করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের 'সীমিত পরিসরে' হজ্জ্ব পালনের ঘোষণা

হজ্জ্ব পালনকালে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান কাবা শরীফসহ অন্যান্য স্থাপনাগুলোতে কয়েক মিলিয়ন মুসল্লির সমাবেশ ঘটে যা হয়ে উঠতে পারে করোনাভাইরাস ছোঁয়াচে রোগের বিরাট উৎস। সেই বিবেচনায় সৌদি কর্তৃপক্ষ এবারের হজ্জ্ব 'সীমিত পরিসরে' আয়োজনের ঘোষণা দিয়েছে।

Muslim pilgrims as they circumvent around the Kaaba at the Masjid al-Haram Mosque, Islam's holiest site, in Mecca, Saudi Arabia (Image Representational Only)

Muslim pilgrims as they circumvent around the Kaaba at the Masjid al-Haram Mosque, Islam's holiest site, in Mecca, KSA (Image Representational Only) Source: EPA/OMER SALEEM

সৌদি আরব গতকাল সোমবার ঘোষণা করেছে তারা এ বছরের হজ্জ্ব আয়োজন করবে সীমিত পরিসরে। তবে সেখানে হজ্জ্ব পালনের উদ্দেশ্যে যারা ইতিমধ্যেই অবস্থান করছেন তাদেরকে অনুমতি দেয়া হচ্ছে। সৌদি কর্তৃপক্ষ করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। 

হজ্জ্ব পালন ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, সামর্থ্যবান যে কোন সুস্থ মুসলিম ব্যক্তির জীবনে একবার হজ্জ্ব পালন আবশ্যক। তবে যেহেতু এই সময়টিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে তাই এতে করোনা সংক্রমণের বিরাট ঝুঁকি রয়ে যাচ্ছে।
Muslim pilgrims pray during the annual hajj pilgrimage, near the holy city of Mecca August 2019.
Muslim pilgrims pray during the annual hajj pilgrimage, near the holy city of Mecca August 2019. Source: AP
তবে জুলাইয়ে অনুষ্ঠিতব্য হজ্জ্ব আয়োজনের ব্যবস্থা সীমিত করার সিদ্ধান্তের সাথে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের বিষয়টিও যুক্ত। এছাড়া অনেক মুসলিম অধ্যুষিত দেশ এবারের হজ্জ্ব পালন থেকে বিরত থাকছে।  

হজ্জ্ব মিনিস্ট্রিকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সী জানিয়েছে " বিভিন্ন দেশের মুসল্লিদের নিয়ে এ বছরের হজ্জ্ব খুবই সীমিত পরিসরে আয়োজিত হবে। "

"জনস্বাস্থ্য প্রেক্ষিত বিবেচনায় এবং জীবন বাঁচাতে ইসলামের শিক্ষার আলোকে হজ্জ্ব পালন যাতে নিরাপদ হয় এজন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। " 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সৌদি সরকার ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে, দেশটিতে অদ্যাবধি ১৬১,০০০ রোগী শনাক্ত এবং ১,৩০০ মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে এটাও একটি বড়ো কারণ বলে মনে করা হচ্ছে। 

তবে এই সিদ্ধান্তের জন্য দেশটিকে মুসলিম চরমপন্থীদের বিরাগভাজন হওয়ার ঝুঁকি নিতে হচ্ছে, যারা স্বাস্থ্য সমস্যার চেয়েও ধর্মকে অধিক গুরুত্ব দেয়।  

হজ্জ্ব আয়োজনের কাটছাঁটের ফলে দেশটির রাজস্ব আয়ে প্রভাব পড়বে। করোনার ক্ষতির পাশাপাশি বিশ্ব বাজারে তেলের দামও কমে যাওয়ায় দেশটি ইতিমধ্যেই সংকটে পড়েছে।
Saudi Ministry of Hajj and Umrah
Saudi Ministry of Hajj and Umrah Source: Foriegn Ministry of KSA/Twitter
মার্চ থেকে বছর জুড়ে চলতে থাকা ওমরাহও বাতিল করা হয়েছে। ওমরাহ এবং হজ্জ্ব মিলিয়ে সরকারি হিসেবে এই আয়োজন সৌদি অর্থনীতিতে বছরে ১২ বিলিয়ন ডলার যোগ করে।  

তবে গতকাল সোমবারের হজ্জ্ব বাতিলের ঘোষণা অনেক মুসলিম হজ্জ্ব প্রত্যাশীদের হতাশ করেছে, যাদের অনেকেই সারাজীবনের সঞ্চয় ব্যয় করে থাকেন এই আয়োজনে, হজ্জ্বযাত্রায় তাদের অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় ধরে।

এই মাসের শুরুতে বিশ্বের সবচেয়ে বড়ো মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া হজ্জ্ব পালন না করার সিদ্ধান্ত নেয় যা রিয়াদের ওপর হজ্জ্ব বিষয়ে পরিষ্কার অবস্থান নিতে একটি চাপ সৃষ্টি করে। এরপরে মালয়েশিয়া, সেনেগাল এবং সিঙ্গাপুরও একই সিদ্ধান্ত ঘোষণা করে।  

আরো পড়ুন: 

Share
Published 23 June 2020 3:21pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand