Feature

কলকাতার রাস্তায় ট্রামে এক টুকরো অস্ট্রেলিয়া

কলকাতার রাস্তায় ট্রামে এখন দেখা মিলছে ক্যাঙ্গারুর। অবাক হচ্ছেন যে কী করে শহর কলকাতার রাস্তায় ক্যাঙ্গারুর দেখা মিলবে? কিন্তু সত্যি শুধু ক্যাঙ্গারু নয়, অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোও দেখা যাবে কলকাতার ট্রামে।

Actress Raima Sen in the Tram 1.jpg

কলকাতার ট্রামের সঙ্গে যুক্ত হল অস্ট্রেলিয়ান পর্যটন। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির একটি অংশ নিয়ে এই ট্রাম শুরু হল, যা চলবে আগামী ১৫ দিন। অভিনেত্রী রাইমা সেন বলেছেন এই ট্রামে অস্ট্রেলিয়ার সৌন্দর্যময় জায়গাগুলি ও ক্যাঙ্গারু দেখে ঘুরতে যাওয়ার ইচ্ছে আরও বেড়ে গেল। Credit: Partha Mukhopadhyay

আসলে কলকাতায় ট্রামের ইতিহাস শুধু পরিবহন ব্যবস্থার ইতিহাস নয়। এর সঙ্গে জুড়ে রয়েছে সংস্কৃতি, সাহিত্য এবং রাজনৈতিক উত্থানপতনের একাধিক ঘটনা। তাই এবার এই ট্রামের সঙ্গে যুক্ত হল অস্ট্রেলিয়ান পর্যটন। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির একটি অংশ নিয়ে এই ট্রাম শুরু হল, যা চলবে আগামী ১৫ দিন। এই উদ্যোগের লক্ষ্য হল অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় আকর্ষণীয় দিকগুলো প্রদর্শন করা এবং অস্ট্রেলিয়া এবং কলকাতার মধ্যে একটি গভীর সাংস্কৃতিক সংযোগ গড়ে তোলা।

বলা হচ্ছে অস্ট্রেলিয়া তার অতুলনীয় সৌন্দর্য এবং অনন্য অভিজ্ঞতার জন্য বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছে। এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত শহর এবং সাংস্কৃতিক ঐতিহ্য এই ট্রামে তুলে ধরা হয়েছে। অস্ট্রেলিয়ার পর্যটনকে প্রমোট করতে, কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও অস্ট্রেলিয়ার অন্যতম প্রাণী ক্যাঙ্গারুকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ট্রামে, জানিয়েছেন অস্ট্রেলিয়ার কনস্যাল জেনারেল হিউ বয়লান। ১৫০ বছর ধরে কলকাতার বুকে চলছে এই ট্রাম। এই ঐতিহ্যবাহী ট্রামের সঙ্গে অস্ট্রেলিয়ান পর্যটন যুক্ত হয়ে এক আলাদা মাত্রা তৈরি করবে যা ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল মি. হিউ বয়লান।
Inaugural Press Confrence 1.jpg
অস্ট্রেলিয়ার পর্যটনকে প্রমোট করতে, কলকাতার ঐতিহ্যবাহী ট্রামের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও অস্ট্রেলিয়ার অন্যতম প্রাণী ক্যাঙ্গারুকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে ট্রামে, জানিয়েছেন অস্ট্রেলিয়ার কনস্যাল জেনারেল হিউ বয়লান। Credit: Partha Mukhopadhyay
এই বিশেষ ট্রামটি কলকাতার বাসিন্দাদের অস্ট্রেলিয়ার আকর্ষণীয় গন্তব্যগুলির একটি আভাস দেবে যার মধ্যে রয়েছে আদিম সৈকত, রাজকীয় প্রাসাদ এবং তাদের বন্যপ্রাণী। এই ট্রাম সাজানোর লক্ষ্য কলকাতাবাসীকে ভ্রমণের জন্য অস্ট্রেলিয়াকে বেছে নিক এবং অস্ট্রেলিয়ায় ঘুরে আসুক।

এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রাইমা সেন, পশ্চিমবঙ্গের ট্রান্সপোর্ট-এর সচিব ড. সৌমিত্র মোহন-সহ আরো অনেকে। অভিনেত্রী রাইমা সেন বলেছেন এই ট্রামে অস্ট্রেলিয়ার সৌন্দর্যময় জায়গাগুলি ও ক্যাঙ্গারু দেখে ঘুরতে যাওয়ার ইচ্ছে আরও বেড়ে গেল। আগামী ১৫ দিন ধর্মতলা ট্রাম ডিপো থেকে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত চলবে এই ট্রামটি।
Actress Raima Sen in the Tram 3.jpg
অস্ট্রেলিয়া তার অতুলনীয় সৌন্দর্য এবং অনন্য অভিজ্ঞতার জন্য বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছে। এর অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত শহর এবং সাংস্কৃতিক ঐতিহ্য কলকাতার ট্রামে তুলে ধরা হয়েছে। Credit: Partha Mukhopadhyay
আসলে বলাই হয়, বাঙালির পায়ের তলায় সর্ষে, অর্থাৎ, ভ্রমণ-প্রিয়। সেই ভ্রমণ-প্রিয় বাঙালিকে, পরবর্তী ডেস্টিনেশন হিসেবে তারা যাতে অস্ট্রেলিয়াকে বেছে নেন, তার জন্যই এই উদ্যোগ। অস্ট্রেলিয়ার ট্যুরিজমের সেলিব্রেশনের অংশ হয়েছেন অভিনেত্রী রাইমা সেন। ট্রামের ভিতর অস্ট্রেলিয়ার নানা ট্যুরিস্ট স্পট থেকে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। রাইমা সেন জানিয়েছেন যে, কলকাতা ট্রামকে বাঁচিয়ে রাখতে এই রকম উদ্যোগ আর হওয়া উচিত। কলকাতা পরিচিত তার ট্রামের জন্য। পাশাপাশি জানিয়েছেন যে, একাধিক সিনেমার শ্যুটিং করেছেন ট্রামে চেপে, ট্রাম তার বরাবরই প্রিয়।

Share
Published 20 June 2024 11:59am
By Partha Mukhopadhyay
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand