স্মিথ ও কোহলির লড়াই, কে যাবে কার আগে?

ভারতের হয়ে দারুণ ব্যাট করা বিরাট কোহলি রেটিং পয়েন্টে শীর্ষে থাকা স্টিভেন স্মিথের কাছাকাছি চলে এসেছেন। কলকাতা টেস্টে দলের একমাত্র ইনিংসে ১৩৬ রানের ইনিংসে কোহলির পয়েন্ট বেড়েছে ১৬। নতুন র‌্যাংকিংয়ে তার পয়েন্ট ৯২৮। অন্যদিকে শীর্ষ স্থান ধরে রাখলেও পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেন টেস্টে রান না পাওয়ায় ৬ পয়েন্ট হারিয়েছেন স্মিথ। তার বর্তমান পয়েন্ট ৯৩১।

স্মিথ-কোহলি, কে যাবে আগে?

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান জয় করা নিয়ে স্মিথ ও কোহলির মধ্যে এখন দারুণ একটা লড়াই চলছে। Source: AAP Image/Kelly Barnes/AP Photo/Bikas Das

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি এই সময়ের দুই সেরা ব্যাটসম্যান। দুজনের মধ্যে কে সেরা এই মুহূর্তে এই নিয়ে বিতর্ক রয়েছে সমর্থকদের মধ্যে। টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান জয় করা নিয়ে স্মিথ ও কোহলির মধ্যে এখন দারুণ একটা লড়াই চলছে। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলি ব্যবধান কমিয়ে এনেছেন স্মিথের সঙ্গে। শীর্ষে থাকা স্মিথের রেটিং পয়েন্ট ৯৩১, দুইয়ে থাকা কোহলির পয়েন্ট ৯২৮। অর্থাৎ, মাত্র ৩ পয়েন্ট ব্যবধান রয়েছে দুজনের মধ্যে।

কোহলি এখন পর্যন্ত ৮৪ টি টেস্ট খেলেছেন। তার রান ৭,২০২। ২৭ টি সেঞ্চুরির সঙ্গে ২২ টি ফিফটি রয়েছে তার ক্যারিয়ারে। অন্যদিকে, স্মিথ খেলেছেন ৬৯ টি টেস্ট। কোহলির চেয়ে ১৫ টেস্ট কম খেলে রান সংখ্যায় খুব বেশি পিছিয়ে নেই স্মিথ। ২৬ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৬,৯৭৭ রান স্মিথের ক্যারিয়ারে।
Steve Smith of Australia is seen signing autographs for fans.
Steve Smith of Australia is seen signing autographs for fans. Source: AAP
স্মিথ বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ায় কোহলির চেয়ে কিছুটা পিছিয়েই পড়ে। তবে স্মিথের প্রত্যাবর্তনটা হয়েছে দুর্দান্ত। বিশেষ করে অ্যাশেজে রানের পাহাড় গড়ে তুলেছিলেন তিনি। এর ফলে বিরাট কোহলিকে টপকে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানটা দখলে করে নেন স্মিথ। আইসিসির নতুন টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছে বিরাট কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে এই উন্নতি তাদের। তালিকায় শীর্ষে থাকা স্টিভ স্মিথের সঙ্গে দূরত্ব আরও ঘুচিয়েছেন কোহলি। চলে এসেছেন মাত্র ৩ রেটিং পয়েন্ট দূরত্বে। আর ক্যারিয়ারে প্রথমবারের মতো তালিকায় সেরা দশে আগারওয়াল।
India's captain Virat Kohli gestures to spectators as he leads his team in a victory lap after winning the second match and test series against Bangladesh in Kolkata, India, Sunday, Nov. 24, 2019. (AP Photo/Bikas Das)
India's captain Virat Kohli applauds spectators after the second test cricket match between India and Bangladesh, in Kolkata, India, Sunday, Nov. 24, 2019. Source: AP
অন্যদিকে, অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের বিরাট কোহলি। ইডেনে দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় ফরম্যাটের ক্যারিয়ারে ২৭ তম সেঞ্চুরি করেন কোহলি। অধিনায়ক হিসেবে এটি তার ২০তম সেঞ্চুরি। ৮৬ তম ইনিংসে ২০ তম সেঞ্চুরির স্বাদ পেলেন কোহলি। তার এ ইনিংসের ফলে পেছনে পড়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং। অধিনায়ক হিসেবে ১৪০ ইনিংসে ১৯ টি সেঞ্চুরি করেন পন্টিং। অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। ১৯৩ ইনিংসে ২৫ টি সেঞ্চুরি করেছেন গ্রায়েম স্মিথ।

Follow SBS Bangla on .

Share
Published 28 November 2019 10:44am
By Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand