নিউ সাউথ ওয়েলসের মন্ত্রী করোনাভাইরাস পাবলিক হেলথ বিধি ভঙ্গ করে জরিমানা পেলেন

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মিক ফুলার বলেছেন রাজ্যের আর্টস মিনিস্টার ডন হারউইন কি করে করোনাভাইরাস পাবলিক হেলথ বিধি ভঙ্গ করলেন তা তারা তদন্ত করে দেখবেন।

NSW Minister for the Arts Don Harwin.

NSW Minister for the Arts Don Harwin. Source: AAP

নিউ সাউথ ওয়েলসের একজন এমপি এবং রাজ্যের আর্টস মিনিস্টার ডন হারউইন এক হাজার ডলার জরিমানা পেয়েছেন। তিনি সেন্ট্রাল কোস্টে তার হলিডে হোমে থাকতে গিয়ে করোনাভাইরাস পাবলিক হেলথ বিধি ভঙ্গ করেছেন। পার্ল বিচে মিলিয়ন ডলারের ওই বাড়িটিতে যেতে তার মূল বাড়ি থেকে এক ঘন্টা ড্রাইভ করতে হয়।

ডেইলি টেলিগ্রাফের বরাতে জানা যায় তিনি ট্রাভেল রেস্ট্রিকশনের বিরুদ্ধে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ঘোষণা না করেই  নিজের যুক্তি দিয়েছেন।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মিক ফুলার বলেছেন তারা বিষয়টি তদন্ত করবেন। তিনি বলেন, তাদের কাছে ছবি আছে যে সেখানে আরো একজন ব্যক্তি ছিলেন। 

গত বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তারা সেখানে ৫৫ বছর বয়সী ওই মন্ত্রীর সাথে কথা বলেন এবং যখন বুঝতে পারেন যে তিনি স্থান বদল করেছেন তখন তারা তাকে 'পাবলিক হেলথ আইন অনুযায়ী বিধি ভঙ্গের' জন্য জরিমানা করেন। 

মিঃ ফুলার বলেন যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান COVID 19 আইনের উর্ধে নন।
alc-covid-easter-passover-bangla
Source: SBS
তবে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান ওই মন্ত্রীকে বরখাস্ত করার আহবানকে অনুমোদন দেননি। তিনি বলেন যে আগে পুলিশ বলুক যে প্রকৃত ঘটনা কি হয়েছে। 

তিনি স্বীকার করেছেন যা ধারণা করা হয়েছে তা 'ভয়ঙ্কর'; তিনি মিঃ হারউইনকে তার সিডনির মূল এপার্টমেন্টে ফিরে যেতে বলেন। 

মিজ বেরেজিকলিয়ান মনে করেন মিঃ হারউইন কোন নিয়ম ভঙ্গ করেননি, কারণ তিনি ১৭ মার্চে কার্যকর হওয়া COVID 19 আইন জারির আগে গত ১৩ই মার্চ স্থান বদল করেছেন।

বিষয়টি 'অন্য খাতে' যাতে না যায় তাই  মিঃ হারউইন নিশ্চিত করেছেন তিনি সিডনিতে ফিরে এসেছেন। তিনি রাজ্যের প্রিমিয়ার এবং কমুনিটির কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন। 

নিউ সাউথ ওয়েলসের লেবার পার্টি আইন পালনে ব্যর্থ হওয়ার জন্য মিঃ হারউইনের প্রতি পদত্যাগের আহবান জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের তুলনায় প্রাণহানির হার অন্যান্য দেশের তুলনায় কম হলেও করোনা ভাইরাস পাবলিক হেলথ আইন বেশ কঠোর। দেশটির জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে সবচেয়ে বেশি মানুষ সংক্রমিত।
alc-covid-gatherings-bangla
Source: SBS
এর আগে প্রায় একই ধরণের বিধিভঙ্গের জন্য নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদমর্যাদা হ্রাস পেয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে নিউজিল্যান্ডে চলছে লকডাউন, আর তা না মেনে পরিবার নিয়ে গাড়ি চালিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছিলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। পরে অবশ্য ভুল বুঝতে পেরে নিজেকে ‘ইডিয়ট’ বলেছেন তিনি। 

দা গার্ডিয়ান পত্রিকার খবরে জানা যায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্বীকার করেছেন যে বাড়ি থেকে ২০ কিলোমিটার গাড়ি চালিয়ে সৈকতে যাওয়াটা ছিল লকডাউন নীতির লঙ্ঘন। তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডানের কাছে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করলেও পরিস্থিতি বিবেচনায় তাঁকে দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে। তবে তার স্বাস্থ্যমন্ত্রী পদের মর্যাদা হ্রাস করা হয়েছে।

নিউজিল্যান্ডে করোনাভাইরাসে এ পর্যন্ত দুজন প্রাণ হারিয়েছেন।  সংক্রমণের হার তুলনামূলকভাবে কম হলেও দেশটিতে করোনা ভাইরাস পাবলিক হেলথ আইন বেশ কঠোর।  

আরো পড়ুন:

Share
Published 10 April 2020 2:54pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand