওয়েলসের সমস্ত সরকারি কর্মীকে অন্তর্ভুক্ত করেন। প্রায় ৪১০,০০০ কর্মী, যাদের মাঝে শিক্ষক এবং নার্সরাও রয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে সাময়িকভাবে প্রায় ৩ বিলিয়ন ডলার বাঁচানো যাবে।
মিজ বেরেজিক্লিয়ান রিপোর্টারদেরকে বলেন,

“আমাদের হাতে থাকা প্রতিটি অতিরিক্ত ডলার এবং হাতে না থাকা প্রতিটি ডলার আমরা হেলথ, জব এবং জব সিকিউরিটির জন্য ব্যয় করতে চাই। এটাই আমাদের অগ্রাধিকার।”

নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিরোধী দল বলেছে, তারা এই উদ্যোগের বিরুদ্ধে লড়াই করবে। কারণ, সরকারি কর্মীরা “পে কাট নয়, মেডেল পাওয়ার উপযুক্ত।”

নিউ সাউথ ওয়েলসের লেবার দলের নেতা জোডি ম্যাকেই বলেন,

“কোভিড-১৯ এর সঙ্কটের সময়ে যারা তাদের জীবনের ঝুঁকি নিয়েছেন এবং নিউ সাউথ ওয়েলসের সেবা করেছেন, সেই সব হিরোর পে কাট করার মাধ্যমে গ্লাডিস বেরেজিক্লিয়ান আজ তাদের প্রতি ধন্যবাদ জানালেন।”

“শিক্ষক-শিক্ষিকা, নার্স এবং স্বাস্থ্য-কর্মী, বাস ও ট্রেন ড্রাইভার, ক্লিনার, নিরাপত্তা-রক্ষী এবং এ রকম বহু লোকের জন্য এটি হতাশাব্যঞ্জক।”

নিউ সাউথ ওয়েলস নার্সেস অ্যান্ড মিডওয়াইভস অ্যাসোসিয়েশন এই পদক্ষেপকে বর্ণনা করেন হাজার হাজার নার্সের প্রতি অপমান হিসেবে, যারা এই বৈশ্বিক মহামারীর সময়ে কঠোর পরিশ্রম করে চলেছেন।

এই সংগঠনটির জেনারেল সেক্রেটারি ব্রেট হোমস বলেন, নার্স এবং মিডওয়াইফদের কাজের জন্য “গভীরভাবে কৃতজ্ঞ” বলার সময়ে সরকার কপটতার পরিচয় দিয়েছে এবং ২.৫ শতাংশ বেতন-ভাতা বৃদ্ধি প্রত্যাখ্যান করেছে।
The NSW Government wants to freeze the pay of public servants, including nurses.
The NSW Government wants to freeze the pay of public servants, including nurses. Source: AAP
মিস্টার হোমস বলেন,

“মাসের পর মাস, নার্স এবং মিডওয়াইফরা তাদের কাজ করে গেছেন এবং এই বৈশ্বিক মহামারীর তীব্রতার সময়ে সহায়তা চালিয়ে গেছেন এবং আমাদের কমিউনিটিকে নিরাপদ রেখেছেন। ইতোপূর্বে এ রকম বৈশ্বিক মহামারীর মুখোমুখি হয় নি আমাদের স্বাস্থ্য-ব্যবস্থা।”

“আমাদের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা রোগীদের বিছানার পাশে দাঁড়িয়ে থেকেছেন, যত্ন করেছেন, নিজেদের পরিহিত পার্সনাল প্রটেক্টিং ইকুইপমেন্টের অভ্যন্তরে ঘেমেছেন। কখনও কখনও নিম্নমানের ইকুইপমেন্ট পরিধান করেও কাজ করেছেন শুধুমাত্র জীবন রক্ষার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির জন্য। তারপরও, সরকারের পক্ষ থেকে জবাবে তাদের বেতন বৃদ্ধি স্থগিত করা হলো।”

নিউ সাউথ ওয়েলস টিচার্স ফেডারেশন-এর প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো গ্যাভ্রেলাটোস বলেন, বেতন বৃদ্ধি স্থগিত করার বিষয়টি “মুখে থাপ্পড় মারা”র সামিল।

“এই সিদ্ধান্তটি আজ কিংবা ১২ মাসের মধ্যে যখনই অভিঘাত দেখাক না কেন, এটা তারপরও একটি পে কাট এবং আমাদের সদস্যরা এটি প্রতিহত করবে।”

অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্স এর এপ্রিলের লেবার ফোর্স ডেটাতে দেখা যায়, কোভিড-১৯ এর বিস্তারের কারণে নিউ সাউথ ওয়েলসে ২২০,০০০ এরও বেশি লোক তাদের কাজ হারিয়েছে।

১৪ মার্চ থেকে ২ মে পর্যন্ত সময়ে নিউ সাউথ ওয়েলসের কর্মীদের মোট বেতনও ৪.৯ শতাংশ হ্রাস পেয়েছে।

মিজ বেরেজিক্লিয়ান নিশ্চয়তা দেন যে, নিউ সাউথ ওয়েলসের পাবলিক সেক্টরের কোনো কর্মীকে আগামী ১২ মাসের মধ্যে জোর-পূর্বক রিডানড্যান্সি প্রদান করা হবে না।

অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। 

অস্ট্রেলিয়া জুড়ে করোনাভাইরাস পরীক্ষা এখন ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

alc covid shopping bangla
Source: SBS


আপনার মোবাইল ফোনের অ্যাপ স্টোর থেকে ফেডারাল সরকারের করোনাভাইরাস ট্রেসিং অ্যাপ COVIDSafe ডাউনলোড করা যাবে।

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

অস্ট্রেলিয়ার বৈচিত্রময় সম্প্রদায়গুলোকে কোভিড-১৯ এর সর্বশেষ অবস্থা জানাতে এসবিএস দৃঢ়প্রতীজ্ঞ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: .
alc covid mental health bangla
Source: SBS
বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:




Follow SBS Bangla on .


Share
Published 28 May 2020 3:55pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand