ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “রুয়া” (RUAAWA) এর শীতকালীন পুনর্মিলনী অনুষ্ঠিত ও কার্যনির্বাহী কমিটি গঠিত।

Rajshahi University Alumni WA

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রুয়া’-এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ২৪ জুলাই ২০২১ তারিখে। Source: Supplied by Ashrafi Bithi

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’ (রুয়া) এর শীতকালীন পুনর্মিলনী ও কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে গত ২৪ জুলাই ২০২১।

পার্থের অ্যালান পার্ক প্যাভিলিয়ন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবার। পার্থে তৃতীয় বারের মত কোভিড লকডাউন প্রত্যাহারের পরেই এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছিল “হৃদয়ে মতিহার, স্মৃতিতে প্যারিস রোড, মিলছি পার্থে”।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শিক্ষক ড. আবু সিদ্দিকি। তিনি এই সংগঠনটির উপদেষ্টা। অনুষ্ঠানটির এক পর্যায়ে এই সংগঠনটির নবনিযুক্ত কমিটির তালিকা প্রকাশ করেন আবু সিদ্দিকি। ২৩ সদস্যের এই কমিটির সভাপতি কামরুল হাসান বেলাল ও সাধারণ সম্পাদক জাকির সরকার।

এ সময়ে আবু সিদ্দিকি বলেন,

“এই রকম একটি প্লাটফর্ম আমার হৃদয়ের সুপ্ত বাসনা ছিল। খুবই ভাল লাগছে আমার আজ। প্রিয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের সবাইকে কাছে পেয়ে ক্যাম্পাসের দিনগুলো মনে পড়ে গেল।”

২০২০ সালে ‘রুয়া’ প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এ রকম একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হলো এবং একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো।
ড. আবু সিদ্দিকি বলেন, “এই রকম একটি প্লাটফর্ম আমার হৃদয়ের সুপ্ত বাসনা ছিল। খুবই ভাল লাগছে আমার আজ।”
ড. আবু সিদ্দিকি বলেন, “এই রকম একটি প্লাটফর্ম আমার হৃদয়ের সুপ্ত বাসনা ছিল। খুবই ভাল লাগছে আমার আজ।” Source: Supplied by Ashrafi Bithi
নব-নির্বাচিত সভাপতি ড. কামরুল হাসান বলেন,

“আমরা খুবই আনন্দিত যে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অ্যালামনাই দাঁড় করাতে পেরেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়াশোনা করেছি, দেশ থেকে হাজার মাইল দূরে আমরা যারা প্রায়শই মতিহার নিয়ে স্মৃতি-কাতর হয়ে পড়ি, আমি বিশ্বাস করি, এই অ্যালামনাই তাদের মাঝে একটি শক্ত বন্ধন তৈরি করতে সক্রিয় ভূমিকা রাখবে।”

সাধারণ সম্পাদক জাকির সরকার বলেন,

“আমাদের প্রাণপ্রিয় এই শিক্ষা-প্রতিষ্ঠানের অনেক স্মৃতি-বিজড়িত মতিহার চত্বর আর বহুল জনপ্রিয় প্যারিস রোডের রোমাঞ্চকর অনুভূতি থেকে সংগঠনটির স্লোগান করা হয়েছে, ‘হৃদয়ে মতিহার, স্মৃতিতে প্যারিস রোড, মিলছি পার্থে’।”

“ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি এবং সবসময় সদস্যদের মাঝে সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। আশা করছি, ‘রুয়া’ ধারাবাহিকভাবে এ ধরনের পুনর্মিলনীসহ বিভিন্ন গঠনমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে তার মূল উদ্দেশ্য ধরে রাখতে শক্তিশালী ভূমিকা রাখবে।”
ড. কামরুল হাসান বলেন, “আমরা খুবই আনন্দিত যে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অ্যালামনাই দাঁড় করাতে পেরেছি।”
ড. কামরুল হাসান বলেন, “আমরা খুবই আনন্দিত যে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অ্যালামনাই দাঁড় করাতে পেরেছি।” Source: Supplied by Ashrafi Bithi
প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফি ফেরদৌসী বীথির পক্ষ থেকে জানানো হয়, এই উপলক্ষে সেদিন এক আনন্দ-ঘন উৎসবে মেতে ওঠেন উপস্থিত অতিথিগণ। এতে মেয়েদের পিলো পাসিং প্রতিযোগিতা উপভোগ করেন উপস্থিত সকলে।

তিনি বলেন,

“আজ এখানে এসে বিশ্ববিদ্যালয়ের সবাইকে কাছে পেয়ে মনে হচ্ছে, আবারও যেন ক্যাম্পাসে ফিরে গেছি। সেই মতিহার, প্যারিস রোড আর পলাশ-জারুলের কথা মনে পরে গেল।”

দেশী খাবারের মধ্যাহ্ন-ভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
জাকির সরকার বলেন, আশা করছি ‘রুয়া’ ধারাবাহিকভাবে এ ধরনের পুনর্মিলনীসহ বিভিন্ন গঠনমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে তার মূল উদ্দেশ্য ধরে রাখতে শক্তিশালী ভূমিকা রাখবে।
জাকির সরকার বলেন, আশা করছি ‘রুয়া’ ধারাবাহিকভাবে এ ধরনের পুনর্মিলনীসহ বিভিন্ন গঠনমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে তার মূল উদ্দেশ্য ধরে রাখতে শক্তিশালী ভূমিকা রাখবে। Source: Supplied by Ashrafi Bithi
Follow SBS Bangla on .

Share
Published 9 August 2021 10:53am
Updated 9 August 2021 6:15pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand