করোনাভাইরাস: অপরিহার্য নয় এমন সেবাগুলো বন্ধ করতে যাচ্ছে রাজ্যগুলো

আগামী দু’দিনের মধ্যে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির রেস্টুরেন্ট, পাব, জিম এবং আমোদ-প্রমোদের স্থানগুলো বন্ধ করা হবে বলে আশা করা হচ্ছে।

The Sydney Opera House can be seen in the reflection of a restaurant window as a worker uses a vacuum in Sydney

The Sydney Opera House can be seen in the reflection of a restaurant window as a worker uses a vacuum in Sydney Source: AAP

নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিতে অপরিহার্য নয় এ রকম সেবাগুলো আগামী দু’দিন নাগাদ বন্ধ করা হবে বলে আশা করা হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ রকম সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

ভিক্টোরিয়ায়, স্কুল হলিডেজ এগিয়ে আনা হচ্ছে যেন মঙ্গলবার থেকে স্কুল বন্ধ করা যায়।

রবিবার রাতের ন্যাশনাল কেবিনেট মিটিংকে সামনে রেখে একটি স্টেটমেন্টে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন, সুপারমার্কেট, প্রেট্রল স্টেশন, ফার্মেসি, কনভিনিয়েন্স স্টোর, ফ্রেইট অ্যান্ড লজিস্টিক্স এবং হোম ডেলিভারি এই শাটডাউনের বাইরে থাকবে।

মিজ বেরেজিক্লিয়ান বলেন, সোমবার স্কুলগুলো খোলা থাকবে, তবে, সেগুলো অদূর ভবিষ্যতে খোলা থাকবে কিনা সে সম্পর্কে তিনি ঘোষণা করবেন।


রবিবার রাতের সভার পর অপরিহার্য্য নয় এমন সেবাগুলো অন্যান্য রাজ্যগুলোও বন্ধ করবে বলে আশা করা হচ্ছে, বলেন এসিটি-র চিফ মিনিস্টার অ্যান্ড্রু বার।

ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, হয় জীবিত নতুবা মৃত্যুর জন্য নতুন পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। একটি স্টেটমেন্টে তিনি বলেন,

“এগুলো এমন কিছু নয় যা হাল্কাভাবে আমরা করছি। এটা পরিষ্কার যে, আমরা যদি এই পদক্ষেপ গ্রহণ না করি, আরও বেশি ভিক্টোরিয়ানের করোনাভাইরাস হবে, আমাদের হাসপাতালগুলোতে চাপ অনেক বাড়বে এবং আরও বেশি ভিক্টোরিয়ান মারা যাবে।”

মিস্টার অ্যান্ড্রুজ বলেন, ভিক্টোরিয়ান চিফ হেলথ অফিসারের পক্ষ থেকে দেওয়া হেলথ অ্যাডভাইজের সঙ্গে সমস্ত পদক্ষেপ সঙ্গতিপূর্ণ।
Empty tables at the Sydney's Opera Bar restaurant, Sydney on Saturday.
Diners have already been staying home rather than eating out. Source: AAP
রেকর্ড সংখ্যক নতুন ৬৭ টি কেস সনাক্ত হওয়ার পর ভিক্টোরিয়ায় সুনিশ্চিতভাবে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২৯৬ এ উন্নীত হয়েছে।

নিউ সাউথ ওয়েলসে রবিবার আরও ৯৭ টি কেসের সংবাদ পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় এক দিনে এতোগুলো কেস সনাক্ত হওয়ার দিক দিয়ে এটিই সর্বোচ্চ। রবিবার পর্যন্ত এ রাজ্যে ৫৩৩ টি কনফার্মড কেসের কথা জানা গেছে। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৬ জনই নিউ সাউথ ওয়েলসে মারা গেছে।

রবিবার দুপুর ১টা (AEDT) পর্যন্ত অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট ও টেরিটোরিতে সব মিলিয়ে কনফার্মড কেসের সংখ্যা ১,২৮৬।

করোনাভাইরাসের লক্ষণ, ফেডারাল সরকারের ওয়েবসাইট অনুসারে, হাল্কা অসুস্থ্যতা থেকে নিওমোনিয়ার মতো হতে পারে। এ ছাড়া জ্বর, কাশি, গলায় প্রদাহ, অবসাদ এবং শ্বাস-কষ্টও দেখা দিতে পারে।

রবিবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, যে-সব ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করে এসেছেন কিংবা সুনিশ্চিতভাবে কোভিড-১৯ এ আক্রান্ত কারও সংস্পর্শে এসেছেন এবং গত ১৪ দিনে তার শরীরে এর লক্ষণ দেখা দিয়েছে, তাদেরকে কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

Follow SBS Bangla on .


Share
Published 22 March 2020 7:33pm
Updated 23 March 2020 9:41am
By Maani Truu
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand