আপনাকে খুঁজছে এসবিএস বাংলা

বহু-সাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় ৬৮ টি ভাষায় রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে এসবিএস। ১৯৭৫ সালে যাত্রা শুরু করে এসবিএস রেডিও। এই বহু-ভাষিক গণমাধ্যমটি সূচনা-লগ্ন থেকে আরও কিছু ভাষার সঙ্গে বাংলা ভাষাতে রেডিও অনুষ্ঠান সম্প্রচার করছে।

SBS microphone

Source: SBS

অস্ট্রেলিয়ার বৈচিত্রপূর্ণ বহু-সাংস্কৃতিক সমাজে, অস্ট্রেলিয়ার গণমাধ্যম জগতে অনুপম স্থান অধিকার করে আছে স্পেশাল ব্রডকাস্টিং সার্ভিস (এসবিএস)।

বৈচিত্রপূর্ণ বিশ্বকে ধারণ করা, অনুভব করা, সম্মান করা এবং উপভোগ করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করাকে উৎসাহিত করে এসবিএস।

পাঁচটি ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ৬৮ টি ভাষায় রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে এসবিএস। আরও রয়েছে এসবিএস অন ডিমান্ড, যা যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে উপভোগ করা যায়।
Bangla Program
Source: SBS Bangla
১৯৭৫ সালের জুন মাসে অস্ট্রেলিয়া সরকার সিডনিতে 2EA এবং মেলবোর্নে 3EA রেডিও স্টেশন প্রতিষ্ঠা করে। ইংরেজিভাষী নয় এ রকম পটভূমি থেকে উঠে আসা লোকদেরকে নতুন ন্যাশনাল হেলথ স্কিম মেডিব্যাংক সম্পর্কে অবহিত করাটাই ছিল উদ্দেশ্য।

এসবিএস-এর শুরুর দিকে ইনডিয়ান গ্রুপে যে কয়টি ভাষা অন্তর্ভুক্ত ছিল সেগুলো হলো: হিন্দি, উর্দু, বাংলা, পাঞ্জাবি, গুজরাতি এবং তামিল।

অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠী ক্রমশ বাড়ছে। সর্বশেষ ২০১৬ সালের আদমশুমারি অনুসারে অস্ট্রেলিয়ায় ৫৪,৬০০ এরও বেশি বাংলাভাষী রয়েছেন। তাদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয় সপ্তাহে দু’দিন, দু’ঘণ্টা। প্রতি সোম ও শনিবার অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

বর্তমান যুগের সাথে তাল রেখে এবং শ্রোতাদের চাহিদা অনুযায়ী আরও অনেক অনলাইন প্লাটফর্মে বিস্তৃত এসবিএস বাংলার অনুষ্ঠান। রেডিও অনুষ্ঠান ছাড়াও আমাদের রয়েছে নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক অ্যাকাউন্ট। ওয়েবসাইটে রয়েছে সাম্প্রতিক ঘটনার প্রতিবেদন ও পডকাস্ট।
SBS Bangla
Source: SBS
আপনি কি এসবিএসবাংলায়কাজ করতে আগ্রহী?

অস্ট্রেলিয়ান মূল্যবোধগুলোর সঙ্গে সঙ্গতি রেখে এসবিএস কর্মক্ষেত্রে নারী-পুরুষের মাঝে কোনো প্রকার বৈষম্য করে না। ভাষা, ধর্ম, লিঙ্গ কিংবা অন্য কোনো কারণে কোনো প্রকার বৈষম্যের সুযোগ নেই এখানে।

আগ্রহী হলে আপনিও যোগ দিতে পারেন এসবিএস বাংলা টিমে। এসবিএস বাংলায় যোগ দিতে নিচের লিঙ্কটি দেখুন:

SBS
Source: SBS
অনলাইন প্লাটফর্মে কিংবা রেডিওতে সম্প্রচারের জন্য অডিও কন্টেন্ট (আধেয়) তৈরি করতে হবে আপনাকে। সেজন্য, অডিও কন্টেন্ট গবেষণা, লেখা, তৈরি করা, অনুবাদ করা এবং উপস্থাপন করতে সক্ষম হতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনের জন্য সার-সংক্ষেপ (অ্যাবস্ট্র্যাক্ট) তৈরি করা জানতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

Follow SBS Bangla on .

Share
Published 27 October 2020 8:09pm
Updated 28 October 2020 1:15pm
By Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand