ভার্চুয়াল বৈঠকে মোদী -মরিসন,দৃঢ় সম্পর্কের অঙ্গীকার

ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক চাহিদা ও মূল্যবোধের নিরিখে খুবই দৃঢ়।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মহামারীর কারণে ভারত সফরে আসতে পারেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তারই পরিবর্তে দু দেশের রাষ্ট্রনেতার সঙ্গে বৃহস্পতিবার অনলাইনে বৈঠক হয়। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে দেখা করার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক থালা সিঙ্গারা নিয়ে ছবি পোস্ট করে ছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি জানান, এই জনপ্রিয় খাবারটি তিনি ভারতীয় নেতার সঙ্গে ভাগ করে খেতে চান।

Modi Morrison

Prime Minister Scott Morrison during a first-ever virtual summit with his Indian counterpart Narendra Modi. Source: Twitter

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভারত সফরের বিকল্প কখনওই ভার্চুয়াল বৈঠক হতে পারে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দু দেশের বন্ধুত্ব আরও মজবুত করার জন্য অপরিসীম সুযোগ রয়েছে।এই সুযোগকে বাস্তবে পরিণত করাটাই চ্যালেঞ্জ। দু দেশের সম্পর্ক সমস্ত অঞ্চলের স্থিতাবস্থায় কার্যকরী ভূমিকা নেবে।

কঠিন সময়ে ভারতীয় সম্প্রদায় ও ছাত্রদের উপর নজর রাখার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, শুধু দুটো দেশের জন্য নয়, দু দেশের মজবুত সম্পর্ক সমস্ত অঞ্চলের জন্যই কার্যকরী। জানা গেছে অস্ট্রেলিয়ায় করোনায় মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্কট মরিসনের পোস্টের জবাব দিয়ে বলেছেন, ‌ভারতীয় সাগরের মাধ্যমে যুক্ত, ভারতীয় সিঙ্গারার মাধ্যমে গড়ে উঠেছে ঐক্য।‌ তিনি আরও জানিয়েছেন, ‌ছবিতে প্রধানমন্ত্রী স্কট মরিসনের তৈরি সিঙ্গাড়াগুলি খুবই সুস্বাদু মনে হচ্ছে।একবার এই কোভিড ১৯ জয় করে ফেলার পর, তারপর একসঙ্গে বসে সিঙ্গারার মজা নেওয়া যাবে।

ভারতীয় মিডিয়াতে বলা হচ্ছে ,লকডাউনে রান্নাবান্না করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও। আবার তিনি এই সিঙ্গারার নামকরণও করেছেন, ‌স্কোমোসা‌। তিনি টুইট করে বলেছেন, স্কোমোসাসের সঙ্গে আমের চাটনি, সব তিনি তৈরি করেছেন, এমনকি চাটনিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ভার্চুয়াল বৈঠক তাই এই সিঙ্গারা তিনি এখনই ভাগ করতে পারবেন না। তাও প্রধানমন্ত্রী স্কট মরিসন বলে ছিলেন ,‌প্রধানমন্ত্রী মোদী নিরামিশাষী, তিনি এটা ভাগ করে খেতে চান।‌

বস্তুতঃ, ধীরে ধীরে বিশ্বজুড়ে করোনাভাইরাস লকডাউন লঘু হচ্ছে।অর্থনীতিকে ফের চাঙ্গা করাই এখন বিশ্বের তাবড় দেশের চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বাণিজ্য ও প্রতিরক্ষা,এই দুই বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতাই বৈঠকের মূল বিষয় ছিল বলে জানা গেছে।বিশেষত, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তি নিয়ে কথা হয়েছে বলে খবর।

এই প্রথম কোনও দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য,গত দেড় বছরে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৪ বার মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দু’ দেশের মধ্যে সম্পক আরও জোরদার করে তোলার সুযোগ মিলেছে এই ভার্চুয়াল সামিটে। ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও দৃঢ় করা ছাড়াও করোনাভাইরাস পরিস্থিতিকে দুই দেশ কীভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে,সেই নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।


Share
Published 4 June 2020 6:39pm
By Partha Mukhapadhdhaya
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand