নিউ সাউথ ওয়েলসে পার্কিংয়ের জন্য নতুন অ্যাপ

নতুন একটি পার্কিং অ্যাপ চালু করছে নিউ সাউথ ওয়েলস সরকার। সিডনির কয়েকটি এলাকায় গাড়ি পার্কিংয়ের ফিজ পরিশোধের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহার করা যাবে।

parking ticket

Source: Getty Images

নতুন একটি পার্কিং অ্যাপ চালু করছে নিউ সাউথ ওয়েলস সরকার। সিডনির কয়েকটি এলাকায় আপনি এখন গাড়ি পার্কিংয়ের ফিজ পরিশোধের ক্ষেত্রে আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

কাস্টোমার সার্ভিস মন্ত্রী ভিক্টোর ডমিনেলো এবং ট্রান্সপোর্ট অ্যান্ড রোডস মন্ত্রী অ্যান্ড্রু কনস্ট্যান্স আজ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর দ্য রকস্-এ নতুন এই প্রযুক্তিটির ঘোষণা দিতে যাচ্ছেন।

মিস্টার ডমিনেলো একটি স্টেটমেন্টে বলেন,

“গাড়ির চালকদের জন্য এই অ্যাপটি একটি গেম চেঞ্জার। পার্কিংয়ের জন্য অর্থ প্রদানের জন্য এখন আর তাদেরকে ভাংতি পয়সা খুঁজতে হবে না এবং নিকটস্থ মিটারের কাছে হেঁটে গিয়ে ফিজ জমা দিতে হবে না।”

“এই প্রযুক্তিটি নির্ঝঞ্ঝাট এবং এর ফলে ড্রাইভারদের অনেক সুবিধা হবে।”

মিস্টার কনস্ট্যান্স বলেন, এর ফলে গাড়ির চালকরা পার্কিংয়ের ক্ষেত্রে জরিমানা দেওয়া থেকে বেঁচে যাবেন। কারণ, তাদের মিটার লো হয়ে গেলে কিংবা নো স্টপিং জোনে এলে তাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে।

“পার্কিং ইন্সপেক্টরের কাছ থেকে জরিমানার টিকেটে পাওয়ার উদ্বেগ ও মানসিক চাপ কমাবে পার্ক’ন-পে। কারণ, তারা রিয়েল টাইমে তাদের মিটার চেক করতে পারবে।”
parking fines.
Drivers in parts of Sydney can now pay for parking and top up using their phones, with the launch of the NSW Government’s Park’nPay app. Source: SBS
“মিটার মেয়াদ-উত্তীর্ণ হওয়ার কাছাকাছি সময়ে এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা পুনরায় অর্থ ভরতে পারবে। তাই গাড়ির চালকদেরকে তড়িঘড়ি করে গাড়ির কাছে যেতে হবে না।”

এই অ্যাপটি বিনামূল্যে সংগ্রহ করা যাবে। আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনে এটি ব্যবহার করা যাবে। গাড়ির চালকদেরকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এবং তাদের লাইসেন্স প্লেট এবং পেমেন্ট ডিটেইলস দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ব্যবহারকারীরা ভিসা, মাস্টারকার্ড, অ্যাপল পে এবং গুগল পে-এর মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন।

পার্কিং ইন্সপেক্টররা তাদের ফোনের একটি অ্যাপ দিয়ে কোনো মিটার চেক করতে পারবেন। তবে, পার্কিং মিটারগুলোও থাকবে যেখানে কয়েন ও ক্রেডিট কার্ড ব্যবহার করে পার্কিং ফিজ পরিশোধ করা যাবে।

কমপক্ষে এক ঘণ্টার জন্য পার্কিংয়ের ফিজ পরিশোধ করা হলে গাড়ির চালকরা অতিরিক্ত দশ মিনিট পর্যন্ত সময় পাবেন। অতিরিক্ত এই দশ মিনিটের মধ্যে জরিমানা করা হবে না।

Follow SBS Bangla on .

Share
Published 17 October 2019 3:32pm
Updated 17 October 2019 3:41pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand