Latest

কিংস বার্থডে অনার্স লিস্টে এবার ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ সম্মাননা পেয়েছেন দু’জন বাংলাদেশী অস্ট্রেলিয়ান

মাল্টি-কালচারাল কমিউনিটিতে অবদান রাখায় ক্যানবেরার মইনুল হক এবং কমিউনিটি হেলথে অবদান রাখায় ডারউইনের আমিনুল ইসলাম এ বছর OAM শ্রেণীতে অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন।

BN Feature 120623.png

মাল্টি-কালচারাল কমিউনিটিতে অবদান রাখায় ক্যানবেরার মইনুল হক (ডানে) এবং কমিউনিটি হেলথে অবদান রাখায় ডারউইনের আমিনুল ইসলাম (বামে) এ বছর OAM শ্রেণীতে অর্ডার অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। Credit: Aminul Islam & Mainul Haque

কিংস বার্থডে অনার্স লিস্টে এবার বিভিন্ন ক্যাটাগোরিতে অনার এবং অ্যাওয়ার্ড পেয়েছেন ১,১৯১ জন অস্ট্রেলিয়ান।

এই তালিকায় যারা স্থান পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানান গভর্নর জেনারেল ডেভিড হার্লে। তিনি বলেন, “প্রাপকরা যথেষ্ট অবদান রেখেছেন এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন।”

১৯৭৫ সালে অর্ডার অব অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবার দেখা যাচ্ছে যে, জেনারেল ডিভিশনে প্রাপকদের বেশিরভাগই নারী।
অর্ডার অব অস্ট্রেলিয়ার জেনারেল ডিভিশনে এবার মোট ৯১৯ জন সম্মাননা পেয়েছেন। এদের মধ্যে পুরুষ ৪৫৪ জন এবং নারী ৪৬৫ জন।

এ বছর মেডাল অফ অর্ডার (OAM) শ্রেণীতে অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন দু’জন বাংলাদেশী অস্ট্রেলিয়ান।

ক্যানবেরায় মাল্টিকালচারাল কমিউনিটিতে অবদান রাখার জন্য পেয়েছেন মইনুল হক। মুসলিম কমিউনিটিতে, বিশেষত, গাঙ্গালিন-এ মসজিদ নির্মাণে অনুদান সংগ্রহে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। ২০০৫-২০০৭ সালে তিনি বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার প্রেসিডেন্ট ছিলেন।

আর, কমিউনিটি হেলথে অবদান রাখায় অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ডারউইনের আমিনুল ইসলাম।

তার জন্ম মুশির্দাবাদে। দেশ ভাগের পর তিনি চট্টগ্রামে চলে আসেন। আর, অস্ট্রেলিয়ায় আসেন ১৯৮৩ সালে।

যত দূর জানা যায়, বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের মাঝে সর্বপ্রথম অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ডারউইনের মোহাম্মদ নুরুল হক। নর্দার্ন টেরিটোরির ইসলামিক সোসাইটিতে অবদান রাখায় ২০০০ সালে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

তার কিছু স্মৃতিচারণ করেন আমিনুল ইসলাম। তিনি বলেন, “যখন আমি প্রথম ডারউইনে আসি, উনি (নুরুল হক) আমাকে সহায়তা করেছিলেন। উনার সঙ্গে যে আমার নামটাও সেদিকে যাচ্ছে, সেজন্য আমি গর্বিত।”
পরবর্তীতে, ২০১৯ সালে “অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড”পেয়েছেন ভিক্টোরিয়া রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা কামরুল হোসেইন চৌধুরী।

এছাড়া, মুসলিম কমিউনিটিতে অবদান রাখার জন্য ২০২২ সালে OAM শ্রেণীতে “অর্ডার অব অস্ট্রেলিয়া”অ্যাওয়ার্ড পেয়েছেন মুসলিম সিমিট্রি বোর্ড, সিডনির চেয়ারম্যান কাজী খালেকুজ্জামান আলী।

Anyone can nominate any Australian for an award in the Order of Australia. If you know someone worthy, nominate them now at .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 


Share
Published 12 June 2023 2:25pm
Updated 12 June 2023 10:19pm
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand